স্বাধীন সাংবাদিকতার পরিবেশ না ফেরা পর্যন্ত সংগ্রাম চলবে : মাহমুদুর রহমান

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
স্বাধীন সাংবাদিকতার পরিবেশ না ফেরা পর্যন্ত সংগ্রাম চলবে : মাহমুদুর রহমান
আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। ছবি : কালের কণ্ঠ

আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেছেন, ‘স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের জন্য অতীতে অনেক হামলা-মামলার শিকার হয়েছি। তাই যত দিন স্বাধীন সাংবাদিকতার পরিবেশ ফিরে না আসবে, তত দিন আমার এ সংগ্রাম চলবে।’

বুধবার (২২ জানুয়ারি) বিকেলে কুমিল্লার দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের কাউয়াদি যাওয়ার পথে বিশ্বরোড মডেল মসজিদের কনফারেন্স রুমে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।

স্থানীয় গণমাধ্যমকর্মীদের উদ্দেশে ড. মাহমুদুর রহমান বলেন, ‘আমি আপনাদের সাথে নিয়ে এই সংগ্রাম চালিয়ে যেতে চাই।

আশা করি, এ লড়াই-সংগ্রামে আপনারা আমার পাশে থাকবেন।’

দৈনিক মানবজমিন পত্রিকার স্থানীয় প্রতিনিধি ও আমার দেশ পাঠকমেলা সভাপতি মোক্তার হোসেনের সভাপতিত্বে ও স্থানীয় ইত্তেফাকের দাউদকান্দি সংবাদদাতা শরীফ প্রধান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পত্রিকা এজেন্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ও আমার দেশ পাঠকমেলার সাধারণ সম্পাদক তৌফিক রুবেলসহ দাউদকান্দি উপজেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট্র মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।

মন্তব্য

সম্পর্কিত খবর

রোগী নিয়ে দুই ‘দালালের’ মারামারি

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
শেয়ার
রোগী নিয়ে দুই ‘দালালের’ মারামারি
কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী নিয়ে ‘দালালদের’ মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে স্থানীয় দুইটি ডায়াগনস্টিক সেন্টারের দুই স্টাফ আহত হন। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— দেশ-মা-মাটি ল্যাবের আব্বাস (৩৫) ও হাই-কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের স্টাফ রাকিব (২৬)।

অভিযোগ উঠেছে, স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্বহীনতার কারণে হাসপাতাল চত্বরে এসব ‘দালালদের’ দৌরাত্ম বৃদ্ধিতে প্রায়ই অপ্রীতিকর ঘটনা ঘটছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চরমার্টিন এলাকা থেকে চিকিৎসা নিতে আসা রোগী আমেনা বেগম জরুরি বিভাগ থেকে চিকিৎসাপত্র নিয়ে বের হলে দেশ-মা-মাটি ল্যাবের আব্বাস প্রথমে তার গতিরোধ করে কথা বলতে শুরু করে। এ সময় হাই-কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের স্টাফ রাকিব এসে একই রোগীকে তার পরিচিত দাবি করে টানা-হেঁচড়া শুরু করে। কথা কাটাকাটির একপর্যায়ে দুজনের মধ্যে কিলঘুষির মারামারি শুরু হয়।

পরে উপস্থিত অন্য লোকজনের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়।

এদিকে হাসপাতাল চত্বরে ডাক্তারদের উপস্থিতিতে চিকিৎসা নিতে আসা রোগীদের নিয়ে ‘দালালচক্রের’ টানা-হেঁচড়া করে লাঞ্চিত করার ঘটনা নিয়ে এলাকাবাসীর মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। প্রতিনিয়ত রোগী সাধারণ ও লোকজনকে ‘দালাল’ চক্রের হাতে লাঞ্চিত হতে হয়।

এলাকাবাসীর অভিযোগ, স্বাস্থ্য কর্মকর্তা সব্যসাচী দেবনাথ এ হাসপাতালে যোগদানের পর থেকেই হাসপাতাল এলাকায় গড়ে ওঠা বিভিন্ন ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টারের পক্ষে নিয়োজিত ‘দালালরা’ বেপরোয়া হয়ে ওঠে।

চিকিৎসাপত্র নিয়ে রোগীরা বের হওয়া মাত্র দালালরা হুমড়ি খেয়ে পড়ে রোগী ও রোগীর স্বজনদের উপর।

কমলনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সব্যসাচী দেবনাথ ঘটনার সত্যতায় বলেন, হাসপাতাল চত্বরে মারামরির ঘটনায় কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করা হয়েছে। পুলিশ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিষয়টি তাকে অবগত করেছেন। পক্ষদ্বয়ের কেউ লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

সমন্বয়কদের চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে : নাহিদ ইসলাম

বরিশাল অফিস
বরিশাল অফিস
শেয়ার
সমন্বয়কদের চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে : নাহিদ ইসলাম
ছবি : কালের কণ্ঠ

সারা দেশে ছাত্র-সমন্বয়কদের চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘নতুন রাজনৈতিক দলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আসছে। অন্যদিকে মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে। তাই সবাইকে সচেতন থাকতে হবে।

তবে দলের কেউ অন্যায়ের সঙ্গে আপস করলে তাকে ছাড় দেওয়া হবে না। দখল কিংবা চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলে বরদাশত করা হবে না।’

বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় বরিশাল ক্লাব মিলনায়তনে বরিশালের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আগে সংস্কার শেষ করে তারপর নির্বাচন হবে।

এটা নির্ধারিত সময়ের মধ্যে করা সম্ভব। জাতীয় নাগরিক পার্টি দৃশ্যমান বিচার ও মৌলিক সংস্কার শেষ করে নির্বাচন চায়। তবে তা অবশ্যই হতে হবে গণপরিষদ নির্বাচন।’

তিনি বলেন, ‘জাতীয় নাগরিক পার্টি ক্ষমতার চেয়ে জনতাকে বেশি গুরুত্ব দেয়।

তাই ক্ষমতা ছেড়ে জনতার জন্য রাজনীতির মাঠে নেমেছি। দেশের সংস্কারের মাধ্যমে পরিবর্তন আনার জন্য সাধারণ মানুষ অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসিয়েছে। যারা পরিবর্তন চায়নি তারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। আর যারা পুরনোকে আঁকড়ে ধরে থাকতে চাইবে তারাও আস্তাকুঁড়ে হারিয়ে যাবে।’

নাহিদ আরো বলেন, ‘আন্দোলনের সময় বরিশালের মানুষ গুলির সামনে বুক পেতে দিয়েছে।

বরিশালের মানুষ অনেক সাহসী। বরিশালে জাতীয় নাগরিক পার্টির শক্তিশালী ঘাঁটি স্থাপিত হবে।’

এ সময় যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য

যৌথ বাহিনীর অভিযানে ১০ জাহাজকে জরিমানা

মোংলা প্রতিনিধি
মোংলা প্রতিনিধি
শেয়ার
যৌথ বাহিনীর অভিযানে ১০ জাহাজকে জরিমানা
ছবি : কালের কণ্ঠ

মাদার ভ্যাসেল থেকে পণ্য খালাসের পর পণ্যবোঝাই জাহাজ সাগরে অলস ভাসছে কি না, তা খতিয়ে দেখতে অভিযান শুরু করেছে কোস্ট গার্ডের নেতৃত্বে যৌথ বাহিনী। কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা সদর দপ্তর) বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল থেকে নদী ও সাগরে এই অভিযান পরিচালনা করে। 

দেশের অভ্যন্তরীণ বিভিন্ন নৌ এবং বহির্নোঙরে মাদার ভ্যাসেল থেকে পণ্য খালাসের পর সেসব পণ্য ৭২ ঘণ্টার মধ্যে তা নির্দিষ্ট স্থানে যাচ্ছে কি না, তার ওপর কঠোর নজরদারি শুরু করেছে কোস্ট গার্ড। লাইটার জাহাজকে ভাসমান গুদাম বানিয়ে ভোজ্য তেলসহ অন্যান্য নিত্যপণ্য গুদামজাত করার বিষয়ে মোংলা অঞ্চলে কোনো তথ্য পাওয়া না গেলেও দেশের বিভিন্ন প্রান্তে এমন ঘটনা ঘটছে।

 

