একদিন পরেই মহান একুশে ফেব্রুয়ারি ও শহীদ দিবস। ১৯৫২ সালের এ দিনে মায়ের ভাষা বাংলার দাবিতে শরীরে রক্ত রাজপথে ঢেলে দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরো অনেকে। ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে ও যথাযোগ্য মর্যাদায় দিনটি পালনের লক্ষে সারা দেশের মতো দিনাজপুরের বোচাগঞ্জে চলছে প্রস্তুতি। ধোয়া-মোছা, বেদি ও মিনারে চলছে রঙের কাজ।
বোচাগঞ্জে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত হচ্ছে শহীদ মিনার
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিনাজপুর বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সরজমিনে গিয়ে দেখা যায়, শহীদ মিনার ঘষা, মোছা, রংয়ের কাজ চলছে পুরোদমে। ২১শের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে ভাষা শহীদের প্রতি সন্মান জানিয়ে এই মিনারে পুষ্পস্তবক অর্পন করা হবে।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস - ২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে বোচাগঞ্জ উপজেলা প্রশাসন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফ হাসান বলেন, সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠান, রাজনৈতিক দলের পক্ষ থেকে রাত ১২টা ১মিনিটে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হবে। যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি একুশে ফেব্রুয়ারি। তাদের আমরা এ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গভীরভাবে স্মরণ করছি।
সম্পর্কিত খবর

দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী খুন
মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার জেলা বারের আইনজীবী শহরের হিলালপুর এলাকার বাসিন্দা অ্যাডভোকেট সুজন মিয়া দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হয়েছেন।
রবিবার (৬ এপ্রিল) রাত ১১টার দিকে মৌলভীবাজার কোট রোডস্থ পৌরসভার সামনে ফুসকার পাশে তাকে ছুরিকাহত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার ওসি গাজী মাহবুবুর রহমান।

নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপির কমিটি গঠন
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নাঙ্গলকোট উপজেলা নতুন কমিটিতে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব নজির আহমেদ ভূঁইয়াকে পুনরায় আহ্বায়ক করা হয়।
রবিবার (৬ এপ্রিল) রাতে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন ও সদস্য সচিব ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম নজির আহমেদ ভূঁইয়ার হাতে উপজেলা ও পৌরসভা কমিটি হস্তান্তর করেন। উপজেলা কমিটিতে সাবেক সাধারণ সম্পাদক নূরুল আফসার নয়নকে সদস্য সচিব করে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
নাঙ্গলকোট পৌরসভা বিএনপি নতুন কমিটিতে আনোয়ার হোসেন মুকুলকে পুনরায় আহ্বায়ক ও আব্দুল কাদের জিলানীকে পুনরায় সদস্য সচিব করে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

খুলনায় আনন্দ মেলায় একজন ছুরিকাহত
খুলনা অফিস

খুলনা মহানগরীর জাতিসংঘ পার্কে চলমান ঈদ আনন্দ মেলাস্থলে পলাশ (১৮) নামের একজন সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন। তবে হামলার কারণ জানা যায়নি।
কেএমপির খুলনা থানার ওসি হাওলাদার হুসাইন মাসুম বলেন, রাত ৯টার দিকে জাতিসংঘ পার্কের মেলার রেলগাড়িরস্থলে সন্ত্রাসীরা পলাশের পেটে ছুরিকাঘাত করে। এতে তার পেটের নাড়িভূড়ি বের হয়ে যায়।
উল্লেখ্য, গত পয়লা এপ্রিল থেকে জাতিসংঘ পার্কে ঈদ আনন্দ মেলা শুরু হয়েছে। যা আগামী ১০ এপ্রিল পর্যন্ত চলার কথা।

মদ্যপ অবস্থায় থানায় ঢুকে গালিগালাজ, যুবদলের দুই নেতা বহিষ্কার
সিংগাইর, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সিংগাইরে দুই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। একটি মারামারি মামলার এজহারভুক্ত আসামিকে ছাড়াতে মদ্যপ অবস্থায় থানায় ঢুকে পুলিশের সঙ্গে অসাদাচারণ ও গালিগালাজ করার অভিযোগে তাদের বহিষ্কার হয়।
রবিবার (৬ মার্চ) সন্ধ্যায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া।
বহিষ্কৃতরা হলেন- সিংগাইর পৌর যুবদলের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম সরকার (জীবন) ও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য শফিকুল ইসলাম (২৫)।
বিজ্ঞপ্তিতিতে জানানো হয়, নৈতিক স্খলনজনিত অপরাধের সুনির্দিষ্ট অভিযোগে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাদের প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্ত জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন অনুমোদন করেছেন।
এ ছাড়া বহিষ্কৃতদের কোনো কর্মকাণ্ডের দায় দল বহন করবে না বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। পাশাপাশি যুবদলের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি তাদের সঙ্গে সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে গত শনিবার দিবাগত রাতে একটি মারামারি মামলার এজহারভুক্ত এক আসামিকে ছাড়াতে মদ্যপ অবস্থায় থানায় ঢুকে পুলিশের সঙ্গে অসাদাচারণের অভিযোগে দুই যুবদল নেতা গ্রেপ্তার হন। এই ঘটনায় দায়েরকৃত মামলায় রবিবার সকালে তাদের দুজনকে আদালতে পাঠায় পুলিশ। পরে আদালত থেকে জামিনে ছাড়া পান তারা।
সিংগাইর থানার উপ-পরিদর্শক (এসআই) পার্থ শেখর ঘোষ জানান, শনিবার একটি মারামারির মামলায় আরিফ নামে এক এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।