মুন্সীগঞ্জের সিরাজদিখানে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। হত্যার পর লাশ গুমের উদ্দেশ্যে মরদেহ ফেলে দেওয়া হয় দিঘিতে। আটকের পর পুলিশের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে এমন চাঞ্চল্যকর তথ্য। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে নিখোঁজ শিশু ফাতেমা আক্তারের (৬) মরদেহ উপজেলার রশুনিয়া গ্রামের নূরানী মাদরাসার পাশের দিঘি থেকে উদ্ধার করে পুলিশ।
সিরাজদিখান
ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে শিশুকে হত্যা, আসামির বাড়িঘর ভাঙচুর
মুন্সীগঞ্জ প্রতিনিধি

আজ শুক্রবার সকালে এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত আসামির বাড়িঘর ভাঙচুর করে আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে খালার সঙ্গে বাড়ির পাশের রশুনিয়া নূরানীয়া মোহাম্মদীয়া মাদরাসার ১২তম ওয়াজ মাহফিলে যায় ফাতেমা। পরে সেখানে থাকবে বলে বায়না ধরলে তার খালা মাদরাসায় পড়ুয়া ফাতেমার বড় ভাই ইসমাইলের কাছে তাকে রেখে আসে।
ইসমাইল তার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়লে ফাতেমা খেলাচ্ছলে রাস্তার দিকে গিয়ে নিখোঁজ হয়।
পুলিশ সাব্বিরকে আদালতের মাধ্যমে দুই দিনের রিমান্ডে আনলে সে জানায়, ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে শ্বাসরোধে হত্যার পর লাশ গুম করতে সেটি দিঘিতে ফেলে দিয়েছে সে। পরে তারই দেখানো দিঘি থেকে মরদেহ উদ্ধার করা হয়।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দায়েরকৃত অপহরণ মামলাটি হত্যা মামলায় রূপান্তর হবে।
সম্পর্কিত খবর

নাটোরে প্রতিপক্ষের হামলায় এক ভাই নিহত, অপর দুই ভাই আহত
নাটোর প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে মসজিদের জায়গা নিয়ে প্রতিপক্ষের হামলায় এক ভাই নিহত এবং অপর দুই ভাই আহত হয়েছেন। আজ শুক্রবার (২১ মার্চ) সকাল ৯টার দিকে নওপাড়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
জানা যায়, মসজিদের জায়গা নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় আহত হন তিন ভাই। তাদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় নাজিমুদ্দিন (৪৫) মৃত্যুবরণ করেন।
গ্রামবাসী ও নিহতের ছেলে নাইম উদ্দিন জানান, নওপাড়া গ্রামের আব্দুল গণি গ্রামের মসজিদের জন্য কিছু জমি দান করেন। কিন্তু গণি মিয়ার ছেলে ফারুক হোসেন সে জমি দিতে অস্বীকার করেন।
বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) মাহাবুবুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছেন। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি।

