মাছ লুটের অভিযোগে ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

আঞ্চলিক প্রতিনিধি, নেত্রকোনা
আঞ্চলিক প্রতিনিধি, নেত্রকোনা
শেয়ার
মাছ লুটের অভিযোগে ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩
সংগৃহীত ছবি

নেত্রকোনার খালিয়াজুরীতে মাছ লুট মামলায় ছাত্রদল দুই নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ মার্চ) হ্যান্ড ট্রলি দিয়ে মাছ নিয়ে যাওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন খালিয়াজুরী সদর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি সাব্বির ইবনে মাসুম (২৭), একই কমিটির সাংগঠনিক সম্পাদক আজহারুল আলম সাগর (২৮), অপরজন রাহিমুল মিয়া (২৪)। তারা সবাই খালিয়াজুরী উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা।

মাসুম ও সাগরসহ ১৬ জনের নাম এবং অজ্ঞাতনামা আরো ৫-৬ জনকে অভিযুক্ত করে মামলা করেন নগর ইউনিয়নের চেলাপায়া বিলের ইজারাদার মো. পারভেজ চৌধুরী।

মামলার অভিযোগ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাত ২টার দিকে নগর ইউনিয়নের চেলাপায়া ফিসারিতে গিয়ে বাদীকে গালাগাল করেন অভিযুক্তরা। বাধা দিলে তাকে মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি দিয়ে নগদ ১৭ হাজার টাকাসহ বিভিন্ন প্রজাতির প্রায় ২০ মণ মাছ লুট করে নিয়ে যায় তারা।

নেত্রকোনা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন বলেন, 'ঘটনার ব্যাপারে অবগত হয়েছি।

কোনো চাঁদাবাজ, চোর বা দুর্বৃত্তের স্থান ছাত্রদলে নেই। অভিযুক্ত দুই পদধারীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।'

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন জানান, গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

হজ ব্যবস্থাপনায় কোনো ত্রুটি বরদাশত করা হবে না : ধর্ম উপদেষ্টা

রামু (কক্সবাজার) প্রতিনিধি
রামু (কক্সবাজার) প্রতিনিধি
শেয়ার
হজ ব্যবস্থাপনায় কোনো ত্রুটি বরদাশত করা হবে না : ধর্ম উপদেষ্টা
ছবি : কালের কণ্ঠ

হজ ব্যবস্থাপনায় কোনো ধরনের ত্রুটি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, ‘কোনো এজেন্সির দুর্নীতির অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ত্বরিত ব্যবস্থা নেওয়া হবে।’

রবিবার (৬ মার্চ) দুপুরে রামু উপজেলা মডেল মসজিদ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সংক্ষিপ্ত সফরে ধর্ম উপদেষ্টা রামুতে মডেল মসজিদের কাজের অগ্রগতির খোঁজখবর নেন।

মসজিদের কাজের ধীরগতিতে তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং আগামী ৩ মাসের মধ্যে মসজিদের কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। 

এ সময় রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, কক্সবাজার গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহান, ইসলামী ফাউন্ডেশনের কক্সবাজারের উপপরিচালক ফাহমিদা আক্তার, রামু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমন কান্তি চৌধুরীসহ স্থানীয় আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।

মন্তব্য

কলমাকান্দায় বিএনপির সভাপতির পদ স্থগিতসহ অব্যাহতি

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
শেয়ার
কলমাকান্দায় বিএনপির সভাপতির পদ স্থগিতসহ অব্যাহতি
সংগৃহীত ছবি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বড়খাপন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আওলাদুল ইসলাম লিটনের পদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সামাজিক বিশৃঙ্খলা এবং নৈতিক অবক্ষয়জনিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আওলাদুল ইসলাম লিটনের দলীয় পদ, অর্থাৎ ইউনিয়ন বিএনপির সভাপতির পদ হতে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হয়।

রবিবার (৬ এপ্রিল) কলমাকান্দা উপজেলা বিএনপির আহবায়ক এম এ খায়েরে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

