ভূরুঙ্গামারী সীমান্তে সড়ক নির্মাণে ভারতীয় রক্ষী বাহিনীর বাধা

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
শেয়ার
ভূরুঙ্গামারী সীমান্তে সড়ক নির্মাণে ভারতীয় রক্ষী বাহিনীর বাধা
সংগৃহীত ছবি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাঠগীর সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে পাঁকা সড়ক নির্মাণের সময় বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। গতকাল রবিবার (৬ এপ্রিল) রাত ১২ টার দিকে এ ঘটনা ঘটে। পরে বিজিবিকে ডেকে সড়ক নির্মাণ করতে নিষেধ করে বিএসএফ।

স্থানীয়রা জানায়, ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কাঠগীর সীমান্ত এলাকায় আজিজ ডাক্তারের বাড়ি থেকে মৃত কাশেম মেম্বারের বাড়ি পর্যন্ত আড়াই কিলোমিটার সড়ক পাকার কাজ করছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ।

এর মধ্যে সীমান্ত লাগোয়া কিছু দূর রাস্তা খোঁড়াখুঁড়ির সময় বাধা দেয় বিএসএফ। 

স্থানীয় ইউপি সদস্য কোরবান আলী বাবু জানান, রবিবার রাতে সড়কটিতে ভেকু দিয়ে খোঁড়াখুঁড়ির কাজ করেছিলেন ঠিকাদারের লোকজন। এসময় সীমান্তবর্তী এলাকা কাঠগীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে মাটি খোঁড়ার কাজ শুরু করলে ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার দিনহাটা থানার বড় গাড়লঝড়া এলকার শালমারা দিগলটারী ক্যাম্পের বিএসএফ সদস্যরা এসে বাধা দেয়। পরে বিজিবিকে সড়ক নির্মাণ বন্ধ রাখতে বলে বিএসএফ।

এ নিয়ে সোমবার (৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে কাঠগীর সীমান্তে বিজিবি-বিএসএফের বৈঠক হয়েছে। তবে বৈঠকে কি আলোচনা হয়েছে তা জানা যায়নি।

এলজিইডির পাকা সড়ক নির্মাণ কাজের ঠিকাদার শাহিন সিকদার জানান, চলতি অর্থ বছরে স্থানীয় সরকার বিভাগের ২ কোটি ৬১ লাখ টাকা বরাদ্দে আড়াই কিলোমিটার সড়ক পাকার কাজ চলছে। এ অবস্থায় স্কুলের কাছাকাছি সীমান্তের কাছাকাছি আড়াইশ মিটার সড়ক নির্মাণে বিএসএফ বাধা দেয়।

বাকি কাজ চলমান রয়েছে। বিএসএফ-বিজিবির মধ্যে আলোচনা হলে বাকি আড়াইশ মিটারের কাজও করা হবে। তবে এ নিয়ে কোন উত্তেজনা নেই।

কুড়িগ্রাম বিজিবির মিডিয়া সেল জানায়, এ বিষয়ে তেমন গুরুত্বপূর্ন কিছু নেই। থাকলে পরবর্তীতে জানানো হবে।

 

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুর উল হকের মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

মন্তব্য

সম্পর্কিত খবর

সারা বিশ্বে অশান্তির আগুন জ্বেলেছে আমেরিকা : চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
শেয়ার
সারা বিশ্বে অশান্তির আগুন জ্বেলেছে আমেরিকা : চরমোনাই পীর
ছবি: কালের কণ্ঠ

ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘সারা বিশ্বের মধ্যে অশান্তির আগুন জ্বেলেছে আমেরিকা। বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি যে নীতি আদর্শ ও প্রচলিত গণতন্ত্র বাস্তবায়ন করতে চায়, এটা প্রতিষ্ঠিত হয়েছিল আমেরিকায়।

শনিবার (১২ এপ্রিল) বিকেলে ইসলামী আন্দোলন ঝিনাইদহের শৈলকুপা উপজেলা শাখার আয়োজনে শহীদ মিনার চত্বরে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘এই নীতি আদর্শের মধ্যে যদি শান্তি আসতো তাহলে আমেরিকায় দেখা যেত।

