যুবলীগ নেতার হামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী আহত

সিলেট অফিস
সিলেট অফিস
শেয়ার
যুবলীগ নেতার হামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী আহত
ছবি : কালের কণ্ঠ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জুয়েল আহমদের নেতৃত্বে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী সোলেমান মিয়ার ওপর হামলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় উপজেলার নোয়াগাঁও গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

সোলেমান মিয়া উপজেলার চিকাডহর গ্রামের আজিজুর রহমানের ছেলে। আহত সোলেমান মিয়া হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এ ঘটনায় তিনি বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা করেছেন।

মামলা সূত্রে জানা যায়, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জুয়েল আহমদ দীর্ঘদিন থেকে ভোলাগঞ্জ-শাহ আরেফিন রাস্তায় পাথরবাহী গাড়ি থেকে চাঁদাবাজি করে আসছেন। সরকার পতনের পর তার চাঁদাবাজি কিছুটা কমে যায়। ৫ মাস যেতে না যেতেই জানুয়ারির প্রথম থেকে আবারও শুরু হয় তার চাঁদাবাজি।

এ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্রদের সঙ্গে তার বিরোধ চলছিল। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র সোলেমান মিয়া বাড়ি থেকে বের হয়ে ভোলাগঞ্জ যাচ্ছিলেন। নোয়াগাঁও গ্রামে যুবলীগ নেতা জুয়েল আহমদের বাড়ির সামনে গেলে তার ওপর হামলা করে জুয়েল আহমদসহ কয়েকজন। এতে সোলেমান মিয়া আহত হলে তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়।
খবর পেয়ে বিক্ষুব্ধ ছাত্র-জনতা যুবলীগ নেতার বাড়িতে হামলা চালায়। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

এ ঘটনায় জুয়েল আহমদকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মামলা করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। আমরা আসামিদের ধরতে অভিযান চালাচ্ছি।

মন্তব্য

সম্পর্কিত খবর

কেসিসির সাবেক প্যানেল মেয়র শুনু গ্রেপ্তার

খুলনা অফিস
খুলনা অফিস
শেয়ার
কেসিসির সাবেক প্যানেল মেয়র শুনু গ্রেপ্তার
প্রতীকী ছবি

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সংরক্ষিত ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র অ্যাডভোকেট মেমরী সুফিয়া রহমান শুনুকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর হোসেন জানান, শুনুর বিরুদ্ধে বিএনপি অফিস ভাঙচুর, বৈষম্যবিরোধী আন্দোলনে বিরোধী কর্মকাণ্ডের মামলা রয়েছে। বৃহস্পতিবার বয়রার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

মন্তব্য

হালুয়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
শেয়ার
হালুয়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১
ছবি: কালের কণ্ঠ

ময়মনসিংহের হালুয়াঘাটে সড়ক দুর্ঘটনায় ইসমাইল হোসেন (৩০) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। উপজেলার পৌর শহরের টানা ব্রিজ এলাকায় বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ইসমাইল হোসেন উপজেলার লক্ষিকুড়া এলাকার ইব্রাহিমের ছেলে। 

পুলিশ জানায়, উপজেলার শাপলা বাজার এলাকা থেকে ইসমাইল মোটরসাইকেল যোগে পৌর এলাকায় আসছিল।

হঠাৎ তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে পড়ে যায়। এ সময় উল্টো দিক থেকে আসা একটি ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় ইসমাইল। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, ‘লাশ বর্তমানে থানায় রয়েছে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

মন্তব্য

সিলেটে প্রবাসী হত্যা মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সিলেট
নিজস্ব প্রতিবেদক, সিলেট
শেয়ার
সিলেটে প্রবাসী হত্যা মামলায় প্রধান আসামি গ্রেপ্তার
প্রতীকী ছবি

সিলেটে আলোচিত প্রবাসী রশিদ হত্যা মামলার প্রধান আসামি সাজু আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার (২০ মার্চ) ভোরে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার নরসিংপুর ইউনিয়নের দিনেরটুক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাজু আহমদ (২০) সিলেটের কানাইঘাট থানার খালপার এলাকার মৃত মাহমুদ হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে গত রবিবার রাত ১ টার দিকে প্রতিপক্ষের হামলায় আহত হন কাতার প্রবাসী রশিদ আহমদ (২৮)।

পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি মারা যান। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা খুনিদের বাড়িঘর পুড়িয়ে দেয়।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আউয়াল বলেন, ‘সাজু আহমদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


 

মন্তব্য

ভুয়া গোয়েন্দা পুলিশ পরিচয়ে ছিনতাই, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
শেয়ার
ভুয়া গোয়েন্দা পুলিশ পরিচয়ে ছিনতাই, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) মিথ্যা পরিচয়ে ছিনতাইয়ের সময় এক ব্যক্তিকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। 

বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। আটক মশিউর রহমান (৪২) চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউ ইসলামপুর মহল্লার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভুক্তভোগী আদিত্য রায়ের কাছ থেকে ডিবি পুলিশ সদস্যের মিথ্যা পরিচয়ে ২৭ হাজার টাকা কেড়ে নিয়ে সটকে পড়ার চেষ্টা করেন মশিউর।

কিন্তু স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, ওই ব্যক্তিকে দুপুর আড়াইটার দিকে থানায় আনা হয়। বিকালে তার বিরুদ্ধে ছিনতাই মামলা করেছেন আদিত্য রায়। 

ওসি আরো বলেন,  ডিবির সদস্য পরিচয়ে মাদক আছে বলে মানুষের নিকট থেকে টাকা হাতিয়ে নেওয়ার একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

তাকে অনেক দিন থেকে আটকের চেষ্টা চলছিল।

মন্তব্য

সর্বশেষ সংবাদ