<p>নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে মোংলা (বাগেরহাট) থেকে ঢাকায় এসেছিলেন রাজ রিপা। এরপর জাজ মাল্টিমিডিয়ার ‘দহন’ ছবিতে ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেছিলেন। পরে ‘মুক্তি’ নামে আরেক ছবির লিড রোল করেন। সেই ছবি মুক্তির আগে রাজ রিপার ‘ময়না’ নামে আরেক ছবি মুক্তি পাচ্ছে। ১৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মঞ্জুরুল ইসলাম মেঘের ‘ময়না’। এতে নামভূমিকায় অভিনয় করেছেন রাজ রিপা। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নারী ভক্তের কাণ্ড! মৃত্যুর আগে সঞ্জয় দত্তের নামে রেখে যান ৭২ কোটির সম্পত্তি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/02/09/1739087805-11507be6cd82fc1cfe980115ffb0b626.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নারী ভক্তের কাণ্ড! মৃত্যুর আগে সঞ্জয় দত্তের নামে রেখে যান ৭২ কোটির সম্পত্তি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/02/09/1478729" target="_blank"> </a></div> </div> <p>নিজের আসন্ন সিনেমা ও অন্যান্য বিষয়ে সম্প্রতি কালের কণ্ঠের সঙ্গে কথা বলেছেন রিপা। যেখানে ব্যক্তিগত জীবন নিয়েও রাখঢাক রাখেননি অভিনেত্রী। জানিয়েছেন, তিন বছর ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন তিনি।</p> <p>ভালোবাসা দিবসের মতো একটি বিশেষ দিনে রাজ রিপার সিনেমা মুক্তি পাচ্ছে। নিজেও কি প্রেম করেন কি না, এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ। প্রেমের মধ্যে থাকতেই ভালো লাগে। তবে এখন যে প্রেমটি করছি, সেটা তিন বছর ধরে চলছে। আশা করছি, এই প্রেমিকের বুকেই বাকি জীবন পার করতে পারব।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘একাই ২০ কোটি!’, পাতাল লোকের পারিশ্রমিক প্রসঙ্গে যা বললেন জয়দীপ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/02/09/1739095155-4d19aa639216f229ef6156939c7be9a9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘একাই ২০ কোটি!’, পাতাল লোকের পারিশ্রমিক প্রসঙ্গে যা বললেন জয়দীপ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/02/09/1478769" target="_blank"> </a></div> </div> <p>ভালোবাসার মানুষ সম্পর্কে রিপা আরো বলেন, ‘সে যেমন আমাকে বোঝে, আমিও তার ভালো-মন্দ বুঝতে পারি। মাঝেমধ্যে ঝগড়াঝাঁটি হয়, সেটা এক-দুই ঘণ্টার মধ্যে আবার ঠিক হয়ে যায়। ইচ্ছা আছে, ১৪ ফেব্রুয়ারি ঢাকার হলগুলোতে আমার প্রেমিকের সঙ্গেই ছবিটি দেখব।’</p> <p>অভিনয়ে আসার আগে ব্যাডমিন্টনেয় পর্যায়ে খেলেছেন রিপা। হয়েছেন খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন। খেলাধুলা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমার বাবা চাইতেন খেলাটাই আমার ধ্যান-জ্ঞান হোক। অন্যদিকে ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল, নায়িকা হবো। একদিন বাবাকে বললাম, ঢাকায় যাব পড়তে। সেখানে মডেলিংটাও শুরু করব। বাবা বললেন, খুলনা ছেড়ে কোথায় যাওয়া যাবে না। অমনি আমিও জেদ ধরলাম, বাবার স্বপ্নের খেলাটাও ছেড়ে দেব। শেষ পর্যন্ত আমিই জয়ী হলাম, বাবা অনুমতি দিলেন। অবশ্য খেলাটা আজও খুব মিস করি।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পাকিস্তানি টিকটকারের রহস্যজনক মৃত্যু" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/02/09/1739083536-e1cac1089fe5fc010a2f203d8c346d87.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পাকিস্তানি টিকটকারের রহস্যজনক মৃত্যু</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/02/09/1478703" target="_blank"> </a></div> </div> <p>‘ময়না’র মুক্তির পর আরো একটি চলচ্চিত্র হাতে রয়েছে রাজ রিপার। মার্চে শুরু হবে শুটিং। একটি প্রসাধনী ব্র্যান্ডেও শেয়ার রয়েছে অভিনেত্রীর। ‘স্যাভি বিউটি’ নামের ব্রান্ডটির প্রমোশনেও কাজ করছেন তিনি।</p>