কিন্তু সবচেয়ে বেশি অশান্তির আগুন সেই দেশেই জ্বলছে। এমন নীতি আদর্শের মাধ্যমে মানুষ পশুর চেয়েও খারাপ হয়।’

আরো পড়ুন
কালিয়াকৈরে পেপসি কারখানায় ইটপাটকেল নিক্ষেপ

কালিয়াকৈরে পেপসি কারখানায় ইটপাটকেল নিক্ষেপ

 

তিনি বলেন, ‘ইসরায়েলসহ সারা বিশ্বের মধ্যে যে অশান্তির আগুন জ্বলছে-এর মূলহোতা আমেরিকা। তাই রাষ্ট্রীয়, সামাজিক ও ব্যক্তি পর্যায়সহ সর্বত্র ইসলামী নীতি আদর্শের সঙ্গে সকলকে জড়িয়ে থাকতে হবে।

জনসভায় ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ শোয়াইব হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক মুফতী আহমদ আব্দুল জলিল, জেলা সভাপতি ডা. এইচ এম মোমতাজুল করীমসহ জেলা ও উপজেলার নেতারা বক্তব্য রাখেন।

মন্তব্য

কালিয়াকৈরে পেপসি কারখানায় ইটপাটকেল নিক্ষেপ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
শেয়ার
কালিয়াকৈরে পেপসি কারখানায় ইটপাটকেল নিক্ষেপ
ছবি : কালের কণ্ঠ

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকার ট্রান্সকম বেভারেজের পেপসি কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করেছেন বিক্ষোভকারীরা। এ সময় কারখানার সামনে মহাসড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচল ব্যাহতের চেষ্টা করা হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় ইসরায়েলি পণ্য বর্জনের বিক্ষোভ মিছিল শেষে ওই কারখানার গেটে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ ও হামলার উদ্দেশ্যে ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন বিক্ষোভকারীরা।

 

জানা যায়, শনিবার বিকেলে থেকে ইসরায়েলি পণ্য বর্জনসহ ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে একটি মিছিল বের করা হয়। মিছিলটি নিয়ে বিক্ষোভকারীরা মৌচাক এলাকা থেকে সফিপুর বাজার প্রদক্ষিণ করেন। পরে পুনরায় মিছিল নিয়ে বিক্ষোভকারীরা মৌচাকে ট্রান্সকম বেভারেজ কারখানার গেটে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন। এক পর্যায়ে তারা কারখানার ভেতরে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হন।

পরে তারা কারখানার পাশে মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়কের ওপর আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে পরিস্থিতি শান্ত হয়।

কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) যোবায়ের বলেন, বিকেলে একটি বিক্ষোভ মিছিল নিয়ে মৌচাক থেকে সফিপুর বাজার প্রদক্ষিণ করা হয়। পরে সন্ধ্যার দিকে বিক্ষোভকারীরার মৌচাকের পেপসি কারখানার গেটে গিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করে।

এ সময় তারা ব্যর্থ হয়ে কারখানার গেটের সামনে থেকে ইটপাটকেল নিক্ষেপ করে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে পরিস্থিতি শান্ত হয়।

মন্তব্য

নারায়ণগঞ্জে ৩ খুনের ঘটনায় গ্রেপ্তার যুবক রিমান্ডে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
শেয়ার
নারায়ণগঞ্জে ৩ খুনের ঘটনায় গ্রেপ্তার যুবক রিমান্ডে
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই নারী ও এক শিশুকে হত্যার ঘটনায় গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শনিবার (১২ এপ্রিল) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালত এ রিমান্ড আদেশ দেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।

তিনি বলেন, ত্রিপল মার্ডারের ঘটনায় গ্রেপ্তার আসামি মো. ইয়াসিনকে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। শুনানি শেষে আদালত ৫ দিনের রিমাণ্ড আবেদন মঞ্জুর করেন।

গ্রেপ্তার মো. ইয়াসিন (২৪) সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া এলাকার মো. দুলালের ছেলে এবং পেশায় একজন ব্যাটারিচালিত রিকশাচালক।

আরো পড়ুন
২ গোলে পিছিয়ে পড়েও বড় জয় ম্যান সিটির

২ গোলে পিছিয়ে পড়েও বড় জয় ম্যান সিটির

 

