সুষ্ঠু নির্বাচন হলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান : শামা ওবায়েদ

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
শেয়ার
সুষ্ঠু নির্বাচন হলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান : শামা ওবায়েদ
ছবি: কালের কণ্ঠ

যদি বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া-ঠেনঠেনিয়া ফাজিল মাদরাসার মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন।

শামা ওবায়েদ বলেন, আমরা হাসিনামুক্ত বাংলাদেশ পেয়েছি। মানুষ এখন শান্তিতে ঘুমাতে পারছেন।

তবে আওয়ামী লীগের কিছু লোক বিএনপিতে ঢুকে ভাইয়ে-ভাইয়ে গণ্ডগোল লাগাইতেছে। এই ষড়যন্ত্র সবাইকে বুঝতে হবে। তাই সতর্ক থাকতে হবে। এখন সময় দল গোছানোর।
মারামারি-হানাহানি বাদ দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থেকে এগিয়ে যেতে হবে। দেশের সবচেয়ে জনপ্রিয় দল হচ্ছে বিএনপি। আগামীকাল যদি বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।

তিনি আরো বলেন, এখন দেশে আইনের শাসন নাই।

নারীরা নিরাপদ না। চুরি-ডাকাতি বেড়ে গেছে। অর্থনীতির অবস্থা ভালো না। সিন্ডিকেটের জন্য জিনিসপত্রের দাম কমতেছে না। এমন অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারকে বলব, যত তারাতাড়ি সম্ভব একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন।
এই নির্বাচনের মাধ্যমে দুর্নীতিমুক্ত একটি সংসদ হবে। সংসদের প্রতিনিধিরা বাংলাদেশের মানুষের জন্য কাজ করবে।

স্থানীয় বিএনপি নেতা হাজী সোবহানের সভাপতিত্বে ও সালথা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদের সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, শিক্ষক নেতা মো. জাহিদ হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সহসভাপতি ডা. এজাজ, শাহিন মাতুব্বর, বিএনপি নেতা ডা. কামরুল হাসান মজনু, যুবদল নেতা এনায়েত প্রমুখ। 

পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। 

মন্তব্য

সম্পর্কিত খবর

আগামী বছর আরাকানে ঈদ করার প্রত্যয় রোহিঙ্গাদের

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার
বিশেষ প্রতিনিধি, কক্সবাজার
শেয়ার
আগামী বছর আরাকানে ঈদ করার প্রত্যয় রোহিঙ্গাদের
ছবি: কালের কণ্ঠ

সারা দেশের মতো কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় শিবিরগুলোতে বিপুল উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। আজ সোমবার (৩১ মার্চ) সকালে প্রতিটি ক্যাম্পে অনুষ্ঠিত হয়েছে ঈদ জামাত। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলির মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন আশ্রিত রোহিঙ্গারা। বিশেষ করে রোহিঙ্গা শিশুদের মাঝে ঈদ উৎসবের ছোঁয়া লেগেছে।

রোহিঙ্গাদের অনেকেই এবারের ঈদকে ভাবছেন বাংলাদেশের আশ্রয় জীবনের শেষ ঈদ। তাদের ঘরে ফেরার স্বপ্ন আরো প্রাণবন্ত হতে শুরু করে যখন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ মহাসচিবকে সঙ্গে নিয়ে ইফতারে এসে সেই আশার কথা বলেন।

আরো পড়ুন
জিয়া পরিবারের ছবি শেয়ার করে যা বললেন আসিফ নজরুল

জিয়া পরিবারের ছবি শেয়ার করে যা বললেন আসিফ নজরুল

 

গতকাল রবিবার (৩০ মার্চ) প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শেয়ার করা ভিডিওতে রোহিঙ্গাদের ‘মেহমান’ সম্বোধন করে একই প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি মসজিদের খতিব মোহাম্মদ অলিউল্লাহ (৩৯)।

নামাজের পর ঈদ মোনাজাতে তিনি দেশে ফেরার স্বপ্ন বাস্তবায়নের লক্ষে বাংলাদেশের জন্য দোয়া করেছেন।

অলিউল্লাহ তার ভাষায় বলেন, ‘ইনশাআল্লাহ আইদ্দে বছর আঁরা আরকানত ঈদ গইজ্জুম। বাংলাদেশ আরাল্লাই যেগিন গইজ্জে আজীবন রোহিঙ্গা অক্কল মনত রাখিব। অর্থাৎ ইনশাআল্লাহ আগামি বছর আমরা আরাকানে ঈদ করিব।

বাংলাদেশ আমাদের জন্য যা করেছে তা আজীবন আমরা মনে রাখিব।’

আরো পড়ুন
বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের পাঁচ জামাত অনুষ্ঠিত

বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের পাঁচ জামাত অনুষ্ঠিত

 

২০১৭ সালে মাত্র ১১ বছর বয়স ছিল রোহিঙ্গা কিশোর রকিমের। দেখতে দেখতে কেটে গেছে অনেক দিন। রকিম বলেন, ‘শৈশবের আরকানকে মনে করলেই কান্না আসে। আমরা ফিরতে চাই সেখানে, সেটিই আমার দেশ।

ঈদকে কেন্দ্র করে ক্যাম্প জুড়ে সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা চোখে পড়ার মতো। এপিবিএন কর্মকর্তারা জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নজরদারি অব্যাহত রাখার পাশাপাশি সব ক্যাম্পেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্তব্য

গাজীপুরে বাসচাপায় সিএনজিযাত্রী ফুফু-ভাতিজি নিহত, বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
শেয়ার
গাজীপুরে বাসচাপায় সিএনজিযাত্রী ফুফু-ভাতিজি নিহত, বাসে আগুন
সংগৃহীত ছবি

গাজীপুরে সিএনজিচালিত অটোরিকশায় বাসের ধাক্কায় ফুফু-ভাতিজি নিহত হয়েছেন। দুর্ঘটনায় অটোরিকশাচালক ও আরো তিন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটি আটক করে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে।

ঈদের দিন সোমবার (৩১ মার্চ) সকাল ১০টার দিকে গাজীপুর মহানগরীর শিববাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মোহাম্মদ রিয়াজ উদ্দিন জানান, গাজীপুর চৌরাস্তা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা গাজীপুর শহরের দিকে যাচ্ছিল। শিববাড়ি মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা এলিভেটেড সড়ক দিয়ে চলাচলকারী দ্রুতগামী একটি বাস সিএনজিটিকে চাপা দেয়। এ সময় সিএনজিতে থাকা যাত্রী শিশু তাবাসসুম (৫) ও তার ফুফু (৪০) ঘটনাস্থলে মারা যান।

আরো পড়ুন
বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের পাঁচ জামাত অনুষ্ঠিত

বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের পাঁচ জামাত অনুষ্ঠিত

 

স্থানীয়রা সিএনজিচালক ও অপর যাত্রীদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

তাৎক্ষণিকভাবে বিক্ষুব্ধ জনতা বাসটিকে আটক করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নেভায়। নিহতদের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মন্তব্য

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থীর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর প্রতিনিধি
শেয়ার
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থীর মৃত্যু
জাভেদ আলী

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত জাভেদ আলী (১৫) নামের এক শিক্ষার্থী মারা গেছেন। গত বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় ধানখোলা ইউনিয়নের ভাটপাড়া - কচুইখালী সড়কে এই দুর্ঘটনা ঘটে।

আজ সোমবার (৩১ মার্চ) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জাভেদ আলী গাংনী উপজেলার কসবা গ্রামের শাহিন আলীর ছেলে।

আরো পড়ুন
বিশ্বজুড়ে ঈদের জনপ্রিয় খাবার

বিশ্বজুড়ে ঈদের জনপ্রিয় খাবার

 

স্থানীয়রা জানান, ভাটপাড়া ও কচুইখালির মধ্যবর্তী জায়গায় মোটরসাইকেল ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাভেদ আলী গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাকে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

ঢাকায় নেওয়ার পথে আজ সোমবার ভোরে ঢাকার অদূরে তার মৃত্যু হয়।

এদিকে, জাভেদ আলীর মৃত্যুতে তার পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকায় ঈদের আনন্দ শোকে পরিণত হয়েছে।

আরো পড়ুন
ঈদ সালামির প্রচলন কবে থেকে

ঈদ সালামির প্রচলন কবে থেকে

 

পারিবারিক সূত্রের বরাত দিয়ে গাংনী থানার ওসি বানি ইসরাইল বলেন, ‘দুর্ঘটনার সংবাদ পেয়েছি।

আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

মন্তব্য

মন ভালো নেই জুলাই শহীদ সাকিব পরিবারের

খুলনা অফিস
খুলনা অফিস
শেয়ার
মন ভালো নেই জুলাই শহীদ সাকিব পরিবারের
ছবি : কালের কণ্ঠ

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ শেখ সাকিব রায়হানের পিতা শেখ আজিজুর রহমান ঈদের নামাজ শেষে ছেলের কবর জিয়ারত করেছেন।

আজ সোমবার (৩১ মার্চ) সকাল ৮টায় তিনি তার এলাকা নগরীর সোনাডাঙ্গা থানার নবপল্লীর বায়তুল আকাবা জামে মসজিদে ঈদের জামাতে অংশ নেন। পরে বসুপাড়া কবরস্থানে ছেলের কবর জিয়ারত শেষে বাড়িতে ফেরেন। এরপর
তিনি তার ছোট্ট মুদি দোকানে গিয়েই সময় কাটান।

আরো পড়ুন
ঈদ যেন স্বজনদের মিলনমেলা

ঈদ যেন স্বজনদের মিলনমেলা

 

এদিকে, শহীদ সাকিব রায়হানের বড় ভাই সাব্বির ঈদের আগের দিন ঢাকা থেকে খুলনার বাড়িতে এলেও এখনো আসতে পারেননি তার একমাত্র বোন আন্নী আক্তার।

সাকিবের বাবা আজিজুর রহমান জানান, ঈদের পরদিন (১ এপ্রিল) তারা ঢাকা থেকে খুলনায় আসবেন বলে জানানো হয়েছে। তবে সাকিববিহীন প্রথম ঈদ ভালো কাটছে না ওই পরিবারের। যদিও ছাত্রসংগঠনসহ বিভিন্ন ব্যক্তি ও রাজনৈতিক দলের পক্ষ থেকে সাকিব পরিবারের খোঁজ-খবর নেওয়া হচ্ছে, দেওয়া হচ্ছে আর্থিক সহায়তাও।

কিন্তু অভাব শুধু সাকিবের। সাকিবের মা নুরুন্নাহার বেগমের চোখের পানি যেন মুছে শেষ করা যাচ্ছে না। রান্নাবান্না করলেও সার্বক্ষণিক মন খারাপ করে থাকছেন তিনি।

ঈদের দুই দিন আগে নগর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল ১০ হাজার টাকার আর্থিক সহায়তা দেন বলেও জানান সাকিবের বাবা আজিজুর রহমান।

২০২৪ সালের ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় ঢাকার মিরপুরে পুলিশের গুলিতে নিহত হন সাকিব রায়হান। পরে তাকে খুলনায় এনে বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়। সাকিব রায়হান তিন ভাই-বোনের মধ্যে সবার ছোট ছিলেন। তিনি পবিত্র কোরআনের ১৮ পারার হাফেজ ছিলেন। খুলনা থেকে ঢাকায় গিয়েছিলেন চাকরির খোঁজে।

কিন্তু আন্দোলনে অংশ নিয়ে শহীদ হয়ে বাড়ি ফেরেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