স্বজনপোষণের অভিযোগের পাশাপাশি বলিউডের আরও একটি ছবি হল সুযোগ পাওয়া সত্ত্বেও তারকাদের সন্তানদের ব্যর্থতা। সেই তালিকায় রয়েছে অনেক বড় বড় নামও। ২০০৩ সালে মুক্তি পাওয়া ‘চুরা লিয়া হ্যায় তুমনে’ ছবির নায়ক-নায়িকা ছিলেন জায়েদ খান এবং এষা দেওল। প্রথম জন সঞ্জয় খানের ছেলে এবং নায়িকা হলেন হেমা মালিনী-ধর্মেন্দ্রর কন্যা।
বলিউডের সফল পিতার ব্যর্থ সন্তানেরা
কালের কণ্ঠ অনলাইন

‘চুরা লিয়া হ্যায় তুমনে’ বক্স অফিসে চলেনি। এরপর ‘ম্যায়ঁ হুঁ না’ এবং ‘লাকি’ ছবিতে অভিনয় করেছিলেন জায়েদ। কিন্তু ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করতে ব্যর্থ তিনি।
সাফল্যের নিরিখে বাবা জিতেন্দ্র এবং দিদি একতা কপূরের ধারেকাছে পৌঁছতে পারেননি তুষার কাপুর।
বাবার পথে পা রেখেছিলেন ফারদিন খানও। কিন্তু বলিউড খালি হাতেই ফিরিয়ে দিয়েছে ফিরোজ খানের ছেলেকে। ‘প্যায়ার তুনে ক্যায়া কিয়া’, ‘ভূত’ এবং ‘জঙ্গল’ ছবি বাঁচাতে পারেনি তাঁর ডুবন্ত নৌকা। দেব আনন্দের ছেলে সুনীল আনন্দ কয়েকটি মাত্র ছবিতে অভিনয় করেছেন। সুপারস্টারের ছেলের অভিনীত সেই ছবিগুলির নামও আজ দর্শকরা বিস্মৃত হয়েছেন।
‘জুবিলি কুমার’ নাম হয়েছিল তারকা রাজেন্দ্র কুমারের। তাঁর ছেলে কুমার গৌরবের প্রথম ছবি ‘লাভ স্টোরি’ ছিল ব্লকবাস্টার। কিন্তু তার পরে ধীরে ধীরে বলিউড থেকে হারিয়েই যান তিনি। প্রত্যাশাপূরণে ব্যর্থ মহাক্ষয় (মিমো) চক্রবর্তীও। মিঠুন চক্রবর্তীর ছেলের কাছ থেকে প্রত্যাশা ছিল আকাশছোঁয়া। কিন্তু মহাক্ষয়ের একটি ছবিও বক্স অফিসে সফল হয়নি।
১৯৯৬ সালে ‘রাজা কি আয়েগি বরাত’ ছবিতে আত্মপ্রকাশ করেছিলেন আমজাদ খানের ছেলে শাহদাব খান। সে ছবিতে তাঁর নায়িকা ছিলেন রানি মুখোপাধ্যায়। এরপর রানি বলিউডের তারকা হয়ে ওঠেন। কিন্তু শাহদাব হারিয়ে গিয়েছেন বিস্মৃতির অতলে। রাজ কাপুরের ‘রাম তেরি গঙ্গা মৈলী’-তে বলিউডে ইনিংস শুরু করেছিলেন রাজীব কাপুর। কিন্তু বাকি দু’ ভাইয়ের মতো ভাগ্য তাঁর প্রতি সুপ্রসন্ন ছিল না। ইন্ডাস্ট্রিতে সাফল্য অধরাই থেকে গিয়েছ রাজ কাপুরের ছোট ছেলের কাছে।
প্রত্যাশা ছিল আমির খানের ভাই ফয়সল খানের কাছেও। কিন্তু তিনি হতাশ করেন। ‘প্যায়ার কা মওসম’, ‘কেয়ামত সে কেয়ামত তক’ ছবিতে ছোট ভূমিকায় অভিনয় করেছিলেন। নায়ক হিসেবে ছিলেন ‘মদহোশ’ ছবিতে। কিন্তু বেশিদূর এগোয়নি তাঁর দৌড়। শোনা যায়, তিনি নাকি মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েন। অভিনেত্রী কিরণ খেরের প্রথম পক্ষের সন্তান সিকান্দরের অভিনয়ের প্রশংসা হয়েছিল তাঁর প্রথম ছবি ‘উডস্টক ভিলা’ ছবিতে। আরও পাঁচটি ছবিতে কাজ করেছিলেন তিনি। কিন্তু কোনওটাই দাগ কাটতে পারেনি দর্শকমনে।
শেখর সুমনের ছেলে অধ্যয়ন অভিনয় করেছেন মোট আটটি ছবিতে। কিন্তু এখনও নিজের জায়গা করতে পারেননি ইন্ডাস্ট্রিতে। মনোজকুমারের ছেলে কুণাল গোস্বামী প্রথম অভিনয় শুরু করেন শৈশবেই। তাঁর বাবার ছবি ‘ক্রান্তি’ দিয়ে। এরপর আরও অন্তত দশটি ছবিতে অভিনয় করেছেন কুণাল। কিন্তু তাঁকে বা তাঁর অভিনীত ছবিগুলো, কোনওটাই আজ মনে নেই দর্শকদের। ইন্ডাস্ট্রিকে বিদায় জানিয়ে কুণাল এখন সফল ব্যবসায়ী। আনন্দবাজার
সম্পর্কিত খবর

