ঢাকা, রবিবার ০৬ এপ্রিল ২০২৫
২৩ চৈত্র ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৬

ঢাকা, রবিবার ০৬ এপ্রিল ২০২৫
২৩ চৈত্র ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৬

আজিজ মোহাম্মদ ভাইয়ের ক্যাসিনোর তদন্ত নেই!

এস এম আজাদ
এস এম আজাদ
শেয়ার
আজিজ মোহাম্মদ ভাইয়ের ক্যাসিনোর তদন্ত নেই!

বিতর্কিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের গুলশানের বাড়িতে অবৈধ মদের বারের পাশাপাশি ক্যাসিনো কারবার চালানোর আলামত পাওয়া গেলেও সে ব্যাপারে কোনো তদন্তই হচ্ছে না। ক্যাসিনো কার্ড ও এএমবি লেখা এক হাজার ৬০০ কয়েন উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) কর্মকর্তারা বলেছিলেন, সাধারণ ডায়রি (জিডি) করে তারা পুলিশকে তদন্তে আহবান জানাবেন। 

ঘটনার এক সপ্তাহ পরে খোঁজ নিয়ে দেখা গেছে, আলাদা কোনো জিডি বা মামলা হয়নি। মাদক মামলায়ই ক্যাসিনো সামগ্রী জব্দ দেখানো হয়েছে।

এখন ডিএনসি ও পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন কিভাবে ক্যাসিনো চলতো সে বিষয়ে কোনো তদন্ত হচ্ছে না। অথচ চলমান অভিযানে ক্যাসিনো সামগ্রী পাওয়ার প্রতিটি ঘটনারই তদন্ত হচ্ছে। মতিঝিলের কয়েকটি ক্লাবে ক্যাসিনো সামগ্রী উদ্ধারে ঘটনায় জিডি হলেও অন্য মামলায় সংযুক্ত করে তদন্ত চলছে। ১১টি ক্লাব ও বারের ক্যাসিনো কারবারের পেছনে কারা আছেন, তা তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।
তবে আন্ডারওয়ার্ল্ডের গডফাদারখ্যাত আজিজ মোহাম্মদ ভাইয়ের বাড়ির ক্যাসিনো আছে তদন্তের বাইরে।  

এদিকে আজিজ মোহাম্মদের দুই ভাতিজা ওমর মোহাম্মদ ভাই ও আহাদ মোহাম্মদ ভাই গুলশানের ওই বাড়িতে অবৈধ মদের বারের সঙ্গে ক্যাসিনো কারবার চালাতেন বলে তথ্য পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে এমন তথ্য পেলেও দুজনকে গ্রেপ্তারে কোনো উদ্যোগ নেই ডিএনসির। গ্রেপ্তারের সাত দিন পর গতকাল রবিবার নবীন মন্ডল ও পারভেজকে এক দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন ঢাকার মহানগর হাকিম আদালত।

 

জানতে চাইলে ডিএনসির উপপরিচলক (ঢাকা মেট্টো) মুকুল জ্যোতি চাকমা বলেন, ক্যাসিনোর সামগ্রীগুলোর তদন্ত আমাদের আইনের আওতায় পড়ে না। পুলিশ বা র‍্যাব চাইলে নিজ উদ্যোগে তদন্ত করতে পারে। আমরা একটি ফরোয়াডিং দিয়ে এগুলো জমা দিয়েছি। পুলিশ জিডি আকারে নিতে পারে। আবার না নিলেও আমাদের মামলার আলামত হিসেবে এগুলো থাকবে।

গুলশান থানার ওসি এম এম কামরুজ্জামান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দুটি মামলা করেছে, যেগুলো তারাই তদন্ত করছে। এ ছাড়া ক্যাসিনোর ব্যাপারে কোন জিডি বা মামলা হয়নি। এগুলো তাদের মামলার আলামত। আদালতের নির্দেশনায় তারাই হয়ত ধংস করবে!

