ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট চাঁদপুরের হাজীগঞ্জে ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট মামলার ৪ আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) চাঁদপুরের আদালতে জামিন চাইতে গেলে আদালত আসামিদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
গত বছরের ২০ আগস্ট জেলার হাজীগঞ্জ থানায় মামলাটি করেন হাজীগঞ্জ বাজারের মাইওয়ান খ্যাত মিজানুর রহমান সেলিম মিয়া নামের এক ব্যবসায়ী। এ মামলায় ৭৪ জন নামীয় ও এক শ থেকে দেড় শজনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।
আসামিরা সবাই হাজীগঞ্জ পৌর এলাকাসহ বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা ও আওয়ামী লীগ যুবলীগ, শ্রমিক লীগসহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী।
খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টায় চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ শামছুন্নাহার শুনানি শেষে আসামিদের জামিন নামঞ্জুর করেন।
আসামিরা হচ্ছেন নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেতা মহিন উদ্দিন (২৫), রাসেল প্রকাশ গোদা রাসেল (৩০), হাজীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শুকর আলম (৪৮), মকিমাবাদ এলাকার হারুন কাশারীর ছেলে নিষিদ্ধ সংগঠন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নুরে ফজলে আদর (২৫), ও মকিমাবাদ গ্রামের সেলিম মিয়ার ছেলে রায়হান কাশারি জাবেদ (২৫)। আসামিদের সকলেই শ্রমিক লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন ফারুক কালের কণ্ঠকে জানান, জেলহাজতে পাঠানো আসামিরা এজাহারভুক্ত আসামি।