যুবলীগ নেতার হামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী আহত

সিলেট অফিস
সিলেট অফিস
শেয়ার
যুবলীগ নেতার হামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী আহত
ছবি : কালের কণ্ঠ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জুয়েল আহমদের নেতৃত্বে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী সোলেমান মিয়ার ওপর হামলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় উপজেলার নোয়াগাঁও গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

সোলেমান মিয়া উপজেলার চিকাডহর গ্রামের আজিজুর রহমানের ছেলে। আহত সোলেমান মিয়া হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এ ঘটনায় তিনি বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা করেছেন।

মামলা সূত্রে জানা যায়, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জুয়েল আহমদ দীর্ঘদিন থেকে ভোলাগঞ্জ-শাহ আরেফিন রাস্তায় পাথরবাহী গাড়ি থেকে চাঁদাবাজি করে আসছেন। সরকার পতনের পর তার চাঁদাবাজি কিছুটা কমে যায়। ৫ মাস যেতে না যেতেই জানুয়ারির প্রথম থেকে আবারও শুরু হয় তার চাঁদাবাজি।

এ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্রদের সঙ্গে তার বিরোধ চলছিল। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র সোলেমান মিয়া বাড়ি থেকে বের হয়ে ভোলাগঞ্জ যাচ্ছিলেন। নোয়াগাঁও গ্রামে যুবলীগ নেতা জুয়েল আহমদের বাড়ির সামনে গেলে তার ওপর হামলা করে জুয়েল আহমদসহ কয়েকজন। এতে সোলেমান মিয়া আহত হলে তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়।
খবর পেয়ে বিক্ষুব্ধ ছাত্র-জনতা যুবলীগ নেতার বাড়িতে হামলা চালায়। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

এ ঘটনায় জুয়েল আহমদকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মামলা করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। আমরা আসামিদের ধরতে অভিযান চালাচ্ছি।

মন্তব্য

সম্পর্কিত খবর

বাংলাদেশি যুবককে নির্যাতন, মৃত ভেবে ফেলে রেখে গেল বিএসএফ

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ প্রতিনিধি
শেয়ার
বাংলাদেশি যুবককে নির্যাতন, মৃত ভেবে ফেলে রেখে গেল বিএসএফ
সংগৃহীত ছবি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ফারুক হোসেন (৪২) নামের এক বাংলাদেশি যুবককে নির্যাতনের পর মৃত ভেবে ফেলে রেখে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বিরুদ্ধে।

রবিবার (১৬ মার্চ) সকালে উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকা কুমিল্লাপাড়া মাঠে সকালে কৃষকরা কাজ করতে গিয়ে তাকে উদ্ধার করেন। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়।

আহত ফারুক হোসেন নড়াইলের কালিয়া উপজেলার বেরলি গ্রামের মোতালেব শেখের ছেলে।

ফারুক হোসেন বলেন, ‘ভারতের রবণবাড়িয়া এলাকা থেকে বিএসএফের সদস্যরা তাকে আটক করে। সে সময় তার গলায় দড়ি বেঁধে টানতে টানতে সীমান্তের দিকে মৃত ভেবে ছুড়ে ফেলে দেয়। তখন আমার জ্ঞান হারিয়ে যায়।’ 

তিনি বলেন, ‘১০ বছর ধরে পরিবার নিয়ে আমি ভারতের ভেলর এলাকায় বসবাস করি।

সেখানে আমাদের দেশের রোগীদের সহায়তার কাজ করি। সম্প্রতি রোগী কমে যাওয়ায় অবৈধভাবে ভারতের রবণবাড়িয়া সীমান্ত দিয়ে দেশে ফিরছিলাম।’

এ ব্যাপারে মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘বাংলাদেশি যুবককে নির্যাতনের বিষয়টি শুনেছি। এ নিয়ে সীমান্তে খোঁজ নেওয়া হচ্ছে।

বিস্তারিত পরে বলতে পারব।’

মন্তব্য

বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
শেয়ার
বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
সংগৃহীত ছবি

গাজীপুরে বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন লুমেন টেক্সটাইল কারখানার শ্রমিকরা। রবিবার (১৬ মার্চ) মহানগরীর তেলিপাড়া এলাকায় এই কর্মসূচি পালন করেন তারা। 

শ্রমিকরা জানান, কর্তৃপক্ষ প্রতিমাসেই বেতন দিতে দেরি করে। রমজান মাস উপলক্ষে আগে বেতন দেওয়ার অনুরোধ জানানো হয়েছিল।

আজ বেতন দেওয়ার কথা ছিল। দুপুরের পর কর্তৃপক্ষ জানায় বেতন হচ্ছে না। এ মাসের অর্ধেকের বেশি চলে গেছে। এখনো গত মাসের বেতন পাইনি।
রমজান মাস বেতন ছাড়া সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

একাধিক শ্রমিক বলেন, ‘কারখানায় রাত ১১টা-১২টা পর্যন্ত ডিউটি করায় কিন্তু কোনো নাইট বিল দেয় না। ইনক্রিমেন্ট নেই। ডিসেম্বর থেকে ছুটি বন্ধ।