কারা জড়িত তেমন কোন তদন্ত, এমন প্রশ্ন করা হলে ওসি বলেন, এটা তো আমরা বলতে পারবো না।

ডিএনসির সহকারী পরিচালক (ঢাকা উত্তর) খোরশিদ আলম বলেন, গত সপ্তাহে নবীন ও পারভেজের পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। বিজ্ঞ আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদের পরে এর সঙ্গে কারা জড়িত তা বের করে পরবর্তী তদন্ত চালানো হবে।’

গত ২৭ অক্টোবর গুলশানের ৫৭ নাম্বার সড়কের ১১/এ হোল্ডিংয়ের দুটি ছয় তলা ভবনে অভিযান চালিয়ে ৩৯০ বোতল মদ, চার কেজি সিস, দুই গ্রাম গাঁজা, একটি ক্যাসিনো কার্ড, এক হাজার ৬০০ ক্যাসিনো কয়েন জব্দ করা হয়। এ ঘটনায় আজিজের ভাতিজা ওমর মোহাম্মদ, গ্রেপ্তারকৃত কর্মচারী নবীন ও পারভেজকে আসামি করে দুটি মামলা করা হয়। অভিযানের সময় ফায়ার এক্সিট দিয়ে পালিয়ে যান ওমর মোহাম্মদ ভাই। 

একটি এজাহারে অভিযোগ করা হয়েছে, গুলশানের ৫৭ নাম্বার সড়কের ১১/এ হোল্ডিংয়ের ছয় তলা বাড়ির তৃতীয় তলায় ওমর মোহাম্মদ তার ডুপ্লেক্স ফ্ল্যাটে ও ছাদে মাদকদ্রব্য মজুদের জন্য বিশেষ কারুকার্য করে ঘর তৈরি করেন। সেখানে মদ ও সিসা বিক্রির এবং সেবনের আড্ডা হতো। অপর মামলার এজাহারে বলা হয়েছে, ছয় তলা বাড়ির চতুর্থ তলার উত্তর-পশ্চিম পাশের ফ্ল্যাটে বিপুল পরিমাণে মদ রেখে বিক্রি করছিলেন নবীন মন্ডল ও পারভেজ। সেখান থেকে ২৪ ধরনের আলামত সংগ্রহ করা হয়। এর মধ্যে চতুর্থ তলার উত্তর-পশ্চিম পাশের ফ্ল্যাট থেকে ৩৭২ বোতল বিদেশি মদ, একটি ক্যাসিনো কার্ড এবং এএমবি নামাঙ্কিত এক হাজার ৬০০ ক্যাসিনো কয়েন জব্দ করা হয়।  

ডিএনসিসহ একাধিক সূত্র জানায়, এএমবি হচ্ছে আজিজ মোহাম্মদ ভাই ও তার ভাতিজা আহাদ মোহাম্মদ ভাইয়ের নামের সংক্ষিপ্ত রূপ। আজিজের ভাই রাজা মোহাম্মদের ছেলে আহাদ বাড়িতে ক্যাসিনোর আসর বসাতেন বলে প্রাথমিক তথ্য মিলেছে। সেখানে টাকার পরিবর্তে ডলারে জুয়া খেলার আলামত মিলেছে। আর কর্মচারীদের দিয়ে মদ বিক্রি করতেন আহাদের ভাই ওমর মোহাম্মদ। তাদের বাড়িতে যেতেন আজিজ মোহাম্মদের ঘনিষ্ঠ বিত্তবান অনেক ব্যক্তি। বিদেশিরাও যেতেন সে বাড়িতে। 
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা, সালমান শাহের মৃত্যু ও মাদক কারবার অভিযোগে সমালোচিত হয়েছেন অলিম্পিক ইন্ডাস্ট্রিজের মালিক ও অর্ধশত চলচ্চিত্রের প্রযোজক আজিজ। শেয়ার বাজার থেকে টাকা হাতিয়ে নেওয়ার মামলায় পলাতক আজিজ অনেক বছর  থাইল্যান্ডে আছেন। সেখানে তার হোটেল ও ক্যাসিনো ব্যবসা আছে। সেখানে বসেই দেশের সম্পর্ক রক্ষা করছেন আজিজ। বাড়িতে অভিযানের দুই দিন আগেই দেশ ছাড়েন তার ভাতিজা আহাদ। আর এখনো গা ঢাকা দিয়ে আছেন ওমর। 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর থেকে ঢাকার ১১টি ক্লাবসহ ৪৯ অভিযানে ২৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে আট কোটি ৪৫ লাখ টাকা, ১৬৬ কোটি টাকার এফডিআর, ১৩২টি চেক বই, ১১ কোটি ৭৭ লাখ টাকার চেক, আট কেজি সোনা, ২০টি অবৈধ আগ্নেয়াস্ত্র বিপুল পরিমাণ মদ বিয়ার ও ইয়াবা জব্দ করা হয়। ১১টি মামলার তদন্ত করছে র্যাব, যার মধ্যে দুটি মামলার চার্জশীটও দিয়েছে। বাকি মামলাগুলো সংশি¬ষ্ট থানা, সিআইডি এবং গোয়েন্দা পুলিশ তদন্ত করছে।

