ঢাকা, বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫
২৭ চৈত্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৬

ঢাকা, বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫
২৭ চৈত্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে তামিমের পদত্যাগ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে তামিমের পদত্যাগ
সংগৃহীত ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা শাখার আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তামিম গাজী। রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ এনে পদত্যাগের ঘোষণা দিয়েছেন আহ্বায়ক কমিটির এ সদস্য। গতকাল শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানান তিনি।

আরো পড়ুন

এখন গান বাজা, আমরা বাসর করব— বলেই বিয়েবাড়িতে ভাঙচুর

এখন গান বাজা, আমরা বাসর করব— বলেই বিয়েবাড়িতে ভাঙচুর

 

নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তামিম গাজী লেখেন, ‘আমি তামিম গাজী, কুমিল্লা জেলার মেঘনা উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করছি।

কিভাবে বা কোন প্রক্রিয়ার মাধ্যমে আমার নাম এ কমিটিতে যুক্ত হয়েছে, সে সম্পর্কে আমি সম্পূর্ণ অবগত নই।’

আরো পড়ুন

‘লোকলজ্জা করে লাভ কী? পেটে খিদে থাকলে কাজ করতেই হবে’

‘লোকলজ্জা করে লাভ কী? পেটে খিদে থাকলে কাজ করতেই হবে’

 

ওই পোস্টে তিনি আরো লেখেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতি আমার সমর্থন ছিল। তবে এটি একটি রাজনৈতিক সংগঠন হওয়ার কারণে আমি এর সঙ্গে কোনোভাবে যুক্ত নই। এ সংগঠনের সঙ্গে আমার কোনো ধরনের রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই।

মন্তব্য

সম্পর্কিত খবর

লক্ষ্মীপুর

বিএনপিকর্মী নিহতের ঘটনায় মামলা : ১৫ নেতাকর্মীকে আজীবনের জন্য বহিষ্কার

    ১৭৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের
লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর প্রতিনিধি
শেয়ার
বিএনপিকর্মী নিহতের ঘটনায় মামলা : ১৫ নেতাকর্মীকে আজীবনের জন্য বহিষ্কার
ছবি: কালের কণ্ঠ

লক্ষ্মীপুরের রায়পুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে বিএনপি কর্মী সাইজ উদ্দিন দেওয়ান নিহতসহ হামলার ঘটনায় ১৭৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এতে উপজেলা বিএনপির সদস্য ফারুক কবিরাজসহ ২৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৬০ জনকে আসামি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় জড়িত থাকায় বিএনপির ১৫ নেতাকর্মীকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

একইসঙ্গে উপজেলা কৃষক দলের সদস্য সচিব জিএম শামীমকে বহিষ্কারের জন্য জেলা কমিটি কাছে সুপারিশ করেছে উপজেলা বিএনপি। রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক জেডএম নাজমুল ইসলাম মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন। 

আরো পড়ুন
গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়রের জামিন নামঞ্জুর

গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়রের জামিন নামঞ্জুর

 

বহিষ্কৃত নেতাকর্মরা হলেন- উত্তর চরবংশী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি কর্মী মেহেদী কবিরাজ, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবাদ উল্যা গাজী, ইউনিয়ন বিএনপি নেতা ফারুক সর্দার ওরফে ফারুক কবিরাজ, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সফিক রাঢ়ী, ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরিফ, ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল কর্মী ফারুক গাজী ও রায়হান, ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল কর্মী আল আমিন কবিরাজ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মানিক আহমেদ তারেক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর আলী হাওলাদার, ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী নজরুল ইসলাম, ইউনিয়ন যুবদল কর্মী শরিফ বাগ, শাহজাহান মাঝি ও ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব শাহ আলী। এরআগে ২০ ডিসেম্বর প্রথম সংঘর্ষের জের ধরে ইউনিয়ন বিএনপিসহ অঙ্গসংগঠনের সব কমিটি বিলুপ্ত করা হয়।

 

পুলিশ জানায়, বুধবার (৯ এপ্রিল) রাতে নিহত স্পেন প্রবাসী সাইজ উদ্দিনের ভাই হানিফ দেওয়ান বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন। এতে বিএনপি নেতা ফারুক কবিরাজ ও তার ভাই মেহেদী কবিরাজসহ ২৬ জনের নাম উল্লেখ করা হয়। 

আরো পড়ুন
বিএনপি কার্যালয় ভাঙচুর, ৮ আ. লীগ নেতার জামিন নামঞ্জুর

বিএনপি কার্যালয় ভাঙচুর, ৮ আ. লীগ নেতার জামিন নামঞ্জুর

 

