<p>বর্তমান বিশ্বের সেরা ধনী হওয়ার পাশাপাশি দুনিয়াবাসীকে চমকে দেয়া সব কাজে পারদর্শী ইলন মাস্ক। সদ্যই মাস্কের স্পেসএক্সের স্টারশিপ রকেটের একটি অংশ এই প্রথমবার উড়াল দিয়েও আবার লঞ্চ প্যাডে ফিরে এসে ইতিহাস গড়েছে। যা বিশ্বে এবারই প্রথম। এমন বিস্ময়কর সব রেকর্ড একমাত্র ইলন মাস্ককে দিয়েই সম্ভব। এ যেন হলিউড সিনেমার আয়রন ম্যান। যে নিজের কল্পনাকেও বাস্তবে পরিণত করতে পারে। আর প্রযুক্তির সাহায্যে সুপারহিরো হয়ে মানুষের হৃদয় জয় করে। </p> <p>তবে আয়রনম্যানের উদাহরণটা শুধুই উদাহরণ যে নয়! বলতে গেলে আয়রন ম্যানের এই চরিত্র নতুন করে সাজাতে ইলন মাস্ককে দেখেই অনুপ্রাণিত হয়েছেন লেখক! যা স্বীকার করেছিলেন আয়রনম্যানের গল্পকার মার্ক ফার্গাস।</p> <p>অনেকেই হয়তো জানেন, আয়রন ম্যান’খ্যাত অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র ও ইলন মাস্ক একবার স্ক্রিন শেয়ার করেছিলেন। ২০১০ সালে আয়রন ম্যানের দ্বিতীয় সিনেমাটিতে ক্যামিও হিসেবে অভিনয় করেছিলেন মাস্ক। সিনেমায় দেখা যায়, মোনাকো ‘গ্র্যাঁ পিঁ’তে দেখা হয়ে যায় দুজনের। অনেকেরই ধারণা ও বিশ্বাস, মার্ভেলের টনি স্টার্ক চরিত্রটিকে তৈরি করা হয়েছে ইলন মাস্কের অনুপ্রেরণায়। এ নিয়ে আয়রন ম্যানের গল্পকার মার্ক ফার্গাসও একবার মন্তব্য করেছিলেন। সম্প্রতি চরিত্রের অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র জানালেন, কিছুটা অন্তত মিল আছে।</p> <p>অন উইথ কারা সুইশার পডকাস্টে রবার্ট বলেন, ‘তার সঙ্গে আমার খুব বেশি দেখা হয়নি। অল্প কয়েকবারই দেখেছি। তবে আমার মনে হয় ৬০ বছরের একজন শ্বেতাঙ্গ আমেরিকান হিসেবে তার আচরণ আরেকটু সহনশীল ও বিবেচনাসম্পন্ন হওয়া উচিত। তার কথা ও আচরণ সংযত হলে ভালো হতো। কিন্তু এতে তো আমার কিছু করার নেই। আমাদেরও বোঝা উচিত, কেন তিনি আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’</p> <p>এর আগে এক সময় আয়রন ম্যানের গল্পকার মার্ক ফার্গাস জানিয়েছিলেন, তিনি টনি স্টার্কের চরিত্রে ইলন মাস্ক থেকে অনুপ্রেরণা নিয়েছেন। তবে কেবল মাস্ক নন, এর সঙ্গে যুক্ত হয়েছে ডোনাল্ড ট্রাম্প ও স্টিভ জবসের কিছু বৈশিষ্ট্য। তার মতে, স্টিভ জবসের প্রতিভার সঙ্গে টনির চরিত্রে দেয়া হয়েছে ট্রাম্পের শো-ম্যান বৈশিষ্ট্য। ফার্গাস বলেন, ‘তার মধ্যেই একমাত্র মজা করার পাশাপাশি ব্যবসার বৈশিষ্ট্য বা ব্যবসায়িক দিকটা ছিল।’</p> <p>বর্তমানে আমেরিকায় চলছে নির্বাচনের আমেজ। সে সূত্র ধরেই এসব আলোচনা উঠে আসছে। অনেকে যেমন এ বাস্তব চরিত্রদের পছন্দ করেন, তেমন সমালোচনারও অভাব নেই। অভিনেতা মাইকেল কিটন তাদের মধ্যে অন্যতম। তিনি বলেন, ‘তারা মানুষকে সম্মান করেন না। আপনাদের পেছনে তারা হাসেন। মনে করেন মানুষ বোকা।’</p> <p>ট্রাম্প বা মাস্কের প্রতি মানুষের সমর্থন প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা কিন্তু আপনার সঙ্গে কথাও বলবে না। আমাদের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। কিন্তু আমরা এমন একটা ভাব করি, যেন তারা আমাদের ভাই-বন্ধু।’</p>