শাশুড়ির শরীরে পেট্রল দিয়ে আগুন দেওয়ার অভিযোগ জামাতার বিরুদ্ধে

বিরামপুর, দিনাজপুর প্রতিনিধি
বিরামপুর, দিনাজপুর প্রতিনিধি
শেয়ার
শাশুড়ির শরীরে পেট্রল দিয়ে আগুন দেওয়ার অভিযোগ জামাতার বিরুদ্ধে
সংগৃহীত ছবি

দিনাজপুরের বিরামপুরে শাশুড়ির গায়ে পেট্রল দিয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে জামাতা মেহেদুল ইসলামের বিরুদ্ধে। পরে মূমুর্ষ অবস্থায় অগ্নিদগ্ধ শাশুড়িকে রংপুর হাসপাতালে পাঠানো হয়েছে। আজ বুধবার (২ এপ্রিল) পৌরশহরের ৫ নম্বর ওয়ার্ডের পুবপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

বিরামপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 অভিযুক্ত উপজেলা হাবিবপুর এলাকার আজিবর রহমানের ছেলে।

আরো পড়ুন
বেকহামের পার্টিতে রোমান্টিক লুকে মেসি-রোকুজ্জু

বেকহামের পার্টিতে রোমান্টিক লুকে মেসি-রোকুজ্জু

 

পারিবারিক সূত্রে জানা গেছে, পূর্বপাড়া মহল্লার আফজাল হোসেন ও বুলি বেগম দম্পতির মেয়ে শিল্পী বেগমের সঙ্গে উপজেলার হাবিবপুর গ্রামের আজিবর রহমানের ছেলে মেহেদুলের প্রায় ১০ বছর আগে বিয়ে হয়। তাদের ঘরে তিনটি সন্তান রয়েছে। জামাতা মেহেদুল তার স্ত্রীর এক ভাইয়ের অটোরিকশা ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

সম্প্রতি সেই অটোরিকশা ভেঙে শ্বশুরবাড়িতে দিয়ে যান তিনি। অটোরিকশার মালিক সেটি মেরামত করে অন্য চালকের নিকট ভাড়া দিলে তার সঙ্গে শ্বশুরবাড়ির লোকজনের মতবিরোধ দেখা দেয়। এর মাঝেই গতরাতে শাশুড়ির টেবিলের ওপর খারা নাক ফুল হারানোর দোষ পড়ে তার ওপর। বিষয়গুলো নিয়ে শাশুড়ির ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি।

আজ বুধবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে জামাতা মেহেদুল তার শাশুড়িকে মোবাইল ফোনে বাড়ির বাইরে পাকা রাস্তার ওপর ডেকে নিয়ে তার গায়ে পেট্রল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মশিউর রহমান জানান, আগুনের ঘটনায় ওই নারীর সর্বাঙ্গ, অর্থাৎ মাথা ও মুখমণ্ডল ব্যতিত সর্ব শরীর ঝলসে গেছে। উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আরো পড়ুন
সন্তানের চোখের জলে ভেসে গেছে ঈদের আনন্দ

সন্তানের চোখের জলে ভেসে গেছে ঈদের আনন্দ

 

বিরামপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান, অগ্নিদগ্ধ ওই নারীকে উদ্ধার করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য রংপুর পাঠানো হয়েছে।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ ও আসামিকে আটকের জন্য অভিযান চলছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

২ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
শেয়ার
২ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
সংগৃহীত ছবি

ঝিনাইদহ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় আটক দুই বাংলাদেশি যুবককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রবিবার (৬ জুলাই) পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়।

ফেরতরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার বড় ভোমরাশুড় গ্রামের তাপস বিশ্বাসের ছেলে তীর্থ বিশ্বাস (১৯) এবং বিদ্যুৎ কুমার বিশ্বাসের ছেলে অরিন্দম বিশ্বাস (১৫)।

আরো পড়ুন
নতুন ট্র্যাপারও উতরে যাচ্ছে রিকশা, চাকা পাংচারও হচ্ছে

নতুন ট্র্যাপারও উতরে যাচ্ছে রিকশা, চাকা পাংচারও হচ্ছে

এদিকে মহেশপুর সীমান্তের বাঘাডাঙ্গা ও শ্রীনাথপুর বিজিবি ক্যাম্প পৃথক অভিযান চালিয়ে তিন নারীসহ ছয় ব্যক্তিকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম কালের কণ্ঠকে বলেন, ‘বিজিবির মাটিলা ক্যাম্প ও ভারতীয় ৫৯ ব্যাটালিয়ন বিএসএফের কম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন মাটিলা ক্যাম্পের কমান্ডার সুবেদার শরীফ মনিরুজ্জামান এবং বিএসএফের রণঘাট কম্পানি কমান্ডার এসি অভিষেক কুমার। এ সময় দুই বাংলাদেশি যুবককে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।’

আরো পড়ুন
বগুড়ায় সংখ্যালঘুর বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

বগুড়ায় সংখ্যালঘুর বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

তিনি আরো বলেন, ‘আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে।

বাকিদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।’

মন্তব্য

কটিয়াদীতে বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষে পিকআপের হেলপার নিহত

নিজস্ব প্রতিবেদক, হাওরাঞ্চল
নিজস্ব প্রতিবেদক, হাওরাঞ্চল
শেয়ার
কটিয়াদীতে বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষে পিকআপের হেলপার নিহত

