ঢাকা, শনিবার ০৫ এপ্রিল ২০২৫
২২ চৈত্র ১৪৩১, ০৫ শাওয়াল ১৪৪৬

ঢাকা, শনিবার ০৫ এপ্রিল ২০২৫
২২ চৈত্র ১৪৩১, ০৫ শাওয়াল ১৪৪৬

সুবা নিখোঁজের বিষয়ে যা জানাল পুলিশ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
সুবা নিখোঁজের বিষয়ে যা জানাল পুলিশ
সংগৃহীত ছবি

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নিখোঁজ শিশু আরাবি ইসলাম সুবার খোঁজ মিলেছে বলে জানিয়েছে পুলিশ। মোহাম্মদপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা এ তথ্য জানিয়েছেন।

এর আগে বরিশাল থেকে মায়ের চিকিৎসা করাতে পরিবারের সঙ্গে ঢাকায় আসে সুবা। সে বরিশালের একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

আরো পড়ুন
কাঠগড়ায় ম্যাজিস্ট্রেট তাপসীর ১৬ মিনিট

কাঠগড়ায় ম্যাজিস্ট্রেট তাপসীর ১৬ মিনিট

 

গত রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে কৃষি মার্কেট এলাকা থেকে নিখোঁজ হয় সুবা। গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) মোহাম্মদপুর থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা ইমরান রাজীব।

এডিসি জুয়েল রানা বলেন, ‘এটি প্রেম-সম্পর্কিত ঘটনা। নওগাঁর এক ছেলের সঙ্গে ওই কিশোরী পালিয়েছে।

ওই ছেলেকেই মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে আরাবি ইসলাম সুবার সঙ্গে হাত ধরে যেতে দেখা যায়। নওগাঁয় ওই ছেলের বাড়িতেই ওই কিশোরীকে খুঁজে পাওয়া গেছে। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে আবার বের হয়ে গিয়েছে ওই কিশোরী।’

আরো পড়ুন
কারাবন্দি সাবেক মন্ত্রীর স্ট্যাটাস নিয়ে যা বলল কারা অধিদপ্তর

কারাবন্দি সাবেক মন্ত্রীর স্ট্যাটাস নিয়ে যা বলল কারা অধিদপ্তর

 

এডিসি জুয়েল রানা আরো বলেন, ‘আমরা মেয়ের খোঁজ পেয়েছি।

ছেলেরও খোঁজ পেয়েছি। তাদের লোকেশন ট্র্যাক করতে পেরেছি। এখন পর্যন্ত মেয়ে আমাদের হাতে এসে পৌঁছায়নি। ছেলের বাবা-চাচার সঙ্গে কথা বলেছি, তাদের কাছে মেয়ে সকালে ছিল। পরে আবার বাসা থেকে বেরও হয়ে গেছে।
বিষয়টা তারা মেয়ের বাবাকেও জানিয়েছে।’

আরো পড়ুন
পালিয়ে যাওয়া সাবেক ৪ এমপি-মন্ত্রীর দেখা মিলল লন্ডনে

পালিয়ে যাওয়া সাবেক ৪ এমপি-মন্ত্রীর দেখা মিলল লন্ডনে

 

এ ঘটনায় মেয়ের বাবা অসহযোগিতা করছেন দাবি করে রানা বলেন, ‘পুলিশকে সহযোগিতা করা দরকার। কালকে থেকে পুলিশের অসংখ্য টিম কষ্ট করছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো, মেয়ের পরিবার থেকে ছেলের পরিবারে বলা হচ্ছে যে তারা না যাওয়া পর্যন্ত যেন কোনোভাবেই পুলিশের হাতে হস্তান্তর না করা হয়।’

মন্তব্য

সম্পর্কিত খবর

ঢাকার রাস্তায় ‘ট্র্যাপার’ বসাচ্ছে পুলিশ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ঢাকার রাস্তায় ‘ট্র্যাপার’ বসাচ্ছে পুলিশ
সংগৃহীত ছবি

রাজধানীর সড়কগুলোতে রিকশা চলাচল নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ লক্ষ্যে  নির্দিষ্ট সড়কের প্রবেশপথে বসানো হচ্ছে বিশেষ যন্ত্র ‘রিকশা ট্র্যাপার’। এই ট্র্যাপার এমনভাবে তৈরি যে রিকশা এর ওপর দিয়ে যেতে চাইলে চাকা লোহার খাঁজে আটকে যাবে, ফলে রিকশার আগানো সম্ভব হবে না।

পরীক্ষামূলকভাবে প্রথম এই ট্র্যাপার বসানো হয়েছে রাজধানীর রমনা থানার সামনে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি এলাকায়।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে এটি সফল হলে পর্যায়ক্রমে ঢাকার অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কেও এ ব্যবস্থা চালু করা হবে।

আরো পড়ুন
শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন প্রধান উপদেষ্টা : বাণিজ্য উপদেষ্টা

শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন প্রধান উপদেষ্টা : বাণিজ্য উপদেষ্টা

 

এ বিষয়ে ডিএমপির (ট্রাফিক) রমনা বিভাগের উপকমিশনার মোস্তাফিজুর রহমান বলেন, ঢাকার সড়কে রিকশা চলাচল সীমিত করার অংশ হিসেবে রিকশা ট্র্যাপার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত পরীক্ষামূলকভাবে স্থাপন করা হচ্ছে। এর কার্যকারিতা পর্যবেক্ষণ করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরো পড়ুন
পিরিয়ডের কারণে নবরাত্রি পালন করতে না পেরে নারীর আত্মহনন

