ঢাকা, মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫
২ বৈশাখ ১৪৩২, ১৫ শাওয়াল ১৪৪৬

ঢাকা, মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫
২ বৈশাখ ১৪৩২, ১৫ শাওয়াল ১৪৪৬

অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রের পরিচালক মোস্তফা আনোয়ার মারা গেছেন

কালের কণ্ঠ অনলাইন
কালের কণ্ঠ অনলাইন
শেয়ার
অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রের পরিচালক মোস্তফা আনোয়ার মারা গেছেন

চলে গেলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক মোস্তফা আনোয়ার গত ১২ই মে সন্ধ্যায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৭।
পাকিস্তান বিমান বাহিনীতে প্রশিক্ষণপ্রাপ্ত মোস্তফা আনোয়ার চলচ্চিত্র নির্মাণের প্রতি অদম্য ভালবাসায় একসময় তা শুরু করেন।

জহির রায়হানের সহকারী হিসেবে তিনি চলচ্চিত্র নির্মাণের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেন। তবে তার আগে তিনি ‘আগুন নিয়ে খেলা’ চলচ্চিত্রে অভিনয় করেন। তার নির্মিত প্রথম চলচ্চিত্র ছিল ‘ফেরারী’। তার নির্মিত বহুল আলোচিত চলচ্চিত্রের মধ্যে রয়েছে জাফর ইকবাল ববিতা চম্পা অভিনীত ‘অবুঝ হৃদয়’।

এই চলচ্চিত্রের ‘তুমি আমার জীবন আমি তোমার জীবন’ গানটি এখনও বেশ শ্রোতাপ্রিয়। তার পরিচালিত ইলিয়াস কাঞ্চন-সুচরিতা অভিনীত ‘আঁখি মিলন’ চলচ্চিত্রের ‘আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে’ গানটি এখনও শ্রোতা-দর্শকের মুখে মুখে ফিরে।
মোস্তফা আনোয়ার পরিচালিত আরেকটি বহুল আলোচিত চলচ্চিত্রের মধ্যে রয়েছে রাজ্জাক, সূচরিতা, ইলিয়াস কাঞ্চন, কাজরী অভিনীত ‘কাজল লতা’। এই চলচ্চিত্রের ‘এই রাত ডাকে ওই চাঁদ ডাকে আজ তোমায় আমায়’ গানটিও বেশ শ্রোতাপ্রিয়।

মোস্তফা আনোয়ার পরিচালিত ‘কাশেম মালার প্রেম’ ছবির মাধ্যমে চম্পার সঙ্গে অভিনয় করে মান্না প্রথম লাইমলাইটে আসেন। ‘পুষ্পমালা’, ‘সমর্পণ’, ‘আশ্রয়’, বাংলার মা’সহ ষোলটি চলচ্চিত্র তিনি নির্মাণ করেন তিনি। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, একজন মেধাবী পরিচালক ছিলেন মোস্তফা আনোয়ার। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি মেধাবী এই মানুষটিকে এতটুকুও মূল্যায়ন করেনি।
আজ ১৩ মে বুধবার বাদ জোহর জামালপুরে জানাজা শেষে নিজ বাড়িতে পারিবারিক কবর স্থানে মা, বাবার কবরের পাশে দাফন করা হয়েছে।
মৃত্যকালে তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

সার্জারির পর হাসতে পারছেন না অভিনেত্রী, কপালও ফুলে গেছে!

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
সার্জারির পর হাসতে পারছেন না অভিনেত্রী, কপালও ফুলে গেছে!
সংগৃহীত ছবি

ছোট পর্দায় নিজের পরিচিতি তৈরি করে বড় পর্দায় উত্তরণ হয় ওপার বাংলার অভিনেত্রী মৌনির। বেশ কিছু বড় প্রযোজনা সংস্থার সঙ্গে ইতিমধ্যেই কাজ করে ফেলেছেন।

মৌনির অভিনয় জীবনের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও উৎসাহের অন্ত নেই। তার নির্মেদ চেহারা ও শারীরিক গঠন নিয়ে কৌতূহল রয়েছে অনুরাগী মহলে।

 

এবার মৌনির মুখের আদল নিয়ে উঠছে প্রশ্ন। মৌনি নাকি এমন অস্ত্রোপচারের করিয়েছেন যে আর হাসতে পারছেন না। এমনকি তার কপালের দুটি দিক ফুলে রয়েছে। এই জল্পনা কতটা সত্যি সে বিষয়ে মুখ খুললেন মৌনি।

আরো পড়ুন
৫৬-তেও শরীরে তারুণ্যের ছোঁয়া, কী খান অভিনেত্রী!

