ঢাকা, বুধবার ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২, ১৬ শাওয়াল ১৪৪৬

ঢাকা, বুধবার ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২, ১৬ শাওয়াল ১৪৪৬

হোসনি দালানে জঙ্গি হামলা, আরমানকে জামিন দেননি হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
হোসনি দালানে জঙ্গি হামলা, আরমানকে জামিন দেননি হাইকোর্ট

রাজধানীর হোসনি দালানের ফটকে পাঁচ বছর আগে জঙ্গি হামলা মামলার আসামি আরমান ওরফে মনিরকে জামিন দেননি হাইকোর্ট। তার আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন আদালত।

বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।

আশুরা উপলক্ষে পুরান ঢাকার হোসনি দালানে ২০১৫ সালের ২৪ অক্টোবর তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় গ্রেনেড হামলা হয়। এ ঘটনায় একজন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হয়। পরদিন চকবাজার থানায় মামলা হয়। তদন্ত শেষে ১০ জঙ্গির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে ২০১৬ সালের ২১ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

এরপর মামলাটিতে সকল আসামির বিরুদ্ধে ২০১৭ সালের ৩১ মে অভিযোগ গঠন করে ঢাকা মহানগর দায়রা জজ আদালত। পরবর্তীতে মামলাটি গতবছর ১৪ মে ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে পাঠানো হয়। সেখানেই মামলাটি বিচারাধীন।

মামলার আসামিরা হলো- মাসুদ রানা সুমন, কবীর হোসেন ওরফে রাশেদ ওরফে আসিফ, আবু সাঈদ ওরফে সালমান, আরমান ওরফে মনির, রুবেল ইসলাম ওরফে সুমন ওরফে সজীব, চান মিয়া, ওমর ফারুক, হাফেজ আহসানউল্লাহ মাহমুদ, শাহজালাল ও একজন কিশোর আসামি।

মন্তব্য

সম্পর্কিত খবর

প্রথম আলো ইসলাম বিদ্বেষী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
প্রথম আলো ইসলাম বিদ্বেষী
ছবি: কালের কণ্ঠ

পবিত্র ঈদুল ফিতরের আগের দিন, গত ৩০ মার্চ প্রথম আলোর প্রথম পাতায় প্রকাশিত ঈদ শুভেচ্ছা কার্টুনে ‘ঈদ মোবারক’ লেখার পাশে কুকুরের ছবি ব্যবহার করা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও সমালোচনা।

কুকুরের ছবি দেওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের আলেমসমাজসহ সাধারণ মানুষের অনেকেই বিষয়টি ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসেবে দেখছেন এবং তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের দাবি, প্রথম আলোর সম্পাদককে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে ও প্রথম আলো নিষিদ্ধ করতে হবে।

বিস্তারিত ভিডিও প্রতিবেদনে... 

 

মন্তব্য

দেশে ফিরলেন মিয়ানমারে আটকে পড়া ২০ বাংলাদেশি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
দেশে ফিরলেন মিয়ানমারে আটকে পড়া ২০ বাংলাদেশি
সংগৃহীত ছবি

মালয়েশিয়া যাওয়ার সময় মিয়ানমারে আটকে পড়া ২০ বাংলাদেশি দেশে ফিরেছেন। গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা সমুদ্র অভিযান’ যোগে চট্টগ্রামে পৌঁছান তারা। এরপর তাদের প্রত্যেককে জেলা সার্কিট হাউসে এক অনুষ্ঠানের মাধ্যমে নিজ নিজ স্বজনদের কাছে হস্তান্তর করে চট্টগ্রাম জেলা প্রশাসন। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান বলেন, আপনারা বিদেশ যাওয়ার ক্ষেত্রে বৈধ প্রক্রিয়া অনুসরণ করবেন ও এজেন্সি যাচাইবাছাই করে নেবেন।

যারা প্রতারণার শিকার হয়েছেন তারা মামলা করেন। জেলা প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে। প্রতারণার সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনা হবে।

তিনি আরো বলেন, এই ২০ জন নাগরিক ছাড়াও মিয়ানমারে যারা আটক আছেন, তাদেরও ফেরানোর প্রক্রিয়ার কাজ শুরু করব।

এটি জটিল প্রক্রিয়া হলেও চেষ্টা চালিয়ে যাব আমরা।

মন্তব্য

দেশজুড়ে বৃষ্টি, কোথাও শিলাবৃষ্টির আভাস

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
দেশজুড়ে বৃষ্টি, কোথাও শিলাবৃষ্টির আভাস

সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় বজ্রবৃষ্টি ঝরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, আগামী কয়েকদিন এ অবস্থা থাকবে। বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, আজ ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। পাশাপাশি সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এ ছাড়া আগামীকাল বৃহস্পতিবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এ দিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতে প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরো পড়ুন
পহেলা বৈশাখের মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন

পহেলা বৈশাখের মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন

 

পরদিন শুক্রবার খুলনা, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপামাত্রা সামান্য কমতে পারে এবং রাতে প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অফিস আরো জানায়, আগামী শনিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। পাশাপাশি সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 

এ ছাড়া আগামী রবিবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এ সময় সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 

আরো পড়ুন
পরিবারের কাছে ব্যাংকক ভ্রমণের তথ্য লুকাতে পাসপোর্টের পৃষ্ঠা ছিঁড়ে গ্রেপ্তার

পরিবারের কাছে ব্যাংকক ভ্রমণের তথ্য লুকাতে পাসপোর্টের পৃষ্ঠা ছিঁড়ে গ্রেপ্তার

 

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে এবং তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। 

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এদিকে গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ফেনীতে ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। 

মন্তব্য

ঈদ কার্টুনে কুকুরের ছবি, প্রথম আলোকে ঘিরে তীব্র সমালোচনা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ঈদ কার্টুনে কুকুরের ছবি, প্রথম আলোকে ঘিরে তীব্র সমালোচনা
সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল ফিতরের আগের দিন, গত ৩০ মার্চ প্রথম আলোর প্রথম পাতায় প্রকাশিত ঈদ শুভেচ্ছা কার্টুনে ‘ঈদ মোবারক’ লেখার পাশে কুকুরের ছবি ব্যবহার করা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও সমালোচনা।

এই ঘটনাকে ঘিরে সোমবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি পোস্টে লিখেছেন, ‘প্রথম আলোর ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি—এ কেমন অদ্ভুত আচরণ? এমন পবিত্র একটি ধর্মীয় উপলক্ষ্যে এমন ছবি ব্যবহার করা অত্যন্ত দুঃখজনক ও অশোভন।’

তিনি আরও বলেন, এর আগেও প্রথম আলো মহানবী (সা.)-কে অবমাননার অভিযোগে বিতর্কে জড়িয়েছিল, তখন পত্রিকার সম্পাদক প্রকাশ্যে ক্ষমা চান।

ঈদের মতো একটি পবিত্র উপলক্ষ্যেও তারা কটাক্ষ করতে পিছপা হয়নি। এটি অনতিবিলম্বে প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

কুকুরের ছবি দেওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের আলেমসমাজসহ সাধারণ মানুষের অনেকেই বিষয়টি ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসেবে দেখছেন এবং তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের দাবি, প্রথম আলোর সম্পাদককে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে ও প্রথম আলো নিষিদ্ধ করতে হবে।

(বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে)

মন্তব্য

সর্বশেষ সংবাদ