এবার বরফে ডিগবাজি দিলেন জায়েদ খান

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
এবার বরফে ডিগবাজি দিলেন জায়েদ খান
বরফে ডিগবাজি দিলেন জায়েদ খান

ঢালিউডের আলোচিত নায়ক জায়েদ খান নানা কর্মকাণ্ডের জন্য প্রায়ই ভাইরাল হন। গতবছর ডিগবাজির সুবাদে বেশ আলোচনার জন্ম দেন তিনি। একাধিক অনুষ্ঠানে ও প্রচারণায় ডিগবাজি দিতে দেখা গেছে তাকে। এরপর থেকেই অভিনেতার ডিগবাজি ভাইরাল অনলাইনে।

এটি এখন তার সিগনেচার স্টাইলও বলা চলে। এবার যুক্তরাষ্ট্রে বরফের ওপরে ডিগবাজি দিয়ে নায়িকার মন রক্ষা করলেন জায়েদ।

আরো পড়ুন
ফের বিপদে সাইফ, হারাতে পারেন ১৫ হাজার কোটির সম্পত্তি!

ফের বিপদে সাইফ, হারাতে পারেন ১৫ হাজার কোটির সম্পত্তি!

 

মঙ্গলবার (২১ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেছেন জায়েদ। ক্যাপশনে লিখেছেন, নায়িকার অনুরোধে প্রথমবারের মতো বরফের ওপর ডিগবাজি দিতে হলো।

শেষমেষ নায়িকা দুইজনও ডিগবাজি দিয়ে ফেললো।

জানা গেছে, অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার অনুরোধ রাখতেই বরফের ওপরে ডিগবাজি দেন জায়েদ। এ সময় তার পাশে ছিলেন উপস্থাপিকা নীল হুরের জাহান। সামনে ছিলেন নায়ক ইমন, প্রার্থনা ফারদিন দীঘি, ছোট পর্দার তারকা সাফা কবির, জিয়াউল হক পলাশ ও লামিমা লাম।

আরো পড়ুন
বাবা-মা চাচ্ছিলেন না আমি পৃথিবীতে আসি : অপু বিশ্বাস

বাবা-মা চাচ্ছিলেন না আমি পৃথিবীতে আসি : অপু বিশ্বাস

 

একটি অনুষ্ঠানে অংশ নিতেই বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই শোবিজের এই তারকারা। এর আগেও একাধিক অনুষ্ঠানে ও প্রচারণায় ডিগবাজি দিতে দেখা যায় জায়েদকে। গেল বছর দুবাইয়ের সমুদ্র সৈকতে ডিগবাজি দিতে গিয়ে কোমরে প্রচণ্ড আঘাত পেয়েছিলেন জায়েদ। এরপরও থেমে থাকেননি তিনি। সুস্থ হয়ে আবারও ফিরেছেন নিজের সিগনেচার স্টাইলে।

মন্তব্য

সম্পর্কিত খবর

বাস দুর্ঘটনার কবলে ঐশ্বরিয়ার গাড়ি, কেমন আছেন অভিনেত্রী?

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
বাস দুর্ঘটনার কবলে ঐশ্বরিয়ার গাড়ি, কেমন আছেন অভিনেত্রী?
সংগৃহীত ছবি

বলিউড ডিভা ঐশ্বরিয়া রাই বচ্চনের গাড়ি দুর্ঘটনার কবলে। বুধবার (২৬ মার্চ) মুম্বাইয়ের এক ব্যস্ত রাস্তায় একটি সরকারি বাসের পিছন থেকে ধাক্কা দেয় গাড়িটিকে। পরিচিত নম্বর প্লেট থেকেই বোঝা যায় ওটি প্রাক্তন বিশ্বসুন্দরীর গাড়ি। সম্প্রতি এই বিলাসবহুল গাড়িটি কিনেছিলেন অভিনেত্রী।

 

বুধবার দুপুরে মুম্বাইয়ের রাস্তায় ঘটে এ দুর্ঘটনা। বাসের ধাক্কায় সামান্য ক্ষতিগ্রস্ত ঐশ্বরিয়ার বিলাসবহুল গাড়ি। গত বছর দীপাবলির সময় এই গাড়িটি কেনেন অভিনেত্রী। নম্বর প্লেট ‘৫০৫০’ দেখে পাপাারৎজিরা চিনতে পারেন গাড়িটি।

