<p>‘দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে বসুন্ধরা সিমেন্ট। দেশের গুরুত্বপূর্ণ পদ্মা সেতুতে বসুন্ধরা সিমেন্ট ব্যবহার করা হয়েছে। ঢাকায় পাতাল রেলের কাজ শুরু হয়েছে। সেখানেও বসুন্ধরা সিমেন্ট ব্যবহার করা হচ্ছে। এটির নির্মাণকাজ করছে জাইকা। তারা কোয়ালিটির ব্যাপারে কখনো কম্প্রোমাইজ করে না। সেখানে এককভাবে আমাদের সিমেন্ট ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া ঢাকার এলিভেটেড এক্সপ্রেসসহ দেশের সব বড় প্রকল্পে বসুন্ধরা সিমেন্ট ব্যবহার করা হচ্ছে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="হিন্দু সেজে ডাকাতির প্রস্তুতি, আটক ১০" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/28/1735394787-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>হিন্দু সেজে ডাকাতির প্রস্তুতি, আটক ১০</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/28/1462365" target="_blank"> </a></div> </div> <p>বসুন্ধরা সিমেন্ট সম্পর্কে এসব কথা বলেন বসুন্ধরা সিমেন্টের দক্ষিণাঞ্চলের উপমহাব্যবস্থাপক মো. শাহাদাৎ হোসেন। <br /> শনিবার (২৮ ডিসেম্বর) ঝিনাইদহের কালীগঞ্জ পৌর শহরের গল্পঘর পার্টি সেন্টারে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।</p> <p>নির্মাণশিল্পে নির্মাণশিল্পীদের দক্ষতা ও সচেতনতাকে এগিয়ে নিতে ‘শৈল্পিক নির্মাণ, রাজমিস্ত্রির অবদান’ শীর্ষক এই কর্মশালা আয়োজন করে বসুন্ধরা সিমেন্ট। কর্মশালায় ৬০ জন রাজমিস্ত্রি অংশ নেন।</p> <p>কর্মশালায় বসুন্ধরা সিমেন্টের গুণাবলি, সঠিক ব্যবহার এবং নির্মাণশিল্পীদের কর্মদক্ষতা উন্নয়নে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। এ ছাড়া স্থাপনা নির্মাণ কৌশল এবং নির্মাণসংক্রান্ত বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। মেসার্স এস এ ট্রেডার্সের স্বত্বাধিকারী চন্দন কুমার সাহার সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন প্রকৌশলী প্রদীপ কুমার ব্যানার্জ্জী, সাইদুর রহমান, তৌহিদুর রহমান বাবু, এরিয়া ম্যানেজার সাইফুল ইসলাম শোভন ও সেলস অফিসার মো. কামরুজ্জামান।</p>