সাঙ্গাকারার সঙ্গে মালাইকার প্রেম, জল্পনা উসকে দিলেন অর্জুন?
বিনোদন ডেস্ক

অর্জুন কাপুরের সঙ্গে পাঁচ বছরের সম্পর্কে ইতি টেনেছিলেন মালাইকা অরোরা। তা নিয়ে জল ঘোলাও কম হয়নি। মালাইকার সঙ্গে সম্পর্ক ভাঙার পরে এক অনুষ্ঠানে গিয়ে নিজেকে ‘একাকী’ বলে দাবিও করেছেন অভিনেতা। এমনকি অবসাদ নিয়েও খোলাখুলি কথা বলেছেন।
কিন্তু সম্প্রতি ক্রিকেট তারকা কুমার সাঙ্গাকারার সঙ্গে নাম জড়িয়েছে অভিনেত্রীর। এই নতুন জল্পনার মধ্যেই অর্জুনের সমাজমাধ্যমের পোস্ট নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে।
চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালসের খেলা দেখতে মাঠে হাজির ছিলেন মালাইকা। এ সময় তার পাশে ছিলেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেট তারকা। এ দৃশ্য দেখেই নেটপাড়ায় শুরু হয়েছে জোর চর্চা। পাশাপাশি বসে খেলা দেখেছেন দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন, তারা দুজনে কি প্রেম করছেন? এই নিয়ে আলোচনা জারি রয়েছে নেট মাধ্যমে।
অর্জুনের তার পোস্টে লেখেন, ‘কোনো বিষয়ে ধৈর্য রাখার একমাত্র পথ হলো, বিষয়টিকে মেনে নেওয়া এবং তার ওপর বিশ্বাস রাখা। যেটি যেমন, সেটিকে তেমনভাবেই মেনে নেওয়া উচিত। নিজের চারপাশ বাস্তবের চশমা দিয়ে দেখা উচিত।’
অর্জুন বরাবরই নিজের ওপর বিশ্বাস রাখার কথা বলেছেন।
এই পোস্ট দেখে অর্জুনের অনুরাগীদের মধ্যে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। একসঙ্গে পাঁচ বছর থাকার পরে সম্পর্কে ইতি টেনেছিলেন মালাইকা ও অর্জুন।

এবার আল্লু অর্জুনের নায়িকা হচ্ছেন প্রিয়াঙ্কা!
বিনোদন ডেস্ক

শাহরুখ খানের ‘জওয়ান’ নির্মাতা অ্যাটলি কুমার এখন তার নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত। তিনি এখন ‘পুষ্পা’ খ্যাত আল্লু অর্জুনের সঙ্গে তার পরবর্তী ছবি ‘এ৬’ তৈরি করছেন। নতুন খবর, এই ছবিতে দেখা যেতে পারে প্রিয়াঙ্কা চোপড়াকেও।
শোনা যাচ্ছে, বেশ বড় পরিসরে তৈরি হচ্ছে সিনেমাটি।
পুষ্পার পর আল্লু অর্জুনও তার পুরো সময় এই ছবিতে ব্যয় করছেন। ছবির শুটিং শুরু হওয়ার আগে, অ্যাটলি তার চরিত্রটি নিয়ে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে আলোচনাও করছেন। যদি সবকিছু ঠিকঠাক হয়, তাহলে এই ছবিতে প্রিয়াঙ্কাকে আল্লু অর্জুনের নায়িকা হিসেবে দেখা যাবে।
গুঞ্জন, শাহরুখ খানের ‘জওয়ান’-এর মতো এই ছবিতেও নাকি আল্লু অর্জুনকে দ্বৈত ভূমিকায় দেখা যাবে। সঙ্গে থাকবে দারুণ অ্যাকশন। জানা গেছে, ছবিটি আল্লু অর্জুনের জন্মদিনে মুক্তি পাবার কথা রয়েছে।
কাজের সূত্রে, প্রিয়াঙ্কা চোপড়া বর্তমানে ‘বাহুবলী’ পরিচালক এসএস রাজামৌলির পরবর্তী ছবিতে কাজ করছেন।