মন্তব্য

মিসরে বাংলাদেশ দূতাবাসের ই-পাসপোর্ট সেবা চালু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
মিসরে বাংলাদেশ দূতাবাসের ই-পাসপোর্ট সেবা চালু

মিসরে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম চালু করা হয়েছে। স্থানীয় সময় শনিবার (৫ এপ্রিল) দূতাবাসে ই-পাসপোর্ট সেবার উদ্বোধন করা হয়। মিসরের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিসরে বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই-পাসপোর্ট প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মাদ নুরুস ছালাম। 

উদ্বোধনী অনুষ্ঠানে ই-পাসপোর্টের কয়েকটি আবেদন গ্রহণ করা হয় এবং অনুষ্ঠানের অথিতিরা আবেদনকারীদের হাতে ডেলিভারি স্লিপ তুলে দেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিসরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত বাংলাদেশি শিক্ষকরা, আন্তর্জাতিক সংস্থায় কর্মরত বাংলাদেশি কর্মকর্তা, মিসরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি।


 

মন্তব্য

শহীদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
শহীদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান

দুই দফা দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। আজ রবিবার সকাল ৯টা থেকে ‘বিডিআর কল্যাণ পরিষদ’ ব্যানারে এ কর্মসূচি শুরু করেন তারা। সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে তাদের এ কর্মসূচি। 

পরিষদ বলছে, তারা ২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ডে সাবেক বিডিআরের (বর্তমান বর্ডার গার্ড বাংলাদেশ–বিজিবি) ক্ষতিগ্রস্ত সদস্যদের প্রতিনিধিত্ব করে।

 

পরিষদের দুই দফা দাবি হলো, চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সব সুযোগ–সুবিধাসহ চাকরিতে পুনর্বহাল করা এবং জামিন পাওয়ার পরও মুক্তি না পাওয়া বিডিআর সদস্যদের মুক্তি দেওয়া।

এর আগে গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে আজ কর্মসূচি পালনের ঘোষণা দেয় পরিষদ।
 

মন্তব্য

লাইসেন্স পেতে পারে ই-রিকশা, আইন সংশোধনের সুপারিশ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
লাইসেন্স পেতে পারে ই-রিকশা, আইন সংশোধনের সুপারিশ
ছবি: কালের কণ্ঠ

ব্যাটারিচালিত তিন চাকার (ই-রিকশা) রিকশার লাইসেন্স বা চলাচলের অনুমতি দিতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে বিদ্যমান স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ সংশোধনীর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত আইনে তিন চাকার রিকশাকে ‘সাধারণ যানবাহন’ হিসেবে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

গত মার্চে অনুষ্ঠিত এ-সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে ঢাকা মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচলসংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত হয়। তবে লাইসেন্স দেওয়ার কথা বললেও নির্দিষ্ট দূরত্বে কত টাকা ভাড়া হবে তা বলা হয়নি। জাতীয় সংসদ বহাল না থাকায় অধ্যাদেশ জারির মাধ্যমে এই সংশোধনী করা হতে পারে।

আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বলা হয়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দায়ের করা সিভিল মিস, পিটিশন (নম্বর ৮৭১/২০২৪) নির্দেশনা অনুযায়ী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে সিটি করপোরেশন অধিক্ষেত্রে তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ন্ত্রণের লক্ষ্যে এসব যানবাহনকে লাইসেন্স (চলাচলের অনুমতি) দেবে সংশ্লিষ্ট সিটি করপোরেশন।

 

সভায় বিদ্যমান আইনের তৃতীয় তফসিলের অনুচ্ছেদ ১৯.২-এ প্রস্তাবিত ‘তবে শর্ত থাকে যে, তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা ও অনুরূপ যানবাহন মোটরগাড়ি হিসেবে অন্তর্ভুক্ত হবে না’ বিধানের পরিবর্তে ‘তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) ও অনুরূপ যানবাহন সাধারণ যানবাহন হিসাবে গণ্য হবে’ বিধান প্রতিস্থাপন করার সুপারিশ করে অধ্যাদেশে সাধারণ যানবাহনের সংজ্ঞা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

বিদ্যমান আইনের তৃতীয় তফসিলের ১৯.২-এ বলা হয়েছে, কোনো ব্যক্তি করপোরেশনের দেওয়া লাইসেন্স ছাড়া নগরীতে (মোটরগাড়ি ছাড়া) অন্য কোনো সাধারণ যানবাহন রাখতে, ভাড়া দিতে বা চালাতে পারবেন না।

তবে বিদ্যমান আইনের তৃতীয় তফসিলের ১৯.৩ অনুযায়ী সিটি করপোরেশন, সরকারের পূর্ব অনুমোদন নিয়ে এবং প্রবিধানের আওতায় নির্ধারিত পদ্ধতিতে সাধারণ যানবাহনের ভাড়া নির্ধারণ করতে পারবে এবং কোনো ব্যক্তি এরূপ নির্ধারিত ভাড়ার অধিক ভাড়া দাবি করতে পারবে না বলে বিধান রয়েছে। কিন্তু প্রস্তাবিত আইনে এ-সংক্রান্ত বিষয়ে এখনো কোনো কিছু নির্ধারণ বা প্রস্তাব করা হয়নি।

প্রাসঙ্গিক
মন্তব্য

কর্মকর্তাদের বাহবা দিয়ে যা বললেন প্রধান নির্বাচন কমিশনার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
কর্মকর্তাদের বাহবা দিয়ে যা বললেন প্রধান নির্বাচন কমিশনার
সংগৃহীত ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, ‘আপনারা খুবই দ্রুত সময়ের মধ্যে ভোটার নিবন্ধনের অসাধ্য কাজ সাধন করেছেন। আপনারা খুবই ভালো কাজ করছেন।’ চলমান বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সুন্দর ও দ্রুততম সময়ের মধ্যে শেষ করায় কর্মকর্তাদের বাহবা দেন তিনি।

আরো পড়ুন
বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১ জনের মৃত্যু

বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১ জনের মৃত্যু

 

সিইসি রবিবার (০৬ এপ্রিল) ঈদ-পরবর্তী ইসির সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন।

এ সময় অন্য চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিবসহ সব ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিইসি বলেন, ‘ভোটার নিবন্ধনের অসাধ্য কাজ সাধন করেছেন আপনারা খুবই দ্রুত সময়ের মধ্যে। আপনারা খুবই ভালো কাজ করছেন এবং প্রতিটি পদক্ষেপ সরকারকে সময়ে সময়ে জানানো হচ্ছে। এনআইডি ও সীমানা পুনর্নির্ধারণসহ নির্বাচনের সব কাজ ভালোভাবে এগোচ্ছে।

আরো পড়ুন
নিষিদ্ধ ছাত্রলীগের নেতা শোভন ও জয় গ্রেপ্তার

নিষিদ্ধ ছাত্রলীগের নেতা শোভন ও জয় গ্রেপ্তার

 

সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটারসংখ্যা দাঁড়াল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জনে। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ এখনো চলমান। আগামী জুনে আরো প্রায় ৬০ লাখের বেশি নাগরিককে ভোটার তালিকায় যুক্ত করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ইসি।

মন্তব্য

সর্বশেষ সংবাদ