লঞ্চের ধাক্কায় নৌকা ডুবিতে নিখোঁজ শিশুটির লাশ উদ্ধার
ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবিতে নিখোঁজের তিনদিন পর রায়হান মল্লিক (১০) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। শুক্রবার (২১ মার্চ) সকালে সুগন্ধা নদীর দপদপিয়া লঞ্চঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
রায়হান মল্লিক গৌরিপাশা এলাকার মো. আলী মল্লিকের ছেলে।
পুলিশ জানায়, গত ১৮ মার্চ ভোরে প্রতিবেশী জেলে বিপ্লব হাওলাদারের সঙ্গে সুগন্ধা নদীতে মাছ ধরা দেখতে যায় গৌরিপাশা গ্রামের শিশু রায়হান মল্লিক।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ‘শিশুর মরদেহ ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সদরপুরে বাঁধ অপসারণ করে এক কিলোমিটার নদী দখলমুক্ত
সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের সদরপুরে অবৈধ বাঁধ অপসারণ করে পদ্মা ও আড়িয়াল খাঁ নদীর এম কিলোমিটার পানিপথ দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন। এতে সন্তোষ প্রকাশ করেছেন নদী থেকে জীবিকা নির্বাহ করা জেলেরা।
গতকাল বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কাড়ালকান্দি গ্রাম নদীর ৩টি স্থানে এক কিলোমিটার বাঁধ অপসারণ করেন সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন। উক্ত অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান, সদরপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে অতিষ্ঠ হয়ে এ বিষয়ে স্থানীয় সাংবাদিকদের জানালে তারা ইউএনওকে মৌখিক অভিযোগ করেন। পরে ইউএনওর নিদের্শনায় বাঁধ অপসারণের উদ্যোগ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন।
কাড়ালকন্দি গ্রামের কৃষক এস্কেন্দার আলী বলেন, ‘৬ মাস আগে নদীতে বাঁধ দিয়ে কয়েকজন মিলে মাছ ধরা শুরু করেন। এতে আড়িয়াল খাঁ ও পদ্মা নদীতে শতাধিক মৎস্যজীবীর মাছ ধরা বন্ধ হয়ে যায়।
তিনি আরো বলেন, ‘এতে শতাধিক পরিবারের জীবন-জীবিকা বন্ধ হয়ে গিয়েছিল। দুর্ভোগের শেষ ছিল না। এ ছাড়া উৎপাদিত কৃষি পণ্য, বিলের ঘাস এবং শাপলা নৌকায় করে খাল দিয়ে পরিবহন করতে পারত না সাধারণ চরের মানুষ।’
কাড়ালকান্দি গ্রামের বাসিন্দা ইয়াকুব আলী বলেন, ‘নদীর বাঁধ অপসারণ করা হয়েছে। এখন আমরা এখান থেকে মাছ ধরে, শাপলা তুলে ও ঘাস কেটে জীবিকা নির্বাহ করতে পারব।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন বলেন, ‘সাংবাদিক ও এলাকাবাসীর মৌখিক অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে পদ্মা ও আড়িয়াল খাঁ নদীর এক কিলোমিটার বাঁধ অপসারণ করা হয়েছে। জনস্বার্থে এমন কাজ অব্যাহত থাকবে।’

দেশে একমাত্র শান্তির দল হলো বিএনপি : শাহাজাদা মিয়া
সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহুরুল হক শাহাজাদা মিয়া বলেছেন, একমাত্র শান্তির দল হলো বিএনপি। এ ছাড়া বাংলাদেশে আর শান্তির দল আছে বলে আমার জানা নাই। তারেক রহমান আমাদের হুঁশিয়ারি করে দিয়েছেন সামনে আমাদের কঠিন দিন আসতে পারে। অনেক কুচক্রী মহল আমাদের দলকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
গতকাল বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় ফরিদপুরের সদরপুর উপজেলা চত্বরে সদর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জহুরুল হক শাহাজাদা মিয়া বলেন, ‘আমরা সরকার গঠন করব না, জাতি সরকার গঠন করবে। আমরা চাইলে একাই সরকার গঠন করতে পারতাম, কিন্তু সেটা করি নাই। আমরা উদারপন্থী রাজনীতি করি।
তিনি আরো বলেন, ‘জনগণ চায় তাড়াতাড়ি নির্বাচন। ভোটের অধিকার। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই দ্রুত নির্বাচন দিয়ে দিন। জনগণ যাকে ভোট দিবে, সেই দলই সরকার গঠন করবে।
সম্মেলনে আরো বক্তব্য প্রদান করেন সুপ্রিম কোর্ট শাখা আইনজীবী ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান দুলাল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাহালুল মাতুব্বর, সাবেক সভাপতি মোকলেছুর রহমান, জেলা যুবদল নেতা শাহরিয়ার সুমন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুন্সি ইশারত, ছাত্রদল নেতা মশিউর রহমান প্রমুখ।