ঢাকা, সোমবার ০৭ এপ্রিল ২০২৫
২৪ চৈত্র ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৬

ঢাকা, সোমবার ০৭ এপ্রিল ২০২৫
২৪ চৈত্র ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৬

ঢাকা থেকে প্রেমিকার খোঁজে খুলনা, ভৈরব নদে মিলল যুবকের লাশ

খুলনা অফিস
খুলনা অফিস
শেয়ার
ঢাকা থেকে প্রেমিকার খোঁজে খুলনা, ভৈরব নদে মিলল যুবকের লাশ
প্রতীকী ছবি

ঢাকা থেকে খুলনায় মামাবাড়ি এসে প্রেমিকার খোঁজে বের হয়ে নিখোঁজ হয়েছিলেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাজকীর আহমেদ। কিন্তু ৭ দিন পর তার বস্তাবন্দি লাশ উদ্ধার হলো ভৈরব নদ থেকে। 
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর খানজাহান আলী থানা সংলগ্ন ভৈরব নদ থেকে তার লাশ উদ্ধারের পর আত্মীয়-স্বজন সেটি তাজকীরের লাশ বলে শনাক্ত করেন।

খালিশপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাজকীর আহমেদ গত ২১ ফেব্রুয়ারি ধানমন্ডির বাসা থেকে নগরীর খালিশপুর থানাধীন গোয়ালখালী এলাকাস্থ তার মামার বাড়িতে আসেন।

সেখান থেকে খালিশপুরে প্রেমিকা সীমার সঙ্গে দেখা করতে বের হয়ে নিখোঁজ হন। 

এ ব্যাপারে তার বাবা মুরাদ হোসেন গত ২২ ফেব্রুয়ারি কেএমপির খালিশপুর থানায় একটি জিডি করেন। পরে তার প্রেমিকার সন্ধান পাওয়ার পর জিডিকে মামলায় রূপ দেওয়া হয়। মামলায় সাতজনকে আসামি করা হলেও তাজকীরের প্রেমিকাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের কাছে তাজকীরের প্রেমিকা সীমার দাবি করেন, তার মোবাইল ব্যবহার করে তার সাবেক স্বামী অভি তাজকীরকে ডেকে নিয়ে আসেন। তারপর তাকে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হতে পারে। তবে এ ঘটনার পর অভি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

 

খানজাহান আলী থানার ওসি কবির হোসেন বলেন, লাশটি পচে-গলে যাওয়ায় কিভাবে হত্যা করা হয়েছে সেটি বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য লাশটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালর মর্গে পাঠানো হয়েছে।
 

মন্তব্য

সম্পর্কিত খবর

টঙ্গীতে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
শেয়ার
টঙ্গীতে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা
প্রতীকী ছবি

টঙ্গীতে এক কলেজের বিবিএ দ্বিতীয় বর্ষের এক কলেকছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেছেন। নাফিস হোসেন ভুঁইয়া নিলয় (২৯) নামে একজনকে প্রধান আসামি করে তার বোনসহ দুজনের বিরুদ্ধে এই মামলা করেন ভিকটিম।

রবিবার (৬ এপ্রিল) টঙ্গী পশ্চিম থানায় এই মামলা হয়।

মামলার এজাহার থেকে জানা যায়, ভিকটিম টঙ্গী সরকারি কলেজে বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্রী।

 কলেজে যাওয়া-আসার সময় স্থানীয় মোক্তার বাড়ি রোড এলাকার মৃত জাকিরুল হোসেন ভুঁইয়ার ছেলে নিলয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

২০২৪ সালের ২২ অক্টোবর নিলয় বিয়ের কথা বলে ভিকটিমকে তার খালি বাসায় নিয়ে ধর্ষণ করে। এতে অন্তঃসত্ত্বা হয়ে গেলে ভিকটিম নিলয়কে বিয়ের জন্য চাপ দেয়। চলতি বছর ৬ জানুয়ারি নিলয় টঙ্গীর এশিয়া জেনারেল হাসপাতালে নিয়ে টেবলেটের মাধ্যমে বাচ্চা নষ্ট করে ফেলে।