বিএনপি নেতা নাজমুল ইসলাম মিঠু বলেন, ‘উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতীদলসহ সব সহযোগী সংগঠনের যৌথ সভায় সংঘর্ষে জড়িতদের আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত হয়। একইসঙ্গে জড়িত সব নেতাকর্মীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও সিদ্ধান্ত হয়েছে।

’ 

রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘হত্যাসহ হামলার ঘটনায় মামলা হয়েছে। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক রয়েছে।’

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উত্তর চরবংশী ইউনিয়নে উপজেলা কৃষক দলের সদস্য সচিব জিএম শামীম ও উপজেলা বিএনপির সদস্য ফারুক কবিরাজের লোকজনের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়।

এর জের ধরে দুই দফায় শামীম ও ফারুকের নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে ওই ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দলসহ সব অঙ্গসংগঠনের কার্যক্রম বিলুপ্ত করা হয়।

আরো পড়ুন
গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র কারাগারে

গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র কারাগারে

 

গত ৭ এপ্রিল আধিপত্য বিস্তার নিয়ে বেড়ি ও বাবুরহাট এলাকায় কৃষক দল নেতা শামীম গাজী ও ফারুক কবিরাজের অনুসারী হিসেবে পরিচতি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফারুক গাজীর লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হন। ঘটনার সময় বিল্লাল মাঝি, আবু তাহের মাঝি, জিহাদ হোসাইনের বসতবাড়িতে শামীমের অনুসারীরা ভাঙচুর ও লুটপাট করে।

এর জের ধরে গত মঙ্গলবার (৮ এপ্রিল) ফের হামলা চালিয়ে শামীম গাজীর অনুসারীরা ফারুক কবিরাজের লোকজনের বাড়িঘরে অগ্নিসংযোগ করে। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, হামলা-ভাঙচুর, হত্যা, অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় থমথমে অবস্থা এখনো বিরাজ করছে।

মন্তব্য

গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়রের জামিন নামঞ্জুর

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী প্রতিনিধি
শেয়ার
গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়রের জামিন নামঞ্জুর
ছবি: কালের কণ্ঠ

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনে পৃথক দুটি হামলা মামলায় গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র মো. নজরুল ইসলাম মণ্ডলের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে ওই মামলায় মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন চাইলে রাজবাড়ী ১ নম্বর আমলি আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠায়।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলায় শিক্ষার্থী  শাহীন ফকির রাজবাড়ী সদর থানায় ৮৭ জনের নাম উল্লেখ করে মামলা করেন। এ মামলায় নজরুল ইসলাম মন্ডল ৪ নম্বর আসামি ছিলেন।

এদিকে, গোয়ালন্দ থানায় বৈষম্যবিরোধী আদোলনে হামলা মামলায় শিক্ষার্থী শরিফুল ইসলাম বাদী হয়ে নজরুল ইসলামকে ২ নম্বর আসামি করে ৫৮ জনের নামে আরেকটি মামলা করেন। আসামি নজরুল ইসলামকে এই পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠায় আদালত।

মন্তব্য
আমতলী

বিএনপি কার্যালয় ভাঙচুর, ৮ আ. লীগ নেতার জামিন নামঞ্জুর

বরগুনা প্রতিনিধি
বরগুনা প্রতিনিধি
শেয়ার
বিএনপি কার্যালয় ভাঙচুর, ৮ আ. লীগ নেতার জামিন নামঞ্জুর

বরগুনার আমতলী উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর করার মামলায় আট আওয়ামী লীগ নেতাকর্মীর জামিন না মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বরগুনার দ্রুত বিচার আদালতে হাজির হলে ম্যাজিস্ট্রেট এস এম শরিয়ত উল্লাহ তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আসামিরা হলো, আমতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসান, আওয়ামী লীগ নেতা ফরিদ মেলকার, হাবিব মীর, হানিফ দফাদার, সুমন প্যাদা, সোহাগ প্যাদা, বাদল প্যাদা ও সাইদুল ইসলাম।

আরো পড়ুন

নোয়াখালীতে কিশোর চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

নোয়াখালীতে কিশোর চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

 

জানা যায়, আমতলী উপজেলা পৌর যুবদলের আহবায়ক জাকির হাওলাদার ২০২৪ সালে ৫ আগস্টের ঘটনা দেখিয়ে আমতলী থানায় আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. মতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক জিএম হাসানসহ ৩৮ জন ও আরো অজ্ঞাত ২০০ জনকে আসামি করে একটি মামলা করেন।

 