মাসের ১৫-২০ তারিখ বেতন দেয়। রমজান মাসের কারণে আগে বেতন চেয়েছি, ম্যানেজমেন্ট কোনো গুরুত্ব দেয়নি।’

লুমেন টেক্সটাইল কারখানার ভেতরে গিয়ে কর্তৃপক্ষের দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি।

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ বলেন, শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে।

মন্তব্য

হবিগঞ্জ মেডিক্যাল কলেজ বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা
শেয়ার
হবিগঞ্জ মেডিক্যাল কলেজ বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
ছবি: কালের কণ্ঠ

হবিগঞ্জ মেডিক্যাল কলেজ বন্ধের চক্রান্তের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করা হয়েছে। সম্মিলিত নাগরিক সমাজ হবিগঞ্জের ব্যানারে রোববার (১৬ মার্চ) বেলা ১১টায় জেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোল চত্বরে সমাবেশ করা হয়।

পরে হবিগঞ্জবাসী জাগ্রত হোন, মেডিক্যাল কলেজ রক্ষা করুন স্লোগান নিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে আসা লোকজন মহাসড়কে মানববন্ধন করেন। এ সময় শত শত লোক সড়কের ওপরে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করলে ঢাকা ও সিলেটের উভয় দিক থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়।


নাগরিক সমাজ হবিগঞ্জের আহ্বায়ক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইকরামুল ওয়াদুদ সভাপতিত্বে ও সদস্য সচিব মো. সামছুল হুদার পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন- সিনিয়র সাংবাদিক মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, জেলা জামায়াতের আমির মাওলানা মুখলিছুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র ফরিদ আহমেদ অলি, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শোয়েব চৌধুরী, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, প্রভাষক আব্দুল করিম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, জেলার ২৫ লাখ মানুষের দাবি উপেক্ষা করে হবিগঞ্জ মেডিক্যাল কলেজ বন্ধের যে পাঁয়তারা চলছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। জনস্বার্থবিরোধী এই চক্রান্ত থেকে সরে আসার জন্য ইতোমধ্যে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে, অনেক আন্দোলন হয়েছে। তারপরও মেডিক্যাল কলেজ বন্ধের দিকে যাচ্ছে বলে জানা গেছে।

তারা আরো বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাইদুর রহমানের একরোখা সিদ্ধান্তের কারণে হবিগঞ্জবাসী মেডিক্যাল কলেজ হারাতে বসেছে। এ রকম সিদ্ধান্ত বাস্তবায়ন হলে মহাসড়ক ও রেলপথ বন্ধ করে দিয়ে সিলেট বিভাগকে দেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে।

হবিগঞ্জ মেডিক্যাল কলেজসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ছাত্র-জনতা , বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের সহস্রাধিক লোক নিজেদের ব্যানার নিয়ে মহাসড়ক অবরোধ ও মানববন্ধনে অংশগ্রহন করেন।

দুপুর ১টায় এ প্রতিবেদন লেখার সময় মহাসড়ক অবরোধ কর্মসূচি চলাকালে সিলেটের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ ছিল।

মহাসড়কের উভয়পাশে শতশত যাত্রী ও যানবাহন আটকা ছিলো।

প্রাসঙ্গিক
মন্তব্য

রাঙামাটিতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফকর্মী নিহত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
রাঙামাটিতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফকর্মী নিহত

রাঙামাটিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নির্মল খীসা নামের এক কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। রবিবার (১৬ মার্চ) সকালে সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের খামারপাড়ার তৈ মেদুং গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নির্মল খীসা নানিয়ারচর উপজেলার নানিয়াচর ইউনিয়নের ইউনিয়নের তৈ-চাকমা গ্রামের সুনীল বিহারী খীসার ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে তৈ মেদুং গ্রামে একদল সশস্ত্র দুর্বৃত্ত নির্মলকে গুলি করে।

এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে এই হত্যাকাণ্ডের পেছনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (পিসিজেএসএস) দায়ী করেছে ইউপিডিএফ।

ইউপিডিএফের রাঙামাটি জেলা সংগঠক সচল চাকমা বলেন, ‘নির্মল খামারপাড়া এলাকায় তার নিয়মিত সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছিলেন। সেখানে আগে থেকে লুকিয়ে থাকা পিসিজেএসএসের ৮-১০ জন সশস্ত্র সদস্য নির্মলকে গুলি করে হত্যা করেছে।

পিসিজেএসএস রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক নগেন্দ্র চাকমা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি রাঙামাটি শহরে নেই, তাই ঘটনাটি আমার অজানা। তবে আমাদের কেউ এই হত্যাকাণ্ড ঘটায়নি। কারণ ওই এলাকায় আমাদের কোনো কার্যক্রমই নেই।’

রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন বলেন, ‘সাপছড়িতে নিহত ইউপিডিএফকর্মী নির্মলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য তা রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হচ্ছে। হত্যাকাণ্ডের বিষয়ে এখনো কেউ আমাদের কাছে কোনো অভিযোগ দায়ের করেনি।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