‘জংলি’ সিনেমার রিমেক নির্মাণ করতে চায় দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রি
বিনোদন প্রতিবেদক

এবার ঈদে মুক্তিপ্রাপ্ত ‘জংলি’ সিনেমাটি দর্শকদের মাঝে বেশ প্রশংসিত হচ্ছে। সিনেমাটিতে অভিনেতা সিয়াম আহমেদের লুক দেখে অনেকেই তাকে দক্ষিণ ভারতীয় অভিনেতাদের সঙ্গে তুলনা করেন।
এবার জানা গেল, সিনেমাটির রিমেক স্বত্ব অর্জনে আগ্রহ দেখিয়েছে মালয়ালাম এবং তেলেগু ইন্ডাস্ট্রি। এমনটাই জানিয়েছেন সিনেমাটির প্রযোজক ও টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান অভি।
কালের কণ্ঠকে তিনি জানান, দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির একটি প্রডাকশন হাউস ‘জংলি’ সিনেমাটির রিমেক স্বত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। চলতি সপ্তাহের মধ্যে তাদের সঙ্গে চুক্তিসংক্রান্ত সব কাজ সম্পন্ন হয়ে যাবে বলেও জানিয়েছেন।
জাহিদ হাসান অভি বলেন, ‘আমাদের সিনেমাটির সম্পাদনা বাংলাদেশেই হয়েছে কিন্তু এর কালার গ্রেডিং করা হয়েছে ভারত থেকে। পোস্ট প্রডাকশনের সময় মালয়ালাম এবং তেলেগু ইন্ডাস্ট্রির প্রডাকশন হাউসের কর্তৃপক্ষ ‘জংলি’র রাফ কাট দেখেছে।
তিনি আরো বলেন, ‘এটা আমাদের জন্য খুবই আনন্দের সংবাদ। এর আগে আমাদের সিনেমার ডাবিং ভার্সন অন্যান্য দেশে গেলেও এবার তারা ডাবিং নয়, রিমেক রাইটস নিতে চাচ্ছে। এবারই প্রথম কোনো বাংলাদেশি সিনেমার ক্ষেত্রে এমনটা হচ্ছে।
এম রাহিম পরিচালিত ‘জংলি’ সিনেমায় সিয়াম আহমেদ ছাড়া আরো অভিনয় করেছেন শবনম বুবলী, প্রার্থনা ফারদিন দীঘি, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম এবং রাশেদ মামুন অপু প্রমুখ।

এপ্রিলে ওটিটি মাতাতে আসছে যেসব সিনেমা-সিরিজ
বিনোদন প্রতিবেদক

বর্তমানে বিনোদনের সবচেয়ে বড় প্ল্যাটফরম ওটিটি। প্রেক্ষাগৃহের চেয়ে এখন ওটিটিতেই দর্শক ঝুঁকছে বেশি। তাই ওটিটি প্ল্যাটফরমগুলোতেও নিত্যনতুন কনটেন্টের সমারোহ। প্রতি মাসেই ওটিটি প্ল্যাটফরমগুলোতে একাধিক সিনেমা ও সিরিজ মুক্তি পায়।
ছাভা
ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনী নিয়ে নির্মিত ‘ছাভা।’ ভিকি কৌশল-রাশমিকা মান্দানা অভিনীত ‘ছাভা’ ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইনস ডে-তে মুক্তি পায়।
ছোরি ২
নুসরত ভারুচার হরর সিনেমা ‘ছোরি ২’ দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।
জুয়েল থিফ : দ্য হেস্ট বিগিন্স
জুয়েল থিফ: দ্য হাইস্ট বিগিনস একটি ডাকাতির গল্প নিয়ে তৈরি । একজন চোর বিশ্বের সবচেয়ে মূল্যবান হীরে চুরি করার চ্যালেঞ্জ নেয়। হীরের নাম ‘আফ্রিকান রেড সান’। এতে মুল ভূমিকায় রয়েছেন সাইফ আলী খান, জয়দীপ আহলাওয়াত এবং নিকিতা দত্ত। ২৫ এপ্রিল নেটফ্লিক্সে মুক্তি পাবে সিনেমাটি।
হ্যাভক
গ্যারেথ ইভান্সের লেখা ও পরিচালনায় তৈরি একটি অ্যাকশন থ্রিলার সিনেমা হ্যাভক। মাদক মাফিয়া এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা একজন আহত গোয়েন্দাকে এক রাজনীতিকের ছেলেকে বাঁচানোর মিশন দেওয়া হয়। আমেরিকা ও ব্রিটেনের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমাতে মুখ্য ভূমিকায় রয়েছেন টম হার্ডি, ফরেস্ট হুইটেকার এবং টিমোথি অলিফ্যান্ট। ২৫ এপ্রিল থেকে নেটফ্লিক্সে দেখা যাবে সিনেমাটি।
টেস্ট
নয়নতারা, আর মাধবন এবং সিদ্ধার্থ অভিনীত ‘টেস্ট’ ক্রিকেটের উপর ভিত্তি করে তৈরি স্পোর্টস ড্রামা। চেন্নাইয়ে অনুষ্ঠিত এক ঐতিহাসিক আন্তর্জাতিক টেস্ট ম্যাচের সময় তিনজন মানুষের জীবনপথ এক বিন্দুতে এসে মিলে যায়, যা শেষ পর্যন্ত তাদের জীবন বদলে দেওয়া কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করে। ৪ এপ্রিল নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে এটি।
চমক- দ্য কনক্লুশন
চমক একটি মিউজিক থ্রিলার যা কানাডার একজন র্যাপারের গল্প তুলে ধরেছে পর্দায়। শিল্পী কানাডা থেকে পঞ্জাবে ফিরে আসে তার বাবার হত্যা রহস্যের কিনারা করতে। কে খুনী? এই রহস্য নিয়েই এগিয়েছে গল্প। অভিনয় করেছেন পরমবীর চিমা, মনোজ পাহওয়া, ইশা তালওয়ার প্রমুখ। ৪ এপ্রিল থেকে সনি লিভে দেখা মিলছে সিনেমাটির।
কিংস্টন
তামিল সিনেমা কিংস্টন আশির দশকের এক অতিপ্রাকৃত ঘটনার উপর ভিত্তি করে তৈরি, যেখানে থুভাথোরের কাছে সমুদ্র অভিশপ্ত হয়ে পড়ে। বহু বছর পর, সাহসী চোরাকারবারী কিংস্টন এবং তার বন্ধুরা সেই ভৌতিক জলে পাড়ি জমায়। তাদের উদ্দেশ্য, দীর্ঘদিনের সেই অভিশাপ ভেঙে দেওয়া এবং দুর্ভোগে পড়া তাদের গ্রামকে উদ্ধার করা। এতে অভিনয় করেছেন জিভি প্রকাশ, দিব্যাভারতী, সাবুমন আবদুসামাদ। ১৩ এপ্রিল জি তামিলে মুক্তি দেওয়া হবে সিনেমাটি।
কার্মা
এই দক্ষিণ কোরিয়ান ক্রাইম থ্রিলারটি ছয় জন ব্যক্তির গল্প বলবে, যাদের জীবন একটি শোকাবহ ঘটনার সাথে জড়িয়ে পড়ে। একটি রহস্যময় দুর্ঘটনার সাক্ষী হওয়ার পর আহন কিওক নামের একজন এমন একটি চুক্তি করে যা একের পর এক অনাকাঙ্ক্ষিত পরিণতির সূত্রপাত ঘটায়। ৪ এপ্রিল থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে এটি।
ওয়ে ব্যাক লাভ
বহুল প্রতীক্ষিত কোরিয়ান ড্রামা ‘ওয়ে ব্যাক লাভ’ প্রথম দুই পর্ব নিয়ে প্রিমিয়ারের জন্য প্রস্তুত। এটি সিও ইউন-চায়ের উপন্যাসের ওপর ভিত্তি করে নির্মিত। গং মিয়ং এবং কিম মিন-হা অভিনীত এই ছয় পর্বের সিরিজটি প্রতি বৃহস্পতিবার টিভিং ও ভিকি প্লাটফরমে সম্প্রচারিত হবে।