<p>দেশে-বিদেশে যে খাতে দক্ষ কর্মীর চাহিদা বেশি, সেগুলোর মধ্যে নার্সিং একটি। নার্সিংয়ে ডিপ্লোমা বা বিএসসি করলে সহজেই মিলবে চাকরি। এইচএসসি পাস হলেই ভর্তি হওয়া যায় ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে। ডিপ্লোমা শেষ করে বিএসসি করলে দুই বছরের কোর্স।<br /> কোর্সের শেষ ছয় মাস ইন্টার্নশিপ। বেশির ভাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নিজেদের নার্সিং প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিজ নিজ হাসপাতালে ইন্টার্ন ও চাকরির সুযোগ করে দেয়। প্রতিষ্ঠান, চাকরির স্তর ও অভিজ্ঞতাভেদে নার্সদের প্রারম্ভিক অবস্থায় বেতন হতে পারে ২০ থেকে ৫০ হাজার টাকা। এ ছাড়া দক্ষ নার্সরা সরকারি-বেসরকারি চাকরি সুবিধার পাশাপাশি বিদেশে এমএসসি, এমটিএইচ বা পিএইচডি করতে পারবেন।</p> <p><br />  <br /> <strong>ভর্তি পরীক্ষার নম্বর: </strong>ভর্তি পরীক্ষা হয় এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরে, সময় এক ঘণ্টা। পাস নম্বর ৪০। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি : বাংলা ২০, ইংরেজি ২০, গণিত ১০, সাধারণ বিজ্ঞান ২৫ এবং সাধারণ জ্ঞান ২৫ নম্বর। বিএসসি ইন নার্সিং : বাংলা ২০, ইংরেজি ২০, গণিত ১০, বিজ্ঞান ৩০ (জীববিজ্ঞান, পদার্থ ও রসায়ন) এবং সাধারণ জ্ঞান ২০ নম্বর। নার্সিং ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০। ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হলে পাওয়া যাবে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের ওয়েবসাইটে (https://bnmc.gov.bd)।</p> <p> </p> <p><strong>যেভাবে চাকরি: </strong>সরকারিভাবে নার্স নিয়োগ হয় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষার মাধ্যমে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সিনিয়র স্টাফ নার্স মারজানা মুসতাঈন জানান, সরকারি বা বেসরকারি পর্যায়ের ভালো নার্সিং কলেজ বা ইনস্টিটিউট থেকে পাস করলে কোথাও না কোথাও চাকরি মিলে যায়। ২০১৬ সাল থেকে সরকারি নার্স নিয়োগ হচ্ছে পিএসসির মাধ্যমে। বর্তমানে সরকারি পর্যায়ের সিনিয়র স্টাফ নার্সরা দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা। অভিজ্ঞ ও বিএসসি করা নার্সরা সহজেই পদোন্নতি পান। একজন সিনিয়র স্টাফ নার্স পরবর্তী সময়ে নার্সিং সুপারভাইজার, নার্সিং সুপারিনটেনডেন্ট, মেট্রন নার্স/নার্স ম্যানেজার পর্যন্ত হতে পারেন। এ ছাড়া বেসরকারি মেডিক্যাল, হাসপাতাল ও বিভিন্ন প্রতিষ্ঠানের মেডিক্যাল বিভাগ বা ইউনিটেও নার্স নিয়োগ দেওয়া হয়। প্রতিবছর মধ্যপ্রাচ্য ও উন্নত দেশগুলোতে সরকারিভাবে উচ্চ বেতনে নার্স নিয়োগ দেওয়া হচ্ছে।</p>