৫৬-তেও শরীরে তারুণ্যের ছোঁয়া, কী খান অভিনেত্রী!

 

সম্প্রতি নিজের আসন্ন ছবির প্রচারে যান মৌনি। সেখানেই নায়িকার মুখের অঙ্গভঙ্গি দেখে খানিক খটকা লাগে ভক্তদের। শুরু হয় গুঞ্জন। মৌনির আগের চেহারার সঙ্গে বর্তমান চেহারার অমিল দেখছেন ভক্তরা।

যার মধ্যে সব থেকে বেশি নজর কেড়েছে অভিনেত্রীর কপাল ও ঠোঁট। 

তার দিন কয়েক পর ফের দেখা গেল মৌনিকে। তখনো যেন সেই একই গুঞ্জন অব্যাহত। ভক্তদের মতে, মৌনি এত অস্ত্রোপচার করিয়েছেন যে মুখের গড়ন বদলে গেছে। 

এই প্রসঙ্গে মৌনি বলেন, ‘আমি এসব নেতিবাচক মন্তব্য দেখি না, পাত্তাও দিই না।

তারা তাদের কাজ করুক না, আমি পাত্তা না দিলেই হলো। কেউ যদি সমাজমাধ্যমের আড়ালে থেকে মানুষকে ট্রোলড করতে চায় করুক। যদি এ ধরনের কাজ করে আপনারা খুশি পান তা হলে তা-ই সই।’

প্রাসঙ্গিক
মন্তব্য

প্রিয়াঙ্কার সঙ্গে দ্বন্দ্ব নিয়ে অকপট কারিনা!

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
প্রিয়াঙ্কার সঙ্গে দ্বন্দ্ব নিয়ে অকপট কারিনা!
সংগৃহীত ছবি

প্রিয়াঙ্কা চোপড়া এবং কারিনা কাপুর, দুজনেই তাদের প্রতিভা এবং শক্তিশালী অভিনয় দিয়ে দশকের পর দশক ধরে দর্শকের মুগ্ধ করে এসেছেন। কিন্তু জানলে অবাক হবেন যে একটা সময় এই দুই অভিনেত্রী জড়িয়ে পড়েছিলেন গুরুতর বিবাদে।

অক্ষয় কুমার অভিনীত ‘এতরাজ’ ছবিতে ২০০৪ সালে প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল কারিনা ও প্রিয়াঙ্কাকে। তার পর থেকেই এই সমস্যার সূত্রপাত।

তাদের উত্তেজনা আড়াল-আবডালের গণ্ডি ছাড়িয়ে এসে পড়ে দর্শকদের সামনে। ‘কফি উইথ করণ’-এও এই সমস্যার আঁচ পৌঁছে গিয়েছিল। করণ জোহর তার শোতে কারিনাকে জিজ্ঞাসা করেছিলেন প্রিয়াঙ্কাকে তিনি কী জিজ্ঞাসা করতে চান? এই প্রশ্নে কারিনা ঠাট্টার সুরে উত্তর দিয়েছিলেন, ‘প্রিয়াঙ্কা কোথা থেকে এমন অ্যাকসেন্ট শিখেছে, এটাই আমি শুধু চিন্তা করি।’

তার এই কথা শুনে কড়া জবাব দেন প্রিয়াঙ্কাও।

কারিনার উপস্থিতিতেই তিনি বলেন, ‘আমার মনে হয় ওর প্রেমিক (বর্তমানে স্বামী সাইফ আলী খান) যে জায়গা থেকে শিখেছিলেন, সেখান থেকেই।’ তাদের সেই ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয় জোর চর্চা।

No photo description available.