আরো পড়ুন
২ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

২ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

 

এ বিষয়ে এম এ খায়েরে সাথে কথা হলে তিনি জানান, আওলাদুল ইসলাম লিটনের বিরুদ্ধে লিখিত ও মৌখিক অনেক অভিযোগ জমা পড়ছে।

এমনকি বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সাল কামালের কাছেও অনেকেই মৌখিকভাবে অভিযোগ করছেন। 

তাই বড়খাপন ইউনিয়ন বিএনপির সভাপতির পদ স্থগিত ঘোষণা এবং আওলাদুল ইসলাম লিটনকে তার পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। আজ (রবিবার) হতে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে জানান এম এ খায়ের।

মন্তব্য

২ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
শেয়ার
২ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
সংগৃহীত ছবি

ঝিনাইদহ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় আটক দুই বাংলাদেশি যুবককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রবিবার (৬ জুলাই) পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়।

ফেরতরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার বড় ভোমরাশুড় গ্রামের তাপস বিশ্বাসের ছেলে তীর্থ বিশ্বাস (১৯) এবং বিদ্যুৎ কুমার বিশ্বাসের ছেলে অরিন্দম বিশ্বাস (১৫)।

আরো পড়ুন
নতুন ট্র্যাপারও উতরে যাচ্ছে রিকশা, চাকা পাংচারও হচ্ছে

নতুন ট্র্যাপারও উতরে যাচ্ছে রিকশা, চাকা পাংচারও হচ্ছে

এদিকে মহেশপুর সীমান্তের বাঘাডাঙ্গা ও শ্রীনাথপুর বিজিবি ক্যাম্প পৃথক অভিযান চালিয়ে তিন নারীসহ ছয় ব্যক্তিকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম কালের কণ্ঠকে বলেন, ‘বিজিবির মাটিলা ক্যাম্প ও ভারতীয় ৫৯ ব্যাটালিয়ন বিএসএফের কম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন মাটিলা ক্যাম্পের কমান্ডার সুবেদার শরীফ মনিরুজ্জামান এবং বিএসএফের রণঘাট কম্পানি কমান্ডার এসি অভিষেক কুমার। এ সময় দুই বাংলাদেশি যুবককে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।’

আরো পড়ুন
বগুড়ায় সংখ্যালঘুর বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

বগুড়ায় সংখ্যালঘুর বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

তিনি আরো বলেন, ‘আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে।

বাকিদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।’

মন্তব্য

কটিয়াদীতে বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষে পিকআপের হেলপার নিহত

নিজস্ব প্রতিবেদক, হাওরাঞ্চল
নিজস্ব প্রতিবেদক, হাওরাঞ্চল
শেয়ার
কটিয়াদীতে বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষে পিকআপের হেলপার নিহত

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে প্রান্ত চন্দ্র বর্মণ (২০) নামের এক পিকআপ হেলপার নিহত হয়েছেন। উপজেলার বেতাল-মঠখোলা সড়কে রবিবার (৬ এপ্রিল) ভোরে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত প্রান্ত নারায়ণগঞ্জ সদরের আনন্দবাজার দামদরদি গ্রামের সুজন চন্দ্র বর্মণের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, শনিবার রাতে প্রতিদিনের মতো প্রান্ত তারই এলাকার পিকআপচালক সানির সঙ্গে কাজে বের হন।

রাতে মালামাল নামিয়ে রবিবার ভোরে কটিয়াদী থেকে পিকআপ ভ্যানটি মঠখোলা রোড হয়ে নারায়ণগঞ্জে ফিরে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা উজানভাটি নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে পিকআপ ভ্যানটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রান্ত চন্দ্র বর্ষণের মৃত্যু হয়।
পরে খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে নিহতের লাশ শনাক্ত করে।

কটিয়াদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, ‘ঘটনার বিষয়ে সড়ক পরিবহণ আইনে মামলা করা হচ্ছে। নিহতের মৃতদেহ ময়নাতদন্ত করানো হয়েছে।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