 জানা গেছে, সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়ির পিছনের অংশ। তবে গাড়ির ভিতর ঐশ্বরিয়া বা বচ্চন পরিবারের অন্য কেউ ছিলেন কিনা তা এখনও স্পষ্ট নয়। এই দুর্ঘটনার ভিডিও জনপ্রিয় পাপারাৎজি বরিন্দর চাওলার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভাইরাল হয়েছে।

আরো পড়ুন
আমি ‘সুগার মাম্মি’ হওয়ার যোগ্য : পারশা মেহজাবীন

আমি ‘সুগার মাম্মি’ হওয়ার যোগ্য : পারশা মেহজাবীন

 

তবে এখনও এই ঘটনা নিয়ে মুখ খোলেননি ঐশ্বরিয়া কিংবা বচ্চন পরিবারের কেউ।

তবে অভিনেত্রীর ঘনিষ্ঠ মহল থেকে জানা যাচ্ছে, ওই গাড়িতে ছিলেন না ঐশ্বরিয়া। কোনও কিছুই হয়নি অভিনেত্রীর। সম্পূর্ণ সুস্থ রয়েছেন তিনি। কাজেই চিন্তার কিছু নেই। অভিনেত্রী ঠিক আছেন শোনার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অনুরাগীরা।

সূত্রের খবর অনুসারে, ঐশ্বরিয়ার গাড়িতে বাসের ধাক্কা লাগার পর বেশ কিছুক্ষণ ভিড় জমে থাকে দুর্ঘটনাস্থলে। তারপর ঐশ্বরিয়ার নিরাপত্তারক্ষীরা এসে পরিস্থিতি সামাল দেন এবং গাড়ি সরিয়ে নেওয়া হয়।

মন্তব্য

চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত লোকসংগীতশিল্পী সুষমা দাশ

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত লোকসংগীতশিল্পী সুষমা দাশ
সুষমা দাশ

সংগীতাঙ্গনে বরেণ্য একুশে পদকপ্রাপ্ত লোকসংগীতশিল্পী সুষমা দাশ মারা গেছেন। বুধবার (২৬ মার্চ) বিকেলে সিলেটের হাওলাদার পাড়ার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন এই কণ্ঠশিল্পী।

বুধবার (২৬ মার্চ) রাত সাড়ে ৭টায় মরদেহ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। প্রবীণ এই শিল্পীর মৃত্যুতে সিলেটের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবর পেয়ে বিকেল ও সন্ধ্যায় শিল্পীর বাসায় ভিড় করেন অনুরাগীরা।

 

সুষমা দাশের ছেলে প্রবীর দাশ বলেন, ‘মা বেশ কিছু দিন থেকে বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন। গত ১৩ মার্চ গুরুতর অসুস্থ হয়ে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চলে যান। এর পর থেকে নগরীর হাওলাদার পাড়ার নিজ বাসভবনে ছিলেন তিনি।’ সুনামগঞ্জের শাল্লা উপজেরার চাকুয়ায় গ্রামের বাড়িতে সুষমা দাশের শেষকৃত্য সম্পন্ন হবে বলেও জানান তিনি।

আরো পড়ুন
আমি ‘সুগার মাম্মি’ হওয়ার যোগ্য : পারশা মেহজাবীন

আমি ‘সুগার মাম্মি’ হওয়ার যোগ্য : পারশা মেহজাবীন

 

সুষমা দাশ খ্যাতনামা লোককবি রশিকলাল দাশ ও লোককবি দিব্যময়ী দাশের বড় সন্তান। তিনি ১৯২৯ সালে সুনামগঞ্জের দিরাই উপজেলার পেরুয়া গ্রামে জন্ম নেন। ছয় ভাই-বোনের মধ্যে সবার বড় সুষমা দাশ। তার ছোট ভাই একুশে পদকপ্রাপ্ত পণ্ডিত রামকানাই দাশ ছিলেন শাস্ত্রীয় সংগীতশিল্পী। বাউল সম্রাট শাহ আবদুল করিম, বাউল দুর্বিন শাহ, আলী হোসেন সরকার, কামাল পাশাসহ বাংলাদেশের প্রবীণ শিল্পীদের সঙ্গে গান করেছেন সুষমা দাশ।

 

লোকসংগীতের এই সাধক শিল্পী একুশে পদক ছাড়াও অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি রবীন্দ্রপদক-২০১৯, কলকাতা বাউল ফকির উৎসব সম্মাননা-১৪১৭, যাদবপুর বিশ্ববিদ্যালয় সম্মাননা, লালন শাহ ফাউন্ডেশন সম্মাননা, জেলা শিল্পকলা একাডেমি গুণীজন সম্মাননা ২০১৫, বাংলাদেশ বেতার গুণীজন সম্মাননা পেয়েছেন।

মন্তব্য

গাইতে গিয়ে অপমানিত, কেঁদে মঞ্চ ছাড়লেন নেহা!