গত শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকায় বাসার সামনের রাস্তার পাশে ইটের সুড়কির স্তুপ খুড়ে ইয়াসিনের পোশাক কর্মী স্ত্রী লামিয়া আক্তার (২২), তার চার বছরের ছেলে আব্দুল্লাহ ওরফে রাফসান লাবিব এবং স্ত্রীর বড়বোন স্বপ্না আক্তারের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।

মরদেহগুলো উদ্ধারের কিছুক্ষণ পরই লামিয়ার স্বামীকে গ্রেপ্তার করে পুলিশ। রাতে লামিয়ার মেজো বোন মুনমুন আক্তার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ওই মামলায় ইয়াসিনের বাবা মো. দুলাল (৫০) ও বোন মোসা. শিমুকে (২৭) আসামি করা হয়েছে।

লামিয়া সিদ্ধিরগঞ্জের মুজিব ফ্যাশন গার্মেন্টে চাকরি করতেন। ৫ বছর আগে তার সাথে ইয়াসিনের বিয়ে হয় বলে জানান মুনমুন। বড়বোন স্বপ্নাও লামিয়ার সাথেই পশ্চিমপাড়া এলাকায় ভাড়াবাসায় থাকতেন।

গত ৭ এপ্রিল দুপুরে বোনদের সাথে তাদের বাসায় কথা হয় তার। এরপর থেকে তাদের মোবাইল ফোনটি বন্ধ ছিল।

আরো পড়ুন
২ গোলে পিছিয়ে পড়েও বড় জয় ম্যান সিটির

২ গোলে পিছিয়ে পড়েও বড় জয় ম্যান সিটির

 

মামলায় মুনমুন উল্লেখ করেছেন, মাদকাসক্ত ইয়াসিন সাংসারিক খরচ পরিচালনার জন্য কোনো কাজ করতো না। প্রায় সময় টাকার জন্য তার বোনকে মারধর করতো এবং হত্যার হুমকি দিতো।

মুনমুনের অভিযোগ, ইয়াসিন তার পরিবারের সদস্যদের নিয়ে পরিকল্পিতভাবে তার দুই বোন ও ভাগ্নেকে নির্মমভাবে হত্যা করে লাশ গুম করতে রাস্তার পাশে আবর্জনার স্তুপে লুকিয়ে রাখে।

মন্তব্য

ফরিদপুরে জাটকা ইলিশ ধরায় চার জেলের কারাদণ্ড

সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
শেয়ার
ফরিদপুরে জাটকা ইলিশ ধরায় চার জেলের কারাদণ্ড
দণ্ডপ্রাপ্তরা

ফরিদপুর চরভদ্রাসনে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় চার জেলেকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৩ মার্চ) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চরভদ্রাসন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবী।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন পাবনা জেলার বেড়া উপজেলার আমিনপুর গ্রামের মো. আসলাম মণ্ডল (৪৫), সুজানগর উপজেলার হান্নান মোল্লা (৪৩), সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার মো. বাবুল ইসলাম (২৮), রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মো. আবু সাঈদ (৩৩)।

আরো পড়ুন
‘বৈসাবি’ শব্দটি যেভাবে এসেছে

‘বৈসাবি’ শব্দটি যেভাবে এসেছে

 

জাটকা রক্ষায় যৌথ অভিযানে অংশ নেন চরভদ্রাসন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব, ক্ষেত্র সহকারী মুহাম্মদ শামিম আরেফিন, ক্ষেত্র সহকারী (ইলিশ প্রকল্প) মো. নাহিদুজ্জামান নাহিদ, উপজেলা ভূমি কার্যালয়ের সার্টিফিকেট পেশকার রাসেল মুন্সীসহ চরভদ্রাসন থানা পুলিশ সদস্যরা।

চরভদ্রাসন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবী বলেন, সকাল থেকে উপজেলার পদ্মা নদীর বিভিন্ন এলাকা থেকে এসব জেলেদের আটক করা হয়। এ সময় তাদের হেফাজতে থাকা ৫ হাজার মিটার কারেন্ট জাল, এক হাজার মিটার ব্যাটজাল, ২৭ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।

তিনি বলেন, জাটকাগুলো স্থানীয় দুটি মাদরাসায় বিতরণ করা হয়েছে। জব্দকৃত নদীর পাড়ে জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়েছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