দেশে উন্নয়ন ও মানবিক খাতে আসা সকল বৈদেশিক সহায়তার কার্যকর ব্যবহার নিশ্চিত করার স্বার্থে সহায়তার অর্থে সকল ধরনের বিলাসি ব্যয় পরিহারের আহ্বান জানিয়েছে দেশব্যাপী প্রায় ৭০০ এনজিও এবং সুশীল সমাজ সংগঠনের ফোরাম বিডিসিএসও প্রসেস।
সোমবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে গত অক্টোবরে অনুষ্ঠিত বিডিসিএসও বার্ষিক সম্মেলনে গৃহীত ঘোষণাপত্র প্রকাশকালে এ আহ্বান জানানো হয়।
বিডিসিএসও প্রসেসের জাতীয় সমন্বয়কারী ও কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরীর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন মোস্তফা কামাল আকন্দ, পাবনা থেকে পারভিন আক্তার, ময়মনসিংহ থেকে খন্দকার ফারুক আহমদ, রংপুর থেকে বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, চট্টগ্রাম থেকে মো. আরিফুর রহমান, বরিশাল থেকে শুভংকর চক্রবর্তী, রহিমা সুলতানা কাজল ও আনোয়ার জাহিদ, খুলনা থেকে আসাদুজ্জামান শেখ, কুড়িগ্রাম থেকে সায়েদা ইয়াসমিন, ঢাকা থেকে মাসুদা ফারুক রত্না, সিলেট থেকে তোফাজ্জল সোহেল, রাঙ্গামাটি থেকে ললিত চাকমা এবং লক্ষ্মীপুর থেকে সাবরিনা আক্তার।
সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থাগুলোকে অবশ্যই বাংলা ভাষা ব্যবহার করতে হবে।