আমতলী থানার তদন্তকারী কর্মকর্তা মো. আজিজুর রহমান তদন্ত শেষে ৮৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এজাহারভুক্ত আসামিসহ ২৫ জনের বিরুদ্ধে চুড়ান্ত রিপোর্ট দাখিল করা হয়। মামলার বাদি উপজেলা পৌর যুবদলের আহবায়ক জাকির হাওলাদার বৃহস্পতিবার আদালতে পুলিশ রিপোর্টের বিরুদ্ধে নারাজি দেন। আদালত বাদির নারাজি শুনানী শেষে আংশিক মঞ্জুর করে চার্জশীট গ্রহন করেন।

আসামি পক্ষের আইনজীবী মো. আবদুল কাদের মিয়া বলেন, ৫ আগস্টের পরে দেশে একটির পর একটি আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে বিএনপি। এই আসামিরা চার্জশীট দাখিল করা পর্যন্ত জামিনে ছিলেন। আমরা একই আদালতে আসামিদের পক্ষে আবার জামিনের আবেদন করব। 

আরো পড়ুন

এবার বিচারকদের নিষেধাজ্ঞা দেওয়ার ক্ষমতা সীমিত করতে চায় ট্রাম্প প্রশাসন

এবার বিচারকদের নিষেধাজ্ঞা দেওয়ার ক্ষমতা সীমিত করতে চায় ট্রাম্প প্রশাসন

 

তিনি বলেন, এই মামলায় আমতলীর পৌর মেয়রসহ ছয়জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে আসামি করেছে।

একই ঘটনা দেখিয়ে অপর এক বিএনপি নেতা এই আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে আমতলী থানায় মামলা করেন। সেই মামলা পুলিশ ফাইনাল দেয়।

বাদির পক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. ইসরাত হোসাইন সুমন বলেন, পুলিশ সঠিক ভাবে চার্জশীট দেয়নি। আমরা নারাজি দিয়েছিলাম। আদালত গ্রহন করেনি।

মন্তব্য

নোয়াখালীতে কিশোর চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী প্রতিনিধি
শেয়ার
নোয়াখালীতে কিশোর চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
সংগৃহীত ছবি

নোয়াখালী সদর উপজেলায় এক কিশোর চালককে হত্যা করে করে ব্যাটারি চালিত অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার নোয়াখালী ইউনিয়নের ডাক্তার বাজার স্লুইস গেইট খাল সংলগ্ন একটি কবরস্থানের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত মো. বাবর হোসেন (১৮) উপজেলার নোয়াখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম করিমপুর এলাকার মো. সেলিমের ছেলে।

আরো পড়ুন
চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু জব্দ

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু জব্দ

 

নিহতের দূর সম্পর্কের খালাতো ভাই মো. রাজীব বলেন, ‘সাব্বির নামে স্থানীয় এক ব্যক্তির অটোরিকশা ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করত বাবর।

গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে তার সঙ্গে আমার শেষ দেখা হয়। ওই সময় তিনি বাড়ির সামনে এক বন্ধুর সঙ্গে তার অটোরিকশার ওপর বসে আড্ডা দিচ্ছিল। বাবর বলেছিল, রাতে তার একটি ভাড়া আছে। কিন্তু কার ভাড়া এ সম্পর্কে কিছু জানায়নি।
এরপর রাত ১০টার পর থেকে সে নিখোঁজ ছিল। রাত ৩টার দিকে তার ব্যবহৃত মুঠোফোন নম্বরে ফোন দিলে অপরিচিত এক ব্যক্তি ফোন রিসিভ করে জানায়, ফোনটি সোনাপুর জিরো পয়েন্টে রাস্তার ওপর পাওয়া গেছে। তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ওই নম্বরে ফোন দিলে বন্ধ পাওয়া যায়। এরপর থেকে বাবর তার অটোরিকশাসহ নিখোঁজ ছিল।

তিনি আরো বলেন, ‘আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এক নারী শাক তুলতে গিয়ে উপজেলার ডাক্তার বাজার স্লুইস গেইট খাল সংলগ্ন কবরস্থানের পাশে বাবরের মরদেহ পড়ে থাকতে দেখে। একই সময়ে বাবরের বোনেরা ভাইয়ের নিখোঁজের বিষয়ে সুধারাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে ভাইয়ের মরদেহ উদ্ধারের খবর পায়। খবর পেয়ে বাবরের অটোরিকশার মালিক সাব্বির এবং আমি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত হই। দিদারের গলায় শক্ত কিছু পেঁচানোর আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করছি, অটোরিকশা ছিনিয়ে নিতেই বাবরকে গলায় শক্ত কিছু দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

সুধারাম থানার ওসি কামরুল ইসরাম বলেন, ‘নিহত কিশোর অটোরিকশা চালক কিনা জানি না। তবে আমরা একটা তথ্য পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