ঢাকা, মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫
২ বৈশাখ ১৪৩২, ১৫ শাওয়াল ১৪৪৬

ঢাকা, মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫
২ বৈশাখ ১৪৩২, ১৫ শাওয়াল ১৪৪৬

শেখ হাসিনা সরকার পতনের পর শীর্ষ সন্ত্রাসীরা পুলিশের নজরদারিতে

শেয়ার
শেখ হাসিনা সরকার পতনের পর শীর্ষ সন্ত্রাসীরা পুলিশের নজরদারিতে
সংগৃহীত ছবি

শেখ হাসিনা সরকার পতনের পর কারামুক্ত হওয়া শীর্ষ সন্ত্রাসীরা পুলিশের নজরদারিতে আছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মাইনুল হাসান।

তিনি বলেছেন, এ রকম যারা ইতিমধ্যে মুক্তি পেয়েছে, তারা দীর্ঘ সময় জেল খেটে আদালতের মাধ্যমে মুক্তি পেয়েছে। তারা আমাদের সার্ভিল্যান্সে আছেন। নতুন করে অপরাধে যুক্ত হলে তাদের বিরুদ্ধে নতুন করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রবিবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর পল্টন আউটার স্টেডিয়ামে এক ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী শেষে তিনি এসব কথা বলেন।

গত ২৬ আগস্ট ব্লগার রাজীব হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানী জামিনে মুক্তি পান। এ ছাড়া শেখ আসলাম ওরফে সুইডেন আসলাম, সানজিদুল ইসলাম ইমন ওরফে কলাবাগান ইমন, আব্বাস, টিটন, পিচ্চি হেলাল, ফ্রিডম রাসুর মতো শীর্ষ সন্ত্রাসীরা কারাগার থেকে মুক্ত হয়েছেন। তারা খুন, চাঁদাবাজি, ভাঙচুর ও দখলবাজির অভিযোগে বিভিন্ন মামলায় দীর্ঘ বছর কারাগারে বন্দি ছিলেন।

ক্ষমতার পালাবদলে বিপুলসংখ্যক পুলিশ সদস্য কাজে ফেরেননি বলে যে গুঞ্জন আছে তা উড়িয়ে দেন ডিএমপি কমিশনার।

তিনি বলেন, যারা যোগদান করেননি, সেটা একেবারেই মিনিমাম নাম্বার। যারা যোগদান করেননি, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে আমাদের কাজ চলছে।

মাইনুল হাসান বলেন, ঢাকার সব থানার কার্যক্রম চলছে, তিন-চারটি থানা রিপেয়ারের অপেক্ষায় আছে। যেগুলো আগামী চার-পাঁচ তারিখের সধ্যে কমপ্লিট হয়ে যাবে।

এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অপরাধ নিয়ন্ত্রণে আমাদের একটি কাজ প্রতিরোধমূলক; যে ব্যবস্থায় আমাদের টহল ব্যবস্থা থাকে, যাতে অপরাধ সংঘটিত না হয়। আর যখন অপরাধ হয়ে যায় তখন আমরা বিষয়টিকে তদন্তে নিয়ে আসি- অপরাধীকে যাতে খুঁজে বের করা যায়।

তিনি বলেন, খুনের ঘটনা যেগুলো হয়েছে সেসব প্রপার ইনভেস্টিগেশন করে অপরাধীকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপি কমিশনার বলেন, আমরা সব বিষয়ে কাজ করছি। অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকবিরোধী অভিযান চলছে। গতকাল রাতেও জেনেভা ক্যাম্পে যৌথ অভিযান পরিচালিত হয়েছে। সেখান থেকে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র উদ্ধারসহ অনেকে গ্রেপ্তার রয়েছে। এটা আমাদের চলমান প্রক্রিয়া, এমন অভিযান চলমান থাকবে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

নানা প্রয়োজনে মানুষ দোকানপাট ও মার্কেটে যায়। কিন্তু তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখতে পান সব দোকানপাট বন্ধ, তাহলে বিফলে যাবে সব। তাই চলুন জেনে নেওয়া যাক মঙ্গলবার রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।

বন্ধ থাকবে যেসব এলাকার দোকানপাট
কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া এভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কারওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমণ্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা, লালমাটিয়া।

আরো পড়ুন
২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

 

বন্ধ থাকবে যেসব মার্কেট
বসুন্ধরা সিটি, মোতালেব প্লাজা, ইস্টার্ন প্লাজা, সেজান পয়েন্ট, নিউ মার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউসিয়া, ধানমণ্ডি হকার্স, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসুল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার, অরচার্ড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমণ্ডি প্লাজা, মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, কারওয়ান বাজার ডিআইটি মার্কেট, অর্কিড প্লাজা।

প্রাসঙ্গিক
মন্তব্য

ঢাকার গরম নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ঢাকার গরম নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

ঢাকা ও এর আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

আরো পড়ুন
চট্টগ্রামে সিআরবি মালিপাড়া বস্তিতে ভয়াবহ আগুন

চট্টগ্রামে সিআরবি মালিপাড়া বস্তিতে ভয়াবহ আগুন

 

এতে বলা হয়েছে, আজ দুপুরের মধ্যে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ ছাড়া দক্ষিণ-পশ্চিম/দক্ষিণ থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৬৬ শতাংশ।

মন্তব্য

তরুণীকে লাঞ্ছিত করার ঘটনায় কফিশপের দুই কর্মচারী আটক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
তরুণীকে লাঞ্ছিত করার ঘটনায় কফিশপের দুই কর্মচারী আটক
সংগৃহীত ছবি

রাজধানীর খিলগাঁও এলাকায় এক তরুণীকে লাঞ্ছিত করার অভিযোগে আপন কফি হাউজ নামে একটি ক্যাফের দুই কর্মচারীকে আটক করেছে পুলিশ। একইসঙ্গে ওই কফিশপের মালিককেও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

গত ১১ এপ্রিল খিলগাঁওয়ের তালতলা এলাকায় ক্যাফের সামনেই ওই দুই কর্মচারী এক তরুণীকে লাঞ্ছিত করেন। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

প্রায় দেড় মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, আপন কফি হাউজের সামনে এক তরুণীর সঙ্গে প্রথমে খারাপ আচরণ করছেন ক্যাফের কর্মচারী। পরে লাঠি দিয়ে তাকে আঘাত করতে দেখা যায়।

সোমবার (১৪ এপ্রিল) রাতে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

আতাউর রহমান জানান, ফুটেজটি দেখার পর পুলিশ ওই কফিশপের কর্মচারী আল আমিন ও শুভ সূত্রধরকে আটক করেছে।

তরুণীর পরিচয়, ঠিকানা এখনো নিশ্চিত করা যায়নি। যদি আমরা তাকে খুঁজে বের করতে না পারি, তাহলে পুলিশই বাদী হয়ে দুই কর্মচারীর বিরুদ্ধে মামলা করবে।

তিনি আরো বলেন, আটক দুজনের দাবি, ওই নারী ক্যাফেতে প্রায়ই আসতেন এবং ঝামেলা করতেন। তারা আরো অভিযোগ করেছেন যে, ওই তরুণী মানসিকভাবে সুস্থ নন।

আমরা এই দাবি যাচাইয়ের চেষ্টা করছি।

মন্তব্য

‘বাঙালির জাতিসত্তাবোধ বিনষ্ট করা অসম্ভব’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
‘বাঙালির জাতিসত্তাবোধ বিনষ্ট করা অসম্ভব’
সংগৃহীত ছবি

শিক্ষা-সংস্কৃতি আন্দোলন আয়োজিত পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বাঙালির জাতিসত্তাবোধ বিনষ্ট করা অসম্ভব। বাংলা নববর্ষের অনুষ্ঠানে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেটাই প্রমাণ করে। বাঙালি জাতির হাজার বছরের ঐতিহ্য রয়েছে। ধর্ম-বর্ণের দোহাই দিয়ে বাংলা ভাষা ও সংস্কৃতির এই ঐতিহ্য মুছে ফেলার অপচেষ্টা কখনোই সফল হবে না।

নববর্ষের উচ্ছ্বাসে সব অশুভ শক্তির পরাজয় হবে।

সোমবার (১৪ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুরে বেঙ্গলি মিডিয়াম হাই স্কুলে আয়োজিত ওই অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় শিক্ষা-সংস্কৃতি আন্দোলনের সদস্যসচিব রুস্তম আলী খোকন। ড. তারিকুজ্জামান সুদানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন লেখক-সাংবাদিক সাইফুর রহমান তপন, খেলাঘরের উপদেষ্টা আহসান হাবিব লাভলু, পরিজা সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ উজ্জ্বল, শৈশব মেলা বাংলাদেশের সভাপতি গোলাম কিবরিয়া অপু এবং শিক্ষা সংস্কৃতি আন্দোলনের নেতা সৈয়দ বাবলু, নাজমুল হাসান ও অনন্ত রূপ চক্রবর্তী।

আরো পড়ুন
বর্ষবরণ শোভাযাত্রা নিয়ে রাজনৈতিক বিতর্ক কি বাড়ল?

বর্ষবরণ শোভাযাত্রা নিয়ে রাজনৈতিক বিতর্ক কি বাড়ল?

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রতিককালে সারা দেশে উগ্রবাদী গোষ্ঠী বাঙালি সংস্কৃতির ওপর নানাভাবে আঘাত হানছে।

পহেলা বৈশাখকে ধর্ম বিরুদ্ধে উপস্থাপন করার পুরনো অপচেষ্টায় এই মৌলবাদী উগ্রবাদী মহল লিপ্ত। কর্তৃক ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততা জনগণকে বিস্মিত করছে। 

তারা আরো বলেন, বায়ান্নর চেতনায় মুক্তিযুদ্ধের মূল্যবোধকে ধারণ করে বাঙালি জাতি ও বাংলাদেশ এগিয়ে যাবে। বায়ান্ন ও একাত্তরের চেতনায় মৌলবাদ, দুর্নীতি, দুর্নীতিবাজ, অগণতান্ত্রিক স্বৈরাচারী অপশাসনসহ সব অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে হবে।

বর্ষবরণ উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিশু-কিশোর সংগঠনসহ শিল্পীরা গান-কবিতা ও বাউলসংগীত পরিবেশন করেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