<p style="text-align:justify">একজন বাবা—জীবনের সবটুকু উজাড় করে সন্তানদের মানুষ করেছেন। তিনটি সন্তানকে ভালোভাবে বড় করতে গিয়ে নিজের স্বপ্নগুলো বিসর্জন দিয়েছেন। সন্তানদের লেখাপড়া, বিয়ে, আর জীবনের সব প্রাপ্তি নিশ্চিত করতে বাধ্য হয়েছিলেন বাড়ি বন্ধক রেখে ঋণ নিতে। সেই ঋণ পরিশোধ করতে করতে নিজের সঞ্চয়ের শেষ কণা পর্যন্ত খরচ করে ফেলেন। তবু তার কোনো আক্ষেপ ছিল না। সন্তানের মুখে হাসি দেখাই ছিল তার জীবনের একমাত্র আনন্দ।</p> <p style="text-align:justify">হঠাৎ করেই জীবনের সবচেয়ে বড় আঘাতটি আসে—স্ত্রীর মৃত্যু। যাকে তিনি অসম্ভব ভালোবাসতেন, যার সঙ্গে জীবনের সুখ-দুঃখ ভাগ করে কাটিয়েছিলেন, সেই প্রিয়জনকে হারিয়ে তিনি একাকিত্বে ডুবে যান। স্ত্রীর স্মৃতি ধরে রাখতে সিদ্ধান্ত নেন, বাড়িটি কখনো বিক্রি করবেন না। এই বাড়িটি হবে তার স্ত্রীর স্মৃতির এক নীরব সাক্ষী।</p> <p style="text-align:justify">কিন্তু সন্তানদের কাছে বাবার এই অনুভূতির কোনো মূল্য ছিল না। তাদের কাছে বাড়িটি ছিল কেবল একটি সম্পত্তি, যা বিক্রি করে নিজেদের স্বার্থ উদ্ধার করা যাবে। বাবার বয়স হয়ে গেছে, স্মৃতিশক্তিও মাঝে মাঝে বিভ্রান্ত হয়। এই দুর্বলতাকে কাজে লাগায় সন্তানেরা। তারা বাবাকে বেড়ানোর কথা বলে নিয়ে যায়, কিন্তু মাঝপথে ফেলে রেখে চলে আসে। শহরে ফিরে মিথ্যা খবর ছড়িয়ে দেয়—বাবা নাকি পানিতে ডুবে মারা গেছেন। সেই খবরের দোহাই দিয়ে বাড়িটি বিক্রি করে দেয় তারা।</p> <p style="text-align:justify">একজন বাবা, যিনি সারা জীবন সন্তানদের সুখের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন, জীবনের শেষ প্রান্তে এসে তাদের কাছেই পরিত্যক্ত হলেন। এ যেন এক চরম হৃদয়বিদারক গল্প। সন্তানের এমন আচরণ পৃথিবীর সবচেয়ে নির্মম সত্যগুলোর একটি।</p> <p style="text-align:justify">'বনবাস'—এই হিন্দি পারিবারিক ড্রামা এমনই এক কাহিনি, যা আপনার হৃদয়কে ভেঙে চুরমার করে দেবে। নানা পাটেকর বাবার চরিত্রে যে অভিনয় করেছেন, তা কেবল অসাধারণ নয়, এক কথায় অতুলনীয়। তার অভিব্যক্তি, সংলাপ আর আবেগ এতটাই গভীর যে, মনে হবে আপনি নিজেই সেই বাবার পাশে দাঁড়িয়ে এই নির্মমতাগুলো প্রত্যক্ষ করছেন। তার চোখের জল, তার আর্তনাদ, তার ভাঙা হৃদয় আপনার চোখেও অশ্রু এনে দেবে।</p> <p style="text-align:justify">এই সিনেমাটি শুধু একটি গল্প নয়, এটি আমাদের সমাজের একটি কঠিন বাস্তবতা। 'বনবাস' আমাদের উপলব্ধি করায় যে, পিতৃত্ব কতটা আত্মত্যাগী, কতটা নিরন্তর। এই সিনেমা দেখে আপনি নিজেকে প্রশ্ন করবেন—সন্তান হয়ে আমরা কি আমাদের বাবার প্রতি যথেষ্ট দায়িত্ব পালন করছি?</p> <p style="text-align:justify">'বনবাস' এমন একটি সিনেমা, যা একবার দেখলে আপনার মন থেকে সহজে মুছে যাবে না। এটি শুধু একটি সিনেমা নয়, একটি শিক্ষা, একটি উপলব্ধি, এবং আমাদের জীবনের প্রতি এক গভীর বার্তা। এই গল্পের প্রতিটি দৃশ্য আপনাকে কাঁদাবে, প্রতিটি সংলাপ আপনাকে ভাবাবে, আর প্রতিটি মুহূর্ত আপনার হৃদয়ে গেঁথে থাকবে।</p>