এরপর নিলয় ও তার বোন মৌ আক্তার বিয়ের ব্যবস্থা না করে নানা ধরনের টালবাহানা করতে থাকে। অবশেষে বিয়ে না করায় আসামি নিলয় ও তার বোন মৌ আক্তারের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় মামলা করেন ভিকটিম।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান কালের কণ্ঠকে সংবাদটি নিশ্চিত করে বলেন মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য

নীলফামারীর উত্তরা ইপিজেডে মেশিন বিস্ফোরণ, দুই শ্রমিক দগ্ধ

নীলফামারী প্রতিনিধি
নীলফামারী প্রতিনিধি
শেয়ার
নীলফামারীর উত্তরা ইপিজেডে মেশিন বিস্ফোরণ, দুই শ্রমিক দগ্ধ
সংগৃহীত ছবি

নীলফামারীর উত্তরা ইপিজেডে একটি কারখানার মেশিন বিস্ফোরণের ঘটনায় দুই শ্রমিক দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার (৬ এপ্রিল) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আহত ওই দুই শ্রমিক হলেন- সৈয়দপুর উপজেলার উত্তর সোনাখুলি গ্রামের রমজান আলী (২২) ও  জেলা সদরের পঞ্চপুকুর গ্রামের খায়রুল ইসলাম (২১)। ইপিজেডের সনিক বিডি লিমিটেড নামে খেলনা তৈরির একটি কারখানায় তারা রাত্রিকালীন শিফটে কর্মরত ছিলেন।

তাদের প্রথমে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী একাধিক শ্রমিক জানায়, রাতের শিফটে কাজ শুরু হলে একটি মেশিনের বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় দুই শ্রমিক আগুনে দগ্ধ হয়।

তাদেরকে দ্রুত উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিলে সেখান থেকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহতদের শরীরের প্রায় ৬০ শতাংশ দগ্ধ হয়েছে বলে তারা জানান। ঘটনার সময় কারখায় আতঙ্ক ছড়িয়ে পড়লে অনেকে দিকবিদিক ছোটাছুটি করতে থাকে।

উত্তরা ইপিজেডের জিএম মোহাম্মদ আব্দুল জব্বার সাংবাদিকদের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য

দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী খুন

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার প্রতিনিধি
শেয়ার
দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী খুন
সংগৃহীত ছবি

মৌলভীবাজার জেলা বারের আইনজীবী শহরের হিলালপুর এলাকার বাসিন্দা অ্যাডভোকেট সুজন মিয়া দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হয়েছেন।

রবিবার (৬ এপ্রিল) রাত ১১টার দিকে মৌলভীবাজার কোট রোডস্থ পৌরসভার সামনে ফুসকার পাশে তাকে ছুরিকাহত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার ওসি গাজী মাহবুবুর রহমান।

তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে সঠিক কারণ জানা যায়নি। তিনি আরো বলেন, হত্যাকারীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ ইত্যাদি খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য

নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপির কমিটি গঠন

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপির কমিটি গঠন
ছবি: কালের কণ্ঠ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নাঙ্গলকোট উপজেলা নতুন কমিটিতে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব নজির আহমেদ ভূঁইয়াকে পুনরায় আহ্বায়ক করা হয়।

রবিবার (৬ এপ্রিল) রাতে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন ও সদস্য সচিব ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম নজির আহমেদ ভূঁইয়ার হাতে উপজেলা ও পৌরসভা কমিটি হস্তান্তর করেন। উপজেলা কমিটিতে সাবেক সাধারণ সম্পাদক নূরুল আফসার নয়নকে সদস্য সচিব করে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

নাঙ্গলকোট পৌরসভা বিএনপি নতুন কমিটিতে আনোয়ার হোসেন মুকুলকে পুনরায় আহ্বায়ক ও  আব্দুল কাদের জিলানীকে পুনরায় সদস্য সচিব করে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

মন্তব্য

সর্বশেষ সংবাদ