পিরিয়ডের কারণে নবরাত্রি পালন করতে না পেরে নারীর আত্মহনন

 

বর্তমানে রমনা থানার সামনে সড়কের দুই পাশে পুলিশ সদস্যরা রিকশা ট্র্যাপার বসানোর কাজ করছেন। এর ফলে পুরাতন এলিফ্যান্ট রোড থেকে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণিতে আর কোনো রিকশা প্রবেশ করতে পারবে না। একইভাবে, পরিবাগ থেকে ইস্কাটন গার্ডেন হয়ে ওই সড়ক দিয়ে রিকশার চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যাবে।

মন্তব্য

চৈত্রের সন্ধ্যায় রাজধানীতে ঝড়-বৃষ্টি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
চৈত্রের সন্ধ্যায় রাজধানীতে ঝড়-বৃষ্টি
ছবি : কালের কণ্ঠ

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও বজ্রপাতেরও খবর পাওয়া গেছে। হঠাৎ বৃষ্টিতে কয়েক দিন ধরে চলা তাপদাহের মধ্যে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে রাজধানীবাসী।

শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ঝড়-বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়।

সন্ধ্যার আগে থেকেই ঢাকার আকাশে কালো মেঘ জমতে দেখা যায়। এর পরই ঝোড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এতে গরমের ছন্দঃপতন হয়। কিছুটা স্বস্তি পায় ঢাকাবাসী।

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা, মিরপুর, মোহাম্মদপুর, ধানমণ্ডি, বাড্ডা, রামপুরা, খিলগাঁও, মতিঝিল, বাড্ডা, উত্তরাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে।

পশ্চিমা লঘুচাপের প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী কয়েক দিনের মধ্যে দেশের আরো কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

আরো পড়ুন
বৃষ্টি নামলেও নেই তপ্ততায় সুখবর

বৃষ্টি নামলেও নেই তপ্ততায় সুখবর

 

এর আগে ঢাকাসহ দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে মধ্যরাতের মধ্যে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।

মন্তব্য

চুলা জ্বালানো নিয়ে সতর্ক করল তিতাস গ্যাস

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
চুলা জ্বালানো নিয়ে সতর্ক করল তিতাস গ্যাস
সংগৃহীত ছবি

ঈদুল ফিতরের ছুটি শেষে গ্যাসের চুলা জ্বালানো নিয়ে কিছু সতর্কতামূলক পরামর্শ দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

আজ শনিবার তিতাস গ্যাসের পক্ষ থেকে বলা হয়েছে, গ্যাসের চুলা জ্বালানোর কমপক্ষে ২০ মিনিট পূর্বে রান্নাঘরের দরজা-জানালা খুলে দিয়ে বায়ু চলাচল নিশ্চিত করুন। চুলার নব, বাটন, হুসপাইপ, পিতলের চাবি ইত্যাদিতে কোনো গ্যাস লিকেজ আছে কি না পরীক্ষা করুন।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলেছে, লিকেজ পরিলক্ষিত হলে রাইজারের চাবি বন্ধ করে দিন এবং প্রয়োজনে দক্ষ মিস্ত্রি দিয়ে লিকেজ মেরামতের ব্যবস্থা করুন।

গ্যাসের লিকেজ বা গ্যাসের গন্ধ পেলে এই নম্বরসমূহে ০১৯৫৫-৫০০৪৯৭-৫০০ ও কল সেন্টারে (১৬৪৯৬) যোগাযোগ করুন।

প্রাসঙ্গিক
মন্তব্য

ফ্লাইওভারে ছিটকে পড়ে নিহত দুই যুবকের পরিচয় মিলেছে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ফ্লাইওভারে ছিটকে পড়ে নিহত দুই যুবকের পরিচয় মিলেছে

রাজধানীর কালশী ফ্লাইওভারে প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ছিটকে পড়ে নিহত দুই যুবকের পরিচয় মিলেছে। তারা দুইজন বন্ধু। তাদের একজনের নাম তোফাজ্জল, অন্যজন হলেন রিয়াদ। তোফাজ্জল ঢাকায় থাকতেন আর রিয়াদ ঢাকায় বেড়াতে এসেছিলেন বলে জানা গেছে।

 

আরো পড়ুন
ডায়াবেটিসে কোন পেঁপে উপকারী, কাঁচা না পাকা?

ডায়াবেটিসে কোন পেঁপে উপকারী, কাঁচা না পাকা?

 

পল্লবী থানার এসআই আতিকুর রহমান এ তথ্য জানান। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১০টার দিকে দুই তরুণ মোটরসাইকেলে করে ফ্লাইওভারে উঠছিলেন। এ সময় একটি টয়োটা সিএইচ-আর মডেলের প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পেছনে বসা আরোহী প্রায় ২৫ ফুট নিচে রাস্তায় ছিটকে পড়েন।

আশপাশের পথচারীরা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠান। ঘটনাস্থলে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। এ ছাড়া চালক ফ্লাইওভারের ওপরেই ছিটকে পড়েন।

আরো পড়ুন
বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় এক ধাপ এগোল বাংলাদেশ

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় এক ধাপ এগোল বাংলাদেশ

 

পুলিশ জানায়, গুরুতর আহত অবস্থায় দুজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

সেখানে অবস্থার অবনতি হলে তাদের স্থানান্তর করা হয় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে। সেখানে রাত ১২টার দিকে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্র জানায়, নিহত দুই তরুণের বয়স আনুমানিক ২০ বছর। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ দুটি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত প্রাইভেট কার ও মোটরসাইকেল পল্লবী থানা পুলিশের হেফাজতে আছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