নৌপরিবন অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিদ্য গুহ জানান, বৃহস্পতিবার (২০ মার্চ) ৭১টি জাহাজ পরিদর্শন করা হয়েছে। তার মধ্যে ভোজ্য তেলের কোনো জাহাজ পাওয়া যায়নি। তবে খাদ্যশস্যের যে জাহাজগুলো রয়েছে সেগুলো নির্ধারিত সময়ে খালাস হচ্ছে। তবে অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ (৬৯)-এ যেসব লাইটার জাহাজ আইন ভঙ্গ করছে, এমন ১০টি লাইটার জাহাজকে সুনির্দিষ্ট ধারায় ৩ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সিয়াম-উল-হক জানান, আমদানীকারা পণ্য দেশের বাইরে যাতে পাচার করতে না পারে সে জন্য কোস্ট গার্ড সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে এবং কঠোর নজরদারি করছেন। এ ছাড়া গভীর সমুদ্রে ছিনতাই, চাঁদাবাজি, মাদক পাচার বন্ধসহ দেশের বিভিন্ন অভ্যন্তরীণ নৌ রুটে যাত্রীদের নিরাপদে চলাচলে কোস্ট গার্ড কাজ করছে বলে জানান তিনি।

মন্তব্য

ভিজিএফের চাল নিতে গিয়ে লাশ হয়ে ফিরলেন শহিমা

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় প্রতিনিধি
শেয়ার
ভিজিএফের চাল নিতে গিয়ে লাশ হয়ে ফিরলেন শহিমা
প্রতীকী ছবি

ঘরে অসুস্থ স্বামী। দেখার মতো কেউ নেই। পৌরসভা থেকে ভিজিএফের চাল দেওয়া হবে। তাই সেই চাল নিতে ছুটে যান শহিমা বেগম (৫০)।

রোজা থাকা অবস্থায় প্রচণ্ড রোদের মধ্যে দীর্ঘ সময় লাইনের চাপ সামলাতে নাজেহাল হয়ে পড়েন দরিদ্র এই নারী। ১০ কেজি চাল মিললেও প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন তিনি।

পরে তার নাতির সহযোগিতায় এক প্রতিবেশীর বাড়িতে ফিরেন। সেখানে তার মাথায় পানি দেওয়া হয়।

তারপরও অবস্থার উন্নতি না হওয়ায় তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। চাল নিয়ে বাড়ি ফিরে আর রান্না করে খাওয়ার সুযোগ হয়নি শহিমার। শেষ দিন পর্যন্ত চরম দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করে ত্যাগ করলেন ইহধাম। বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় পৌরসভায় এ ঘটনা।
 

পৌরসভা থেকে ঈদ উপলক্ষে দেওয়া ভিজিএফের চাল সংগ্রহ করতে গিয়ে অসুস্থ হয়ে মারা যান বলে দাবি ওই নারীর পরিবারের। তাদের ধারণা, প্রচণ্ড রোদ আর ভিড়ে হিটস্টকে মারা যেতে পারেন তিনি। শহিমা বেগমের বাড়ি পঞ্চগড় পৌরসভার মোলানি এলাকার শফিয়ার রহমানের স্ত্রী। চার মেয়ের মধ্যে ১ জন মারা গেছেন। বাকি ৩ জনকে বিয়ে দিয়েছেন।

তার স্বামী শফিয়ার রহমানও অসুস্থ, তেমন কাজকর্ম করতে পারেন না। নিজেই মানুষের কাজ করে কোনোমতে সংসার চালাতেন। বাদ এশা তার জানাজা শেষে মোনালি কবরস্থানে দাফন করা হবে।

শহিমা বেগমের জামাতা শাহিন ইসলাম বলেন, ‘আমার শাশুড়ি রোজা রেখে ভিজিএফের ১০ কেজি চাল তুলতে যান। সেদিন পৌরসভায় প্রচণ্ড ভিড় ছিল। সেই সঙ্গে ঠেলাঠেলি আর প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে কোনোমতে চাল তুলতে পারলেও মাথা ঘুরে পড়ে যান এবং বমি করেন। পরে তাকে আমার ছেলে এক প্রতিবেশীর বাসায় নিয়ে গিয়ে মাথায় পানি ঢালে। কিন্তু অবস্থার কোনো উন্নতি না হওয়ায় তাকে হাসপাতালে নেয়ার পথেই মারা যান। আসলে পৌরসভা বিশৃঙ্খলভাবে চাল বিতরণের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।’

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রহিমুল ইসলাম বলেন, ওই নারীকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন। তবে তার মৃত্যুর কারণ জানাতে পারেননি তিনি।

পঞ্চগড় পৌর নির্বাহী কর্মকর্তা রাশেদুর রহমান বলেন, ‘আজ চাল বিতরণের সময় অনেক ভিড় ছিল। তবে এমন ঘটনা আমার জানা নেই।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