তবে এখানেই শেষ নয়। গুঞ্জন শোনা গিয়েছিল, কারিনা এবং প্রিয়াঙ্কা বেলজিয়ামের অ্যান্টওয়ার্পে একটা কনসার্টের সময় একসঙ্গে গিয়েছিলেন, সেখানেও তাদের মধ্যে সমস্যা হয়েছিল।

 

জানা গিয়েছিল, সেই লড়াই নাকি হাতাহাতি পর্যন্ত পৌঁছে যায়। ২০২৩ সালে কারিনা মিড-ডেকে দেওয়া এক সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খোলেন। তিনি বলেন, ‘না, না, সবটাই গুঞ্জন। আমি সেই সময় ভাবছিলাম, ‘এসব কী হচ্ছে?’ কিন্তু আমার মনে হয়, আমাদের সবার মধ্যেই রাগ আছে, এমন কিছু বিষয় থাকে যেখানে আমরা সবাই নিজেদের প্রমাণ করতে চাই।’

পাশাপাশি কারিনা এও জানান, সংবাদমাধ্যম কিভাবে ৯০-এর দশক থেকে ২০০০-দশক শুরু দিক পর্যন্ত তাদের মধ্যকার সমস্যা নিয়ে গুঞ্জন ছড়াতেন।

তিনি বলেন, ‘৯০-এর দশক পুরোটাই এটা নিয়ে কেটেছে। ৯০-এর দশকে শুরু হয়েছিল এবং ২০০০ সাল পর্যন্ত এই ক্যাটফাইট চলেছিল। আজ আমি জানতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন না, শুনতে পাচ্ছেন না, তাহলে কিভাবে ভেবে নিতে পারেন আপনারা। তবে এখন এই নিয়ে আলোচনা কমেছে এটাই বড় ব্যাপার।’

Aitraaz Girls Kareena Kapoor Khan And Priyanka Chopra Jonas Shake A Leg At  DID 7 - Zee5 News

তিনি আরো জানিয়েছিলেন, তখনকার সময়ে মানুষেরা একে অপরের বিরুদ্ধে অভিনেতাদের দাঁড় করিয়ে দিতেন। তবে এই সব কিছু বলার পরও কারিনা স্বীকার করেন যে, তিনি সফল হওয়ার জন্য সেই সময় একটু বেশি অস্থিরও হয়ে পড়েছিলেন। 

তার কথায়, ‘আমি ক্রমাগত তাড়াহুড়া করছিলাম... আমি শুধু নিজেকে প্রমাণ করতে চেয়েছিলাম। আমি সেরা হতে চেয়েছিলাম।’ তবে এ সমস্যা শুধু কারিনার একার নন, শুরুর দিকে অনেক অভিনেতার মধ্যেই এই অস্থিরতা কাজ করে।

তবে সব থেকে মজার বিষয় ঘটেছিল ২০১৯ সালে। ওই বছর ফের কারিনা এবং প্রিয়াঙ্কা একসঙ্গে ‘কফি উইথ করণ’-এ উপস্থিত হয়ে সবাইকে অবাক করে দিয়েছিলেন। ষষ্ঠ সিজনের সেই পর্বে দুই অভিনেত্রীকেই একে অপরের সঙ্গে হাসতে, ঠাট্টা করতে দেখা গিয়েছিল। শুধু তা-ই নয়, তারা একে অপরের হয়েও কথা বলেছিলেন।

মন্তব্য

শাহরুখের বাড়িতে ভাড়ায় থাকা যাবে, খরচ হবে কত?

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
শাহরুখের বাড়িতে ভাড়ায় থাকা যাবে, খরচ হবে কত?
সংগৃহীত ছবি

বান্দ্রার ‘মান্নাত’ ছাড়াও দুবাই, লন্ডন, ক্যালিফোর্নিয়াসহ একাধিক শহরে বাড়ি রয়েছে শাহরুখ খানের। আমেরিকার লস অ্যাঞ্জেলেসে তার যে বাড়ি রয়েছে, সেটি ভাড়া দেন অভিনেতা। অবসর যাপনের জন্য যে কেউই সে বাড়িতে থাকতে পারেন। 

শাহরুখের লস অ্যাঞ্জেলেসের বাড়ির নাম ‘গ্র্যান্ড ভ্যাকেশন ভিলা’।

সান্তা মনিকা থেকে পাঁচ মিনিটের হাঁটা পথ। বাড়িটি সাদা ও বেজ রঙের থিমে সজ্জিত। বৈঠকখানার ঘরে বিরাট সোফা, এক পাশে বই পড়ার ব্যবস্থা। বাড়ির বিভিন্ন দেওয়াল সজ্জিত দামি আয়নায়।
রয়েছে তাক লাগানো সব ঝাড়বাতি। এ ছাড়া রয়েছে জাকুজি, সুইমিং পুল। 

Photos of Shah Rukh Khan's LA Home, rent per night here is Rs…

মোট ছয় রুমের এই ভিলাতে মাঝেমধ্যে অবসর কাটাতে আসেন বলিউড বাদশাহ। অভিনেতার এই বাড়িতে থাকার খরচ নেহাত কম নয়।

এই বাড়ির প্রতি রাতে ভাড়া ১ লাখ ৯৬ হাজার রুপি, যা বাংলাদেশি টাকায় ২ লাখ ৮০ হাজারের মতো।

এদিকে শাহরুখ সম্প্রতি তার বান্দ্রার সমুদ্রমুখী বাড়ি থেকে বেরিয়ে মুম্বাইয়ের পালি হিলের একটি আবাসনে গিয়ে উঠেছেন। মোটা অঙ্ক দিয়ে ভাড়া নিয়েছেন সেই আবাসন। ‘মান্নাত’-এর অন্দরসজ্জা একেবারে বদলে যাবে। সে জন্য আপাতত ওই বাড়ি ছেড়ে পালি হিলের বাড়িতে থাকবে খান পরিবার।

মন্তব্য

‘কৃত্রিম বুদ্ধিমত্তা’ একসময় অস্কারও জিতে নিতে পারে : ক্যামেরন

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
‘কৃত্রিম বুদ্ধিমত্তা’ একসময় অস্কারও জিতে নিতে পারে : ক্যামেরন
জেমস ক্যামেরন

অস্কার পাওয়া কালজয়ী সিনেমার কথা উঠলেই প্রথমেই চলে আসে ‘টাইটানিক’ সিনেমার কথা। আর টাইটানিকের প্রসঙ্গ ‍উঠলেই চোখে ভেসে ওঠে হলিউডের বর্ষীয়ান নির্মাতা জেমস ক্যামেরনের কথা। হলিউডে সিনেমার ধারা বদলে দিয়েছিলেন জেমস ক্যামেরন। সিনেমায় যখন চলতি ধারা অনুসরণ করা হচ্ছিল, তিনি সেখান থেকে সরে গিয়ে এতে যুক্ত করেন প্রযুক্তি।

আজও তিনি ‘টাইটানিক’-এর জন্য বেশি পরিচিত। কিন্তু ‘জওস’, ‘টার্মিনেটর’, ‘এলিয়েনস’ তারই কীর্তি।

সর্বশেষ ক্যামেরন সবাইকে অবাক করেছেন ‘অ্যাভাটার’ ফ্ল্যাঞ্চাইজি দিয়ে। ২০০৯ সালে এ সিনেমা হলিউড সিনেমার মানচিত্র বদলে দিয়েছিল।

এরপর ২০২২ সালে ‘অ্যাভাটার : দ্য ওয়ে অব ওয়াটার’ ছিল আরো এক ধাপ এগিয়ে। হলিউডে প্রযুক্তির ছোঁয়া রীতিমতো শিল্পের পর্যায়ে নিয়ে যান এ নির্মাতা। সাম্প্রতিক সময়ে দুনিয়া মজেছে কৃত্রিম বুদ্ধিমত্তায়। সিনেমাতেও হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার তুমুল ব্যবহার।
তবে ক্যামরনের মতে, ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ভাবতে হবে সবাইকে। কারণ ২০ বছর পর অস্কারও পেয়ে যেতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা।

আরো পড়ুন
বাড়িতে ঢুকে সালমান খানকে হত্যার হুমকি

বাড়িতে ঢুকে সালমান খানকে হত্যার হুমকি

 

সাম্প্রতিক সময়ে কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে প্রায়ই মন্তব্য করছেন ক্যামেরন। সম্প্রতি তিনি অংশ নিয়েছিলেন ‘বজ টু দ্য ফিউচার’ পডকাস্টে। সেখানেই তিনি ফের কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে কথা বলেন।

সিনেমার সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিয়েও কথা বলেন এ নির্মাতা। এআই প্রযুক্তির কারণে এখন কর্মী কমানো হচ্ছে হলিউডে। সে ক্ষেত্রে ক্যামেরনের মত হলো, কর্মী কমালে সেখানে কর্মঠ ও অভিজ্ঞ কর্মী নিয়ে কাজ দ্রুত করানোর ব্যবস্থা করতে হবে। এ ছাড়া তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলাপ করতে গিয়ে বলেন, ‘এখন মনে করা হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা এলে তা সাধারণ মানুষের চাকরি খেয়ে দেবে। কিন্তু আমার মনে হয়, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারটা অন্য রকম হওয়া উচিত। সে মানুষকে বাদ দেবে না, বরং মানুষকে সাহায্য করবে।’ তবে কৃত্রিম বুদ্ধিমত্তা যে অনেক কাজই করতে পারে, তা নিয়ে সন্দেহ নেই ক্যামেরনের। তিনি বলেন, ‘এখন থেকে ২০ বছর পর সেরা চিত্রনাট্যের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা অস্কার পেতে পারে। বিষয়টাকে গুরুত্বের সঙ্গে নেয়া উচিত আমাদের।’

আরো পড়ুন
দুই প্রাক্তনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ক্লোয়ি কার্দাশিয়ানের

দুই প্রাক্তনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ক্লোয়ি কার্দাশিয়ানের

 

পডকাস্টে সিনেমার বাজেট নিয়েও কথা বলেন এ নির্মাতা। ক্যামেরন চেষ্টা করছেন কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে সিনেমার বাজেট কমাবেন। তিনি বলেন, ‘আগের দিনে হলে আমি কোনো প্রতিষ্ঠানকে দায়িত্ব দিতাম সমাধানের। এখন মনে হয় এর বাইরেও কাজটা করা যায়। আমি কখনো বহু টাকা কামানোর চিন্তা করিনি। সব সময় চেয়েছি কেমন করে সিনেমাটা ঠিকঠাক নির্মাণ করা যায়। এখন সবাই ভিএফএক্স নিয়ে ভাবছে। সেখানেই খরচ বেড়ে যাচ্ছে।এখন যে সিনেমাগুলো নির্মাণ করা হয়, কমবেশি সবাই সিজিআইনির্ভর। ডুনের দুই পর্ব দেখেছি আমরা। এমন সব সিনেমায়ই কম্পিউটার জেনারেটেড ইমেজ ব্যবহার হয়। খরচও বেড়ে যায় অনেক। এ জায়গায় আমরা খরচ কমাতে পারি। কেমন করে সেটা করা যায়, তা নিয়েই ভাবতে হবে। বাজেট কমালে ব্লকবাস্টার পাওয়া সহজ হবে।’

আরো পড়ুন
শাহরুখ খানের বাড়িতে থাকার সুযোগ, এক রাতের ভাড়া কত?

শাহরুখ খানের বাড়িতে থাকার সুযোগ, এক রাতের ভাড়া কত?

 

সামনে ক্যামেরন নিয়ে আসছেন ‘অ্যাভাটার : ফায়ার অ্যান্ড অ্যাশ’। সিনেমাটি নিয়ে এরই মধ্যে দর্শকমহলে সাড়া পড়ে গেছে। এটি অ্যাভাটার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি। ২০০৯ সালের প্রথম অ্যাভাটার ও ২০২২ সালের ‘দ্য ওয়ে অব ওয়াটার’—দুটি সিনেমাই ২ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