রামগতিতে প্রশান্তির আশায় মেঘনার তীরে ছুটছেন পর্যটকরা

আমানত উল্যাহ, রামগতি
আমানত উল্যাহ, রামগতি
শেয়ার
রামগতিতে প্রশান্তির আশায় মেঘনার তীরে ছুটছেন পর্যটকরা
মেঘনা নদীর পাড়ে পর্যটকদের ভিড়। ছবি : কালের কণ্ঠ

ঈদুল ফিতরের আনন্দ উপভোগ করতে প্রতি বছরের তুলনায় এবার মানুষের ঢল নেমেছে লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার মেঘনা নদীর পাড়ে। একটু প্রশান্তির আশায় মেঘনার পাড়ে ভিড় করেছেন হাজার হাজার ভ্রমণপিপাসুরা। রামগতি উপজেলা পরিষদ সংলগ্ন আলেকজান্ডার মেঘনার পাড়ে এখন দম ফালানোর ফুসরত নেই। প্রচণ্ড গরম উপেক্ষা করে বিকেল বেলা নদীর হিমেল হাওয়া উপভোগ করতে দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন পর্যটকরা।

একই চিত্র কমলনগর উপজেলার মাতাব্বরহাট ও মতিরহাটের মেঘনার তীরেও।

গতকাল মঙ্গলবার (১ মার্চ) বিকেলে আলেকজান্ডার মেঘনার পাড়ে গিয়ে দেখা গেছে, দর্শনার্থীদের কেউ ছবি তুলছেন, কেউ নদীতে নৌকায় ঘুরছেন, কেউবা প্রিয়জনকে নিয়ে বাঁধের ওপর হিমেল বাতাসে হেঁটে বেড়াচ্ছেন। আবার কেউ কেউ বসে বসে গল্প করছেন।

আরো পড়ুন
‘পাইরেসিকে রুখে দিন’, কড়া বার্তা দিলেন শাকিব খান

‘পাইরেসিকে রুখে দিন’, কড়া বার্তা দিলেন শাকিব খান

 

ঈদের ছুটিতে এ বিনোদনকেন্দ্রে এখন পর্যটকদের ঢল নেমেছে।

নানা বয়সের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একটু প্রশান্তির আশায় ঘুরে বেড়াচ্ছেন মেঘনার পাড়ে। বড়দের মতো ছোট ছোট শিশু-কিশোররাও বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতে উঠছে। প্রকৃতির নির্মল বাতাস, নদীর ঢেউ আর সবুজে ঘেরা সৌন্দর্য উপভোগ করেন বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকরা।

এ অঞ্চলে রয়েছে বিশাল বিশাল কয়েকটি চর।

ওই চরে রয়েছে শত শত মহিষের পাল। পাওয়া যায় মহিষের দুধের ঐতিহ্যবাহী টক দই। এমনকি প্রায় বিলুপ্ত হওয়া মহাজনী পঙ্খীরাজ নৌকারও দেখা মেলে এখানে। কিন্তু যথাযথ উদ্যোগ ও পরিকল্পনার অভাবে এ উপকূলের সম্ভাবনাময় পর্যটনের বিকাশ ঘটছে না।

স্থানীয়রা জানান, মেঘনার তীরে পাথরে তৈরি ব্লক দিয়ে বাঁধা বেড়িবাঁধকে ঘিরে সবুজ বনায়নের মাধ্যমে পর্যটনের অপার সম্ভাবনা দেখা দিয়েছে রামগতি ও কমলনগরের মেঘনা নদীর পাড়ে।

সরকারি-বেসরকারিভাবে উদ্যোগ নিতে পারলে হাজারো প্রকৃতি প্রেমীদের আকৃষ্ট করার পাশাপাশি এখানে সুযোগ সৃষ্টি হবে বিকল্প কর্মসংস্থানের। তবে এখনো গড়ে ওঠেনি হোটেল-মোটেল ও নিরাপত্তা ব্যবস্থা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগ নিলে মেঘনার তীর হতে পারে দ্বিতীয় সমুদ্র সৈকত-এমনটাই মনে করেন স্থানীয়রা। যথাযথ উদ্যোগ গ্রহণ করলে বদলে যেতে পারে এ অঞ্চলের অর্থনৈতিক অবস্থা।

আরো পড়ুন
যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাব মানতে নারাজ রাশিয়া

যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাব মানতে নারাজ রাশিয়া

 

সরেজমিন ঘুরে দেখা যায়, মেঘনার তীরে নদীর স্বচ্ছ জলরাশি, ঢেউ, হিমেল হাওয়া, চরাঞ্চলের গরু-মহিষের বিচরণের দৃশ্য এবং তাদের সঙ্গে রাখালের বন্ধুত্বের দৃশ্য হয়ে উঠেছে প্রকৃতিপ্রেমী মানুষের আকর্ষণের কেন্দ্র। তবে নিষেধাজ্ঞার সময়ে এ বছর ঈদ হওয়ায় দর্শনার্থীরা রুপালী ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরার দৃশ্য উপভোগ করতে পারছে না। মাছ ধরার দৃশ্য উপভোগ করতে পারছে না। ঈদের ছুটি যতদিন রয়েছে, ঠিক ততদিন পর্যটকদের এমন ঢল থাকবে বলে মনে করছেন স্থানীয়রা।

চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে ঘুরতে আসা আব্দুল কাইয়ুম রাহুল বলেন, ‘ঈদের ছুটিতে মোটরসাইকেল চালিয়ে ঘুরতে এসেছি, খুব ভালো লাগছে স্থানটি।’

নোয়াখালীর বেগমগঞ্জ থেকে আসা রুবেল হোসেন ও জান্নাতুল মাওয়া মিম বলেন, ‘মেঘনা নদী দেখতে ছুটে এসেছি। মুরুব্বিদের থেকে অনেক বার শুনেছি। তাই দ্বিতীয়বারের মতো দেখতে এলাম।’

স্থানীয় শিক্ষক সারোয়ার মিরন বলেন, ‘মেঘনার তীর রক্ষা বাঁধ প্রকল্পের আওতায় কমলনগরের মতিরহাট থেকে রামগতি বাজার পর্যন্ত প্রায় ৩৭ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণের কাজ শেষ হলে এটি হবে দ্বিতীয় সমুদ্র সৈকত।’

আরো পড়ুন
আজকের নামাজের সময়সূচি, ২ এপ্রিল ২০২৫

আজকের নামাজের সময়সূচি, ২ এপ্রিল ২০২৫

 

রামগতি থানার ওসি মো. কবির হোসেন বলেন, ‘কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে পুলিশ কাজ করছে। আমরা দর্শনার্থীদের নিরাপত্তায় নিয়োজিত আছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন বলেন, ‘একদিকে ঈদের ছুটি, অন্যদিকে প্রচণ্ড গরম। একটু প্রশান্তির আসায় মানুষের উপস্থিতি খুব বেশি। তবে উপজেলা প্রশাসন পর্যটকদের সেবা দিতে কাজ করছে। আমি নিজেও বিকাল বেলা ঘুরে ঘুরে দেখি।’

মন্তব্য

সম্পর্কিত খবর

পটিয়া

বিএনপি নেতার নামে জামায়াত নেতার কাছে চাঁদা দাবি, অডিও ভাইরাল

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
বিএনপি নেতার নামে জামায়াত নেতার কাছে চাঁদা দাবি, অডিও ভাইরাল
সংগৃহীত ছবি

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিচ মিয়ার নামে ছনহরা এলাকার জামায়াত নেতা নাজিম উদ্দীনের কাছ থেকে ৪০ হাজার টাকা চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে। দক্ষিণ চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের জামশেদ হোসেন বাবুর নামে এ অভিযোগ ওঠে। সম্প্রতি জামশেদ ও নাজিমের ৭ মিনিট ২ সেকেন্ডের একটি কথোপকথনের কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

কালের কণ্ঠের এ প্রতিবেদকের কাছে আসা ৭ মিনিট ২ সেকেন্ডের অডিও রেকর্ড থেকে জানা যায়, জামায়াত নেতা নাজিম উদ্দীনের কাছে থানা থেকে ট্রাক ছাড়িয়ে নিতে ৪০ হাজার টাকা চাঁদা দাবি করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিচ মিয়ার সঙ্গে থাকা জামসেদ হোসেন বাবু নামের এ যুবক।

আরো পড়ুন
সোশ্যাল মিডিয়ার বিকৃত রুচি— শিক্ষা, সংস্কৃতি ও মনুষ্যত্বের অবক্ষয়

সোশ্যাল মিডিয়ার বিকৃত রুচি— শিক্ষা, সংস্কৃতি ও মনুষ্যত্বের অবক্ষয়

 

জামসেদ ওই জামায়াত নেতাকে বলেন, ‘যদি আপনি ইদ্রিচ মিয়াকে না বুঝেন তাহলে ইদ্রিচ মিয়াও আপনাকে বুঝবে না। দক্ষিণ জেলার ৭টি থানার মধ্যে কোন থানার কোন ওসি আমাদের ছাড়া টাকা দাবি করে শুধু নামগুলো বলবেন বাকিটা ইদ্রিচ মিয়া দেখে নিবেন। ৭টি থানা তার হাতে। প্রতিদিন রাতে তার বাসায় ওসি এসআইরা এসে বসে থাকে।

পটিয়া থানার ওসি, কোতোয়ালি থানার ওসি ইদ্রিচ মিয়ার বাসায় খাবার দাবার নিয়ে যায়। জাহাজের বড়বড় মাছ পর্যন্তও নিয়ে যায় তারা।’

জানা যায়, নাজিম উদ্দীন ছনহরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহসভাপতি। গত ৫ আগস্টের পর থেকে তিনি রাতের আঁধারে ছনহরা ইউনিয়নের বিভিন্ন জায়গা থেকে ফসিল জমির মাটি কেটে নিয়ে অন্যত্র বিক্রি করে আসছেন।

রমজানে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে রাতের আঁধারে মাটি কাটার সময় নাজিমের একটি ট্রাক জব্দ করে থানায় নিয়ে আসে এবং ৫০ হাজার টাকা জরিমানা করে। সেই গাড়িটি থানা থেকে ছাড়াতে ইদ্রিচ ৪০ হাজার টাকা দাবি করেন নাজিম উদ্দীনের কাছ থেকে।

মন্তব্য
নলছিটি

একই গাছে ঝুলছিল মা-ছেলের লাশ, উদ্ধার করল পুলিশ

ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি প্রতিনিধি
শেয়ার
একই গাছে ঝুলছিল মা-ছেলের লাশ, উদ্ধার করল পুলিশ
ছবি: কালের কণ্ঠ

ঝালকাঠির নলছিটিতে একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (০৬ এপ্রিল) সকালে উপজেলার মগড় ইউনিয়নের রায়াপুর এলাকার একটি রেইন্ট্রি গাছ থেকে তদের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রায়াপুর গ্রামের আবু হানিফ মাঝির স্ত্রী রুবি বেগম (৫০) ও ছেলে আসাদ (৩৫) খুলনা বসবাস করত। ঈদে তারা নলছিটি গ্রামের বাড়িতে আসেন।

রবিবার সকালে মা ছেলের লাশ বড়ির পেছনের একটি রেইন্ট্রি গাছে একই রশিতে ঝুলছিল। প্রতিবেশীরা লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

আরো পড়ুন
পদ্মার এক আইড় ২৬ হাজার টাকায় বিক্রি

পদ্মার এক আইড় ২৬ হাজার টাকায় বিক্রি

 

লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, মা ও ছেলে দুজনেই আত্মহত্যা করেছেন। কিন্তু মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি।

এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হবে বলে জানিয়েছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম। তিনি বলেন, 'ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মা-ছেলের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি।

মন্তব্য

বরগুনায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

বরগুনা প্রতিনিধি
বরগুনা প্রতিনিধি
শেয়ার
বরগুনায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সংগৃহীত ছবি

বরগুনার তালতলীতে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা করা হয়েছে। শনিবার (৫ এপ্রিল) রাতে ভুক্তভোগী স্কুলছাত্রীর মা বাদী হয়ে তালতলী থানায় নারী ও নির্যাতন দমন আইনে মামলা করেন।

গত বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার ছোটবগী ইউনিয়নে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে আসামি নাসির আকন (৪৫) পালাতক রয়েছেন।

তিনি উপজেলার করাইবাড়িয়া ইউনিয়নের ফারমান আকনের ছেলে।

আরো পড়ুন
ওসির বিরুদ্ধে ঘুষবাণিজ্যের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

ওসির বিরুদ্ধে ঘুষবাণিজ্যের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

 

মামলা সূত্রে জানা, ছোটবগী ইউনিয়নের পশ্চিম গাবতলী গ্রামে নাসির আকন তরমুজ চাষ করেন। ওই তরমুজ ক্ষেতে ভুক্তভোগী পরিবারের সদস্যরা দিনমজুর হিসেবে কাজ করে আসছেন। নাসির মজুরির পাওনা টাকা ও তরমুজ দেওয়ার প্রলোভন দেখিয়ে ডেকে ঘরে নিয়ে গিয়ে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন কুপ্রস্তাব দেন।

এতে রাজি না হওয়ায় এক পর্যায়ে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় ওই স্কুলছাত্রী নিজেকে রক্ষার জন্য নাসিরের হাতে কামড় দিয়ে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। পরে সে বাড়িতে গিয়ে তার মাকে জানায়। পরে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য ২০ হাজার টাকা প্রস্তাব দেন নাসির।

আরো পড়ুন
লাইসেন্স পেতে পারে ই-রিকশা, আইন সংশোধনের সুপারিশ

লাইসেন্স পেতে পারে ই-রিকশা, আইন সংশোধনের সুপারিশ

 

তালতলী থানার ওসি মো. শাহজালাল বলেন, ‘ধর্ষণচেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। পুলিশ অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে।’

মন্তব্য

পদ্মার এক আইড় ২৬ হাজার টাকায় বিক্রি

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
শেয়ার
পদ্মার এক আইড় ২৬ হাজার টাকায় বিক্রি
ছবি: কালের কণ্ঠ

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর ১৩ কেজি ২০০ গ্রামের এক আইড় মাছ ২৬ হাজার ৪০০ টাকায় বিক্রি হয়েছে। আজ রবিবার (৬ এপ্রিল) ভোরে উপজেলার চরকর্ণেশন এলাকায় পদ্মা নদীতে স্থানীয় জেলে নিজাম শেখের জালে মাছটি ধরা পড়ে।  

জেলে নিজাম বলেন, আজ ভোর সাড়ে ৫টার দিকে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের চরকর্ণেশন এলাকায় পদ্মা নদীতে আমরা জাল ফেলি। জাল তোলার পর দেখি বিশাল আকারের একটি আইড় মাছ ধরা পড়েছে।

সঙ্গে সঙ্গেই মাছটি নৌকায় তুলে বিক্রির জন্য দৌলতদিয়া ঘাটের রেজাউলের মাছের আড়তে নিয়ে যাই। সেখানে দুই হাজার টাকা কেজি দরে ২৬ হাজার ৪০০ টাকায় মাছটি বিক্রি করেছি। এই দামে মাছটি বিক্রি হওয়ায় আমিসহ আমার সঙ্গীরা খুশি।’

এদিকে, দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ সত্যতা নিশ্চিত করে কালের কণ্ঠকে বলেন, ‘পদ্মা নদীর এই আকারের আইড় মাছের চাহিদা বেশি।

তাই জেলে নিজাম হালদারের কাছ থেকে নিলাম দরে ২৬ হাজার ৪০০ টাকায় মাছটি কিনেছি। পরে মোবাইল ফোনে ভিডিও কলে যোগাযোগ করে সামান্য লাভে মাদারিপুরের শিবচর এলাকার একজন শৌখিন মাছক্রেতার কাছে আইড় মাছটি বিক্রি করেছি।’

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