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে প্রান্ত চন্দ্র বর্মণ (২০) নামের এক পিকআপ হেলপার নিহত হয়েছেন। উপজেলার বেতাল-মঠখোলা সড়কে রবিবার (৬ এপ্রিল) ভোরে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত প্রান্ত নারায়ণগঞ্জ সদরের আনন্দবাজার দামদরদি গ্রামের সুজন চন্দ্র বর্মণের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, শনিবার রাতে প্রতিদিনের মতো প্রান্ত তারই এলাকার পিকআপচালক সানির সঙ্গে কাজে বের হন।

রাতে মালামাল নামিয়ে রবিবার ভোরে কটিয়াদী থেকে পিকআপ ভ্যানটি মঠখোলা রোড হয়ে নারায়ণগঞ্জে ফিরে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা উজানভাটি নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে পিকআপ ভ্যানটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রান্ত চন্দ্র বর্ষণের মৃত্যু হয়।
পরে খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে নিহতের লাশ শনাক্ত করে।

কটিয়াদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, ‘ঘটনার বিষয়ে সড়ক পরিবহণ আইনে মামলা করা হচ্ছে। নিহতের মৃতদেহ ময়নাতদন্ত করানো হয়েছে।’

মন্তব্য

বগুড়ায় সংখ্যালঘুর বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
শেয়ার
বগুড়ায় সংখ্যালঘুর বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার
সংগৃহীত ছবি

বগুড়ায় বিশেষ অভিযানে সংখ্যালঘুর বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় এজাহারনামীয় প্রধান আসামি মো. রহিমকে (৩৮) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানাধীন কানাইপুকুর বাজার থেকে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ রবিবার কালের কণ্ঠকে তথ্যটি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ (ওসি/ডিবি)পরিদর্শক ইকবাল বাহার। গ্রেপ্তার রহিম বগুড়ার শিবগঞ্জ উপজেলার কুড়াহার কাঁঠালকুশি এলাকার মো. মমতাজের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ (ওসি/ডিবি)পরিদর্শক ইকবাল বাহার জানান, বাদী শ্রী সুইট চন্দ্র মণ্ডল চলতি মাসের ৪ তারিখে বগুড়া জেলার শিবগঞ্জ থানায় হাজির হয়ে এজাহার দায়ের করেন। পরবর্তীতে এ বিষয়ে শিবগঞ্জ থানায় দণ্ডবিধির ১৪৩/৪৪৮/৪২৭/৪৩৫/৩৮০/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০ ধারায় একটি মামলা করা হয়।

পরে বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসার সার্বিক দিকনির্দেশনায় জেলা ডিবি পুলিশের পরিদর্শক রাকিব হোসেনের নেতৃত্বে ডিবি বগুড়ার একটি চৌকস টিম তথ্য-প্রযুক্তি ও নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করতে সমর্থ হয়।

বিস্তারিত জানতে তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই কাওসার মাহমুদের যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

 

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীনুজ্জামান জানান, বাদীর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং অন্যান্য আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য

প্রতিবাদের মুখে যোগদান করতে পারলেন না খুমেক হাসপাতালের উপপরিচালক

খুলনা অফিস
খুলনা অফিস
শেয়ার
প্রতিবাদের মুখে যোগদান করতে পারলেন না খুমেক হাসপাতালের উপপরিচালক
ডা. সুজাত আহমেদ

প্রতিবাদের মুখে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক পদে যোগদান করতে পারলেন না করোনা পরীক্ষার ইউজার ফির দুই কোটি ৬১ লাখ টাকা আত্মসাতের ঘটনায় অভিযুক্ত খুলনার সাবেক সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ। রবিবার (৬ এপ্রিল) সকালে তিনি খুমেক হাসপাতালে যোগদানের জন্য এলে প্রত্যাখ্যাত হন।

এর আগে ২০২৩ সালের ২৯ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করা হয় ডা. সুজাত আহমেদকে। গত ২৫ মার্চ তাকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আদেশে খুমেক হাসপাতালে উপপরিচালক পদে বদলি করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বদলি আদেশ নিয়ে রবিবার যোগদান করতে এসে চিকিৎসকদের বাধার মুখে পড়েন। হাসপাতালে কর্মরত চিকিৎসকরা পরিচালকের কক্ষে জড়ো হয়ে ডা. সুজাতকে উপপরিচালক পদে যোগদানের ক্ষেত্রে আপত্তি জানান। তাদের আপত্তির মুখে ডা. সুজাত ওই পদে যোগ দিতে না পেরে ফিরে যান।

এদিকে একই আদেশে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. মুহাম্মদ নূরুল ইসলামকে ঢাকার মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে বদলি করা হয়।

তিনি রবিবার (৬ এপ্রিল) হাসপাতাল থেকে ছাড়পত্র গ্রহণ করেছেন।

খুমেক হাসপাতালের পরিচালক ডা. মোহসিন আলী ফরাজী জানান, কর্মরত চিকিৎসকরা তার কক্ষে জড়ো হয়ে বিক্ষোভ করেন। তারা ডা. সুজাতের বিরুদ্ধে বিগত স্বৈরাচারের দোসর, করোনা টিকার টাকা লুটপাটকারী আখ্যা দেয়। তিনি উপপরিচালক পদে যোগ দিলে হাসপাতালের প্রশাসনিক অস্থিরতা তৈরি হবে বলে জানান।

তাদের আপত্তির কারণে ডা. সুজাত উপপরিচালক পদে যোগদান করতে পারেননি।

মন্তব্য

সর্বশেষ সংবাদ