বগুড়ার শেরপুর উপজেলায় ট্রাকচাপায় ২ জন নিহত এবং কমপক্ষে ২১ জন আহত হয়েছেন। আজ শুক্রবার (২১ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের রণবীরবালা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন শেরপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম। নিহতদের মধ্যে একজন শেরপুর উপজেলাধীন খামারকান্দি ইউনিয়নের ঝাজর গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে দিনমজুর হারুন অর রশিদ (৫০) এবং একই ইউনিয়নের হোসনাবাদ গ্রামের মৃত হাবিবুর রহমান প্রামাণিকের ছেলে পথচারী হানিফ উদ্দিন (৩৬)।
আহতরা হলেন- মো. সাত্তার (৬০), স্বরসতি (৫৫), আসমা বসরী (৫০), সন্তোষ কুমার (৫০) সুনীল কুমার (৫০), সুন্দরী (৪৫), বাসন্তী রানী (৫০), সরস্বতী (৫০), সুর্বতি (৪৫), চায়না (৪০), পবিত্র কুমার (৪৫), সাগরিকা রানী (৫০), সুনিল (৫০), সাবিত্রী বালা (৪৫), মনন্তর (৪৮), পয়ত্রি (৫২)। অন্যান্যদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
আরো পড়ুন
হাসান নওয়াজের রেকর্ড সেঞ্চুরিতে রেকর্ড জয় পাকিস্তানের
থানা পুলিশ সূত্রে জানা যায়, তারা সবাই উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঝাঝর এলাকার বাসিন্দা। বাকি ৫ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ট্রাক চালককে আটক করতে না পারলেও ট্রাকটি জব্দ করেছে থানা পুলিশ।
এর আগে ঘটনাস্থল পরিদর্শনকারী শেরপুর থানার এসআই তোফাজ্জল হোসেন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সাংবাদিকদের জানান, আজ শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে আলু তোলার কাজের জন্য দিনমজুর শ্রমিকরা ভটভটিতে (শ্যালো মেশিন চালিত বড় আকারের ভ্যানগাড়ি) অপেক্ষমাণ ছিলেন। এ সময় ধুনটের দিক থেকে আসা ট্রাকটি রণবীরবালা বশীর পাগলা মাজারের কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা হানিফ নামের একজনকে চাপা দিয়ে পাশে অপেক্ষমাণ যাত্রীবাহী (দিনমজুর) ভটভটিকেও ধাক্কা দেয়। এতে ট্রাক ও ভটভটি দুটোই উল্টে যায় এবং ঘটনাস্থলেই পথচারী হানিফ ও ভটভটিতে থাকা শ্রমিক হারুন অর রশিদের মৃত্যু হয়।
আহত হন ভটভটিসহ পাশে অপেক্ষমাণ কমপক্ষে ২১ জন।
আরো পড়ুন
সালেক খোকনের মুক্তিযুদ্ধভিত্তিক নতুন বই ‘১৯৭১: রণাঙ্গনের লড়াই’
প্রত্যক্ষদর্শী শহিদুল ও আমিনুল জানান, দুর্ঘটনায় আহতরা তাদের জানিয়েছেন, তারা সকালে ঝাঝর এলাকা থেকে ভটভটিযোগে ১৭ জন নারী ও ৫ জন পুরুষ জমিতে আলু তোলার কাজে শেরপুর উপজেলার কুসুম্বি গ্রামে যাচ্ছিলেন। এ সময় রনবীরবালা এলাকায় পৌঁছলে দুর্ঘটনাটি ঘটে।
শেরপুর ফায়ার সার্ভিস ওয়্যার হাউজ ইনচার্জ বখতিয়ার উদ্দিন জনান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে আহতের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
আরো পড়ুন
হিথ্রো বিমানবন্দর বন্ধ : মাঝপথ থেকে ফিরল বিমানের ফ্লাইট
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য এএসআই সরদার আলী হোসেন কালের কণ্ঠকে জানান, আহতরা সবাই শঙ্কামুক্ত।
তারা সার্জারি বিভাগে তারা চিকিৎসাধীন রয়েছেন।