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
গাইতে গিয়ে অপমানিত, কেঁদে মঞ্চ ছাড়লেন নেহা!
সংগৃহীত ছবি

নির্ধারিত সময়ের তিন ঘণ্টা পর অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের কনসার্টে মঞ্চে উঠেন নেহা কাক্কার। যদিও মঞ্চে উঠে সবার কাছে হাতজোড় করে ক্ষমা চেয়ে নেন। এর পরই শুরু করেন অঝোরে কান্না। চড়া মূল্যে টিকিট কেটে আসা দর্শকের ধৈর্যের বাঁধ ভেঙে যায় আর খেপে যান তারা।

মঞ্চে গাইতে উঠে প্রথমে ক্ষমা চেয়ে নিয়ে নেহা বলেন, ‘আপনারা সত্যিই ভালো। অনেকক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করছেন। আমার খুব খারাপ লাগছে, আমি জীবনে কখনো কাউকে এতটা অপেক্ষা করাইনি। আপনারা এতক্ষণ অপেক্ষা করছেন।

আমি খুবই দুঃখিত। এটা একটা সত্যিই বড় বিষয়। এই সন্ধ্যাটা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। আজ আপনারা সবাই আমার জন্য অনেক মূল্যবান সময় বের করেছেন।
শোয়ের শেষে যাতে সবাই আপনারা নাচেন তার দায়িত্ব নিচ্ছি আমি।’

নেহার এমন কথাগুলো যেন আগুনে ঘি ঢেলে দেয়! দর্শক আসন থেকে আসতে থাকে একের পর এক মন্তব্য। একজন বলেন, ‘যান হোটেলে ফিরে গিয়ে বিশ্রাম নিন। এটা ভারত নয়, অস্ট্রেলিয়া।’

এ কথা কানে যায় গায়িকার।

অপমানিত নেহা জোরে জোরে কাঁদতে শুরু করেন। তখন দর্শকদের কেউ কেউ চিৎকার করে বলেন, ‘খুব ভালো অভিনয় হচ্ছে। নাটক কম করুন, এটা ইন্ডিয়ান আইডল নয়।’ তারপর আর পাল্টা জবাব দিতে পারেননি তিনি। মাত্র ঘণ্টাখানেক গান গেয়েই মঞ্চ ছাড়েন নেহা।

প্রাসঙ্গিক
মন্তব্য

শ্রদ্ধা কাপুরের পোস্টে বিভ্রান্তি, অ্যাকাউন্ট হ্যাকড?

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
শ্রদ্ধা কাপুরের পোস্টে বিভ্রান্তি, অ্যাকাউন্ট হ্যাকড?
সংগৃহীত ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রদ্ধা কাপুরের একটি পোস্ট ঘিরে ভক্তদের মনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অভিনেত্রী তার এক্স অ্যাকাউন্টে এমন কিছু লিখেছেন, যা দেখে অনেকেই মনে করছেন তার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে।

শ্রদ্ধা তার পোস্টে লিখেছেন, Easy $28. GG! পোস্ট দেখে সবাই এর নিজের মতো করে এর মানে খুঁজতে শুরু করেন। নেটিজেনদের অনেকেই কমেন্ট সেকশনে প্রচুর প্রতিক্রিয়া দিতে শুরু করেন।

একজন লিখেছেন, ‘আবার হ্যাক হয়ে গেছে?’ অন্য একজন লিখেছেন, ‘অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে নাকি অন্য কোনো সমস্যা?’ 

আরেকজন লিখেছেন, ‘এটি কি কোনো বার্তা নাকি অ্যাকাউন্ট হ্যাক হয়েছে?’ কেউ কেউ মজা করে লিখেছেন,‘আমার মনে হয় উনি এক্স থেকে একটি পোস্টের জন্য কত টাকা পান তার কথাই বলেছেন।’

অভিনেত্রীর পোস্টে অনেক মন্তব্য করা হলেও এই পোস্ট নিয়ে এখনো কিছু বলেননি শ্রদ্ধা। 

উল্লেখ্য, শ্রদ্ধা কাপুরকে সর্বশেষ দেখা গেছে ‘স্ত্রী ২’ সিনেমাতে, যা ব্লকবাস্টার হিট। সাম্প্রতিক সময়ে রাহুল মোদির সঙ্গে ডেটিংয়ের খবর নিয়ে আলোচনায় ছিলেন অভিনেত্রী।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