<p>বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এ প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কামরুজ্জামান রাব্বি। দীর্ঘ চার বছরের প্রেমের সম্পর্ক শেষে প্রেমিকাকে বিয়ে করেন তিনি। গত ৫ আগস্ট পারিবারিক আয়োজনের মাধ্যমে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।</p> <p>'অতীতের কথাগুলো পুরোনো স্মৃতিগুলো মনে মনে রাইখো/ আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো' গান গেয়ে আলোচনায় আসেন কামরুজ্জামান রাব্বি।</p> <p>রাব্বির স্ত্রী রেবেকা সুলতানা পলক ঢাকার গার্হস্থ্য অর্থনীতি কলেজ চতুর্থ বর্ষে পড়াশোনা করছেন। নৃত্যশিল্পী পরিচিতি রয়েছে তার। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। রাব্বি বর্তমানে স্ত্রীর সঙ্গে শ্বশুরবাড়ি ঠাকুরগাঁও-তে অবস্থান করছেন।</p> <p>বিয়ে প্রসঙ্গে কামরুজ্জামান রাব্বি বলেন, গ্রামের বাড়ি রাজশাহীতে আমাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এর ফলে আমাদের দীর্ঘ চার বছরের প্রেমের সম্পর্ক পরিণয় পেল। দুই পরিবারের সম্মতিতেই আমাদের বিয়ে হয়েছে। করোনাকালীন পরিস্থিতির কারণে কাউকে জানাতে পারিনি। ঘরোয়াভাবে বিয়ের কাজ শেষ হয়েছে।</p> <p>ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়ে কামরুজ্জামান রাব্বি বলেন, জীবনের নতুন একটি অধ্যায় শুরু হলো। সবাই দোয়া করবেন। পরিস্থিতি স্বাভাবিক হলে সবাইকে নিয়ে একসঙ্গে আনন্দ করবো।</p>