আমতলীর ইসমাইল শাহ মাজারে আগুন-ভাঙচুর, আহত ২০

বরগুনা ও আমতলী প্রতিনিধি
বরগুনা ও আমতলী প্রতিনিধি
শেয়ার
আমতলীর ইসমাইল শাহ মাজারে আগুন-ভাঙচুর, আহত ২০
সংগৃহীত ছবি

বরগুনার আমতলীতে ইসমাইল শাহ মাজারে বাৎসরিক ওরশ চলাকালে হামলা চালিয়ে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে মাজারের ভিতরের সামিয়ানা ও দুইটি বৈঠকখানা পুড়ে চাই হয়ে গেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। মাজারের খাদেম অ্যাড. মোস্তাফিজুর রহমান বাবুল এমন অভিযোগ করেছেন।

আমতলী পৌর শহরের বটতলা এলাকায় গতকাল রবিবার (১৬ মার্চ) রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কর্মীরা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত পৌনে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আরো পড়ুন

কর্মীদের কর্মবিরতিতেও স্বাভাবিক মেট্রো রেল চলাচল

কর্মীদের কর্মবিরতিতেও স্বাভাবিক মেট্রো রেল চলাচল

 

জানা গেছে, আমতলী পৌর শহরের বটতলা এলাকায় ১৯৯৬ সালে ইসমাইল শাহ মাজার স্থাপন করা হয়। ওই সময় থেকে মাজার কর্তৃপক্ষ দুইদিন ব্যাপী ওরশ উৎযাপন করে আসছেন।

২৮তম ওরশ শুরু হয় গত শুক্রবার। ওইদিন রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক জেহাদী ও সাধারণ সম্পাদক গাজী বায়েজিদের নেতৃত্বে তাদের শতাধিক সমর্থক এসে মাজার পুজা ও গান বাজনা বন্ধ করতে বলেন। 

কিন্তু মাজারের খাদেম অ্যাড. মোস্তাফিজুর রহমান বাবুল ওরশ বন্ধে অপরগতা প্রকাশ করেন। এ নিয়ে তাদের মধ্য দ্বন্ধ হয়।

এক পর্যায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থকরা লাঠি সোটা নিয়ে মাজার ভাঙচুর করে এবং আগুন দেয়। এতে ওই ওরশে আসা হাজার হাজার ভক্ত ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ এদিক ওদিক ছুটাছুটি করতে থাকেন। 

আরো পড়ুন

গাছ থেকে পড়ে প্রাণ গেল যুবকের

গাছ থেকে পড়ে প্রাণ গেল যুবকের

 

খবর পেয়ে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তারেক হাসান ও ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ ঘটনাস্থলে আসেন। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

অপর দিকে, ফায়ার সার্ভিস কর্মীরা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে মাজারের দুইটি বৈঠকখানা ও মাজারের মধ্যে সামিয়ানা পুড়ে ছাই হয়ে যায়। 

এ ঘটনায় আহতরা হলেন, সোলায়মান (৩৮), রেজাউল (১৮), বাদল মৃধা (৪০), দুলাল মৃধা (৪২), আবু বকর (২৯), আবুল হোসেন (২৮), আব্দুল্লাহ আল নোমান (২৮), মোঃ মামুন (৪৩), আবুল কালাম (৪২), জোবায়ের (১৯) ও ফজলুল করিম (২৭)। আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। 

আরো পড়ুন

বিএনপি-জায়ামাত সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর

বিএনপি-জায়ামাত সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর

 

প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক জেহাদী ও সাধারণ সম্পাদক গাজী বায়েজিদের নেতৃত্বে টুপি পরিহিত তাদের শতাধিক সমর্থক লাঠি সোঠা নিয়ে এসে মাজার ভাঙচুর করে ও আগুন দেয়। এ সময় ওরশে আসা হাজার হাজার ভক্তবৃন্দ ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ইসমাইল শাহ মাজারের খাদেম অ্যাড. মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, 'মাওলানা ওমর ফারুক জেহাদী ও গাজী বায়েজিদের নেতৃত্বে তাদের শতাধিক সমর্থক লাঠি সোঠা নিয়ে এসে অতর্কিতভাবে মাজারে হামলা চালায় এবং আগুন দেয়। এতে মাজারের ভিতরের গিলাব এবং দুটি বৈঠকখানা পুড়ে ছাই হয়ে গেছে। '

তিনি আরো বলেন, 'তারা ভক্তবৃন্দকে মারধর ও মাজারের বাক্সে থাকা টাকা পয়সা লুটপাট করেছে। আমি এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করছি।'

