ঢাকা, শনিবার ১২ এপ্রিল ২০২৫
২৯ চৈত্র ১৪৩১, ১২ শাওয়াল ১৪৪৬

ঢাকা, শনিবার ১২ এপ্রিল ২০২৫
২৯ চৈত্র ১৪৩১, ১২ শাওয়াল ১৪৪৬

কৃষকের ধান কাটতে মাঠে কৃষক লীগ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
কৃষকের ধান কাটতে মাঠে কৃষক লীগ
ফাইল ছবি

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে সারা দেশে কৃষকের ধান কাটার কার্যক্রম শুরু করেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক লীগ।

কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নের গেরাজুরের হাওড়ে কৃষক মোহাম্মদ জালাল মিয়ার ক্ষেতের ধান কেটে দেওয়ার মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

আজ বুধবার কৃষক লীগের সভাপতি সমীর চন্দ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতির নেতৃত্বে কৃষক লীগের কেন্দ্রীয়, জেলা, উপজেলার নেতাকর্মীরা স্বাস্থ্যবিধি মেনে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় কৃষক লীগের সভাপতি সমীর চন্দ বলেন, সংগ্রাম ও অর্জনে দুর্যোগ-দুর্বিপাকে এ দেশের কৃষক-কৃষাণীকে সঙ্গে নিয়ে কৃষক লীগের গৌরবময় পথচলার ৪৯ বছর।

এই ৪৯ বছর ধরে কৃষক লীগ এ দেশের কৃষি ও কৃষকের পাশে ছিল। এই কৃষক যখন পাকা ধান নিয়ে বিপদে পড়েছিল, কৃষক লীগের নেতাকর্মীরা তখন কৃষকের ধান কেটে ঝাড়াই-মাড়াই করে গোলায় তুলে দেয়। গতবারের মতো এবারও কৃষক লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্বাস্থ্যবিধি মেনে সারা দেশে কৃষকের ধান কেটে ঝাড়াই-মাড়াই করে গোলায় তুলে দেবে।

কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সারা দেশের কৃষক লীগের নেতাকর্মীদের স্বাস্থ্যবিধি মেনে অসহায় কৃষকদের ধান কেটে গোলায় তুলে দেওয়ার জন্য অনুরোধ করেন।

ধান কাটার কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন- কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, কেন্দ্রীয় কমিটির সদস্য ও কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের সভাপতি আহমদ উল্লাহ প্রমুখ।

মন্তব্য

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশগ্রহণ করবে গণঅধিকার পরিষদ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশগ্রহণ করবে গণঅধিকার পরিষদ

ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে দলগতভাবে অংশগ্রহণ করবে গণঅধিকার পরিষদ। দলটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য দল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের শনিবার (১২ এপ্রিল) দুপুর ১টার মধ্যে রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত হওয়ার জন্য দলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান আবু হানিফ।

মন্তব্য

স্বাধীন ফিলিস্তিনের প্রতি অটল সমর্থন অব্যাহত রাখবে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
স্বাধীন ফিলিস্তিনের প্রতি অটল সমর্থন অব্যাহত রাখবে বাংলাদেশ
সংগৃহীত ছবি

জাতিসংঘের একাধিক প্রস্তাবের সঙ্গে সঙ্গতি রেখে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ন্যায্য লক্ষ্যে বাংলাদেশ তার অটল সমর্থন অব্যাহত রাখবে।

শুক্রবার (১১ এপ্রিল) তুরস্কে ‘আনাতোলিয়া কূটনীতি ফোরাম (এডিএফ)-২০২৫’ এর ফাঁকে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসিকিউটর করিম এএ খানের সঙ্গে এক বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম এই আশ্বাস দিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে দুই উপদেষ্টা সাম্প্রতিক আগ্রাসনে ফিলিস্তিনের জনগণের দুর্দশায় গভীর সহানুভূতি প্রকাশ করেন।

তারা রোহিঙ্গা সংকট ও গাজা পরিস্থিতি নিয়ে আইসিসির অবস্থানের জন্য সংস্থাটির প্রশংসা করেন।

দুই উপদেষ্টা রোহিঙ্গা সম্প্রদায়ের বিরুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ন্যায়বিচার ও সংকটের চূড়ান্ত সমাধানের জন্য জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দেন।

বৈঠকে বাংলাদেশ ও আইসিসির মধ্যে সব ধরনের সম্পৃক্ততার দিক নিয়ে আলোচনা করা হয়।

আন্তর্জাতিক বিচার ব্যবস্থায় বাংলাদেশের অটল অবস্থানের প্রশংসা করেন আইসিসির প্রসিকিউটর করিম এএ খান।

পররাষ্ট্র উপদেষ্টা রোম সংবিধি ও আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থনের কথা ব্যক্ত করেন।

বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও আইনজ্ঞদের প্রশিক্ষণ এবং দক্ষতা বৃদ্ধিতে আন্তর্জাতিক অপরাধ আদালতের সঙ্গে দৃশ্যমান সহযোগিