ঈদের প্রথম দিনে টাঙ্গাইলের সদর উপজেলায় ৮৩ বছরের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা মাতিয়ে রেখেছে হাজারো দর্শনার্থীকে। দাইন্যা ইউনিয়নের চিলাবাড়ি স্কুল মাঠে সোমবার (৩১ মার্চ) বিকেলে আয়োজিত এ প্রতিযোগিতার পাশাপাশি হাড়ি ভাঙা, বালিশ খেলা ও সাইকেল রেসে মুখরিত ছিল পুরো মেলা প্রাঙ্গণ।
প্রধান অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, ঈদের আনন্দে ভিন্নমাত্রা যোগ করেছে এই আয়োজন। প্রতি বছরই এমন বিনোদন চায় মানুষ।
সানজিদা করিম কুরআন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
৭০ বছরের আজিজুল ইসলাম বলেন, ছোটবেলা থেকে দেখে আসছি এই ঘোড়দৌড়। আজও শিশুর মতো উৎসাহ নিয়ে এসেছি।
স্থানীয় তরুণী সুমাইয়া আক্তার যোগ করেন, বালিশ খেলায় অংশ নিয়ে পুরস্কার পেয়েছি, ঈদ সত্যিই স্পেশাল হয়েছে!
১৯৪১ সাল থেকে চলা এ আয়োজনে এবার ১২টি ঘোড়া অংশ নেয়।
স্থানীয়রা জানান, প্রতিযোগীদের মধ্যে ছিল জেলার নামকরা ঘোড়সওয়াররা। মেলা প্রাঙ্গণে নাগরদোলা ও চরকিতে শিশু-কিশোরদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
রেজাউল করিম বলেন, পূর্বপুরুষদের রেওয়াজ ধরে রাখতে আমরা প্রতি বছরই আয়োজন করি। আগামীতেও চলবে এই ধারা।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।