বিশ্বজুড়ে মানবিক সহায়তার বেশির ভাগ দেওয়ার ভার যুক্তরাষ্ট্র আর বহন করবে না বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ভূমিকম্পবিধ্বস্ত মায়ানমারে যুক্তরাষ্ট্র পর্যাপ্ত ত্রাণ পাঠায়নি বলে সমালোচনার মধ্যে গত শুক্রবার রুবিও এসব কথা বলেন।
রুবিও বলেন, ‘আমরা বিশ্বের সরকার নই যে মানবিক সহায়তা দেব; অন্যরা যেমন দেয় তেমনই দেব, যথাসাধ্য দেব। আমাদের অন্য প্রয়োজনও রয়েছে, সেগুলোর সঙ্গে ভারসাম্য রাখতে হবে।
যুক্তরাষ্ট্র আর আগের মতো বিশ্বজুড়ে মানবিক সহায়তার প্রায় ৬০ থেকে ৭০ শতাংশের ভার একা বহন করতে পারবে না। এ কাজে চীন, ভারতের মতো বিশ্বের অন্য ধনী দেশগুলোকেও এগিয়ে আসতে হবে।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের শুরুতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই ৯০ দিনের জন্য সব রকম বিদেশি সাহায্য স্থগিত ঘোষণা করেন। ফলে বিশ্বব্যাপী জরুরি খাদ্য ও চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াসহ বিদেশে যুক্তরাষ্ট্রের সাহায্য পৌঁছানোর দায়িত্বে থাকা প্রধান সংস্থা ইউএসএআইডির বহু কার্যক্রম বন্ধ হয়ে যায়।
ধনকুবের ইলন মাস্কের নেতৃত্বে ফেডারেল সরকার ছোট করার যে চেষ্টা চলছে, তাতে ইউএসএআইডি কার্যত ভেঙে পড়েছে। সূত্র : এএফপি