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক গাজী বায়েজিদ বলেন, 'মাওলানা ওমর ফারুকসহ বেশ কিছু সমর্থক গিয়ে মাজারে খাদেম অ্যাড. মোস্তাফিজুর রহমান বাবুলকে পবিত্র রমজান মাসে মাজার পুজা ও গানবাজনা করতে নিষেধ করা হয়। কিন্তু তিনি তা মানতে নারাজ। এক পর্যায় তার ভক্তবৃন্দ ক্ষিপ্ত হয়ে মাওলানা ওমর ফারুক জেহাদীর গায়ে হাত তুলে। এতে জনতা ক্ষিপ্ত হয়ে মাজার ভাঙচুর ও আগুন দিয়েছে।'

আরো পড়ুন

বৈষম্যবিরোধী ৩ ছাত্র প্রতিনিধিকে মাইক্রোচালকদের মারধর

বৈষম্যবিরোধী ৩ ছাত্র প্রতিনিধিকে মাইক্রোচালকদের মারধর

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক জেহাদী বলেন, 'এ মাজারটি ভন্ডের আস্তানা। এখানে ওরশের নামে গানবাজনা ও গাজা, মাদক সেবন ও নারীর আসর বসে। যা সম্পুর্ণ ইসলাম বিরোধী। আমরা মাজারের খাদেম অ্যাড. মোস্তাফিজুর রহমান বাবুলকে এই রমজান মাসে অনৈতিক কাজ থেকে বিরত থাকতে বলেছিলাম কিন্তু তিনি তা শুনেন নি। তার নির্দেশে তার ভক্তবৃন্দেরা আমরা লোকজনের ওপর হামলা করেছে। এই ভন্ড মাজারের খাদেম বাবুল উকিল ও তার দোসরদের শাস্তি দাবি করছি।'

আরো পড়ুন

কিছু বিষয়ে মতবিরোধ না রাখার আহ্বান

কিছু বিষয়ে মতবিরোধ না রাখার আহ্বান

 

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. রাসেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, 'আহতদের যথাযথ চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।'
 
আমতলী ফায়ার ষ্টেশনের ওয়ার হাউস ইন্সপেক্টর মোহাম্মদ হানিফ বলেন, 'দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ২ টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুণে মাজারের ভেতরের সামিয়ানা ও দুই ঘর পুড়ে গেছে।'

আমতলী থানার ওসি মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, 'ঘটনার সঙ্গে যারাই জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'

মন্তব্য

সম্পর্কিত খবর

পরকীয়ার অপবাদ, শিশুকন্যাকে নিয়ে না ফেরার দেশে মা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
শেয়ার
পরকীয়ার অপবাদ, শিশুকন্যাকে নিয়ে না ফেরার দেশে মা
মৃত মা ও মেয়ের লাশ। ছবি: কালের কণ্ঠ

দিনাজপুরের ফুলবাড়ীতে পরকীয়ার অপবাদ দেওয়ায় ছয় বছরের শিশুকন্যাকে নিয়ে এক রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক মা। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে ফুলবাড়ী উপজেলার ১ নং এলুয়ারী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের লিচুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

দুপুর ২টায় শিশু কন্যা মরিয়ম আক্তার (৬) ও মা লাকি আক্তারের (২৮) ঝুলন্ত লাশ উদ্ধার করে গ্রামবাসী। এ ঘটনায় লাকি আক্তারের বাড়ির লোকজন এসে স্বামী মহরম আলীকে (৩৮) আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।

আরো পড়ুন
পুলিশে পদোন্নতি, ১২৯ এসআই হলেন ইন্সপেক্টর

পুলিশে পদোন্নতি, ১২৯ এসআই হলেন ইন্সপেক্টর

 

এলাকাবাসী ও স্থানীয় ইউপি সদস্য সাইদুল ইসলাম জানান,গত সোমাবার গ্রামের আজিজুল ইসলাম (৫৪) নামে এক ব্যক্তি মহরম আলীর বাড়ি থেকে বের হতে দেখে স্থানীয় কিছু যুবক। তারা লাকি আক্তারকে বিভিন্ন রকম প্রশ্ন করে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। পরে সিদ্ধান্ত হয় আজ মঙ্গলবার রাতে এলাকায় বিচার বসবে।

কিন্তু বিচারে বসার আগেই ৪-৫ জন যুবক দুপুরে লাকি আক্তারের স্বামী মহরম আলীকে বাড়ির সামনে মারধর শুরু করে। এ ঘটনা দেখে লাকি আক্তার তার শিশুকন্যা মরিয়ম আক্তারকে নিয়ে ঘরের বর্গার সঙ্গে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাদের লাশগুলো উদ্ধার করে পুলিশকে খবর দেয়। 

এদিকে খবর পেয়ে লাকি আক্তারের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্বামী মহরম আলীকে মারধর করে বেঁধে রাখে।

পরে পুলিশ পৌঁছালে তাদের হাতে তুলে দেয়।

আরো পড়ুন
সায়েদাবাদে পরিবহন মালিক সমিতির সভা অনুষ্ঠিত

সায়েদাবাদে পরিবহন মালিক সমিতির সভা অনুষ্ঠিত

 

ঘটনার পর থেকে আজিজুল ইসলাম ও স্বামী মহরম আলীকে মারধরকারী যুবকরা পলাতক রয়েছে।

ইউপি সদস্য সাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে এসে জানলাম আজ মঙ্গলবার রাতে গ্রামবাসী বিচারে বসার সময় নির্ধারণ করেছিল। তার আগেই অপবাদ সইতে না পেরে লাকি আক্তার তার মেয়েকে নিয়ে একসঙ্গে এক রশিতে আত্মহত্যা করেছেন। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই, যেন প্রকৃত ঘটনা কী তা বেরিয়ে আসে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমরা খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। স্বামী মহরম আলীকে আটক করা হয়েছে।’

মন্তব্য

সিরাজগঞ্জে সরঞ্জামসহ 'ডাকাত সর্দার' গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ প্রতিনিধি
শেয়ার
সিরাজগঞ্জে সরঞ্জামসহ 'ডাকাত সর্দার' গ্রেপ্তার
সংগৃহীত ছবি

সিরাজগঞ্জ সদর উপজেলায় ডাকাতির সরঞ্জামসহ ডাকাত সর্দার আলী আশরাফকে (৩৭) গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (১৮ মার্চ) র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদর কম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

সোমবার সন্ধ্যায় সদর উপজেলার সয়দাবাদ পুনর্বাসন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আশরাফ একই এলাকার আবুল হোসেনের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আশরাফ তার বাড়িতে একদল ডাকাত নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সংবাদে সেখানে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও আশরাফকে আটক করা হয়। 

আরো বলা হয়েছে, তার বাড়িতে তল্লাশি করে একটি চোরাই মোটরসাইকেল, সাতটি সিলিং ফ্যান, দুইটি গ্যাস গানের ব্যবহৃত সেল, একটি নষ্ট ওয়াকি-টকি, দুইটি ছোড়া, দুইটি হাসুয়া ও মোটরসাইকেল চুরির মাস্টার কিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।

মন্তব্য

রাজশাহীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ২০

রাজশাহী ব্যুরো
রাজশাহী ব্যুরো
শেয়ার
রাজশাহীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ২০
প্রতীকী ছবি

রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনী ও পুলিশের পৃথক অভিযান ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৮ মার্চ) ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

এছাড়াও আরএমপির অভিযানে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৮ জন, মাদক মামলায় ১ জন এবং অন্যান্য অপরাধে ১০ জন।

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার যুবলীগ কর্মী মো. হোসেন আলী (৩৬) রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার চন্ডিপুর এলাকার আলহাজ সুলতান আলীর ছেলে।

মন্তব্য

চোর চক্রের ৩ সদস্য আটক, ৪ মোটরসাইকেল উদ্ধার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
শেয়ার
চোর চক্রের ৩ সদস্য আটক, ৪ মোটরসাইকেল উদ্ধার
সংগৃহীত ছবি

আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ। এসময় তাদের হেফাজতে থাকা চুরি হওয়া ৪টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। 

আজ মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে ঈশ্বরদী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন—নাটোর বড়াইগ্রামের পূর্ণ কলস উত্তরপাড়ার ইদ্রিস মোল্লার ছেলে মো. রিদয় মোল্লা (২৩), একই জেলার সিংড়া উপজেলার মাহমুদপুর এলাকার সামজাদ ফকিরের ছেলে মো. আরমান ফকির (৩৮) ও পাবনার বাহাদুরপুর এলাকার আব্দুস সালামের ছেলে মো. রাজিব হোসেন (৩১)।

এর আগে সোমবার রাতে দেশের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। 

উদ্ধার মোটরসাইকেলগুলোর মধ্যে একটি ১০০ সিসি বাজাজ ডিসকোভার, একটি ১২৫ সিসি বাজাজ ডিসকোভার, একটি ১৩৫ সিসি বাজাজ ডিসকোভার ও একটি আরটিআর রয়েছে। 

ঈশ্বরদী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মনিরুল ইসলাম জানান, গত ৯ মার্চ উপজেলার সলিমপুরের জগনাথপুর গ্রামের শান্টু আলী খানের দোকানের কর্মচারী বাপ্পি হোসেন মুলাডুলির ফরিদপুর জামে মসজিদে মোটরসাইকেল নিয়ে তারাবারি নামাজ আদায় করতে যান। সেখান থেকে দোকানের মালিক শান্টু আলী খানের মোটরসাইকেলটি চুরি হয়ে যায়।

এই ঘটনা একটি চুরি মামলা হয়। এরপর তথ্য প্রযুক্তির সহযোগীতায় দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। এই সময় তাদের কাছ থেকে ৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। তারা সবাই আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য।
 

গ্রেপ্তারদের পাবনা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। চোর চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যহত রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। 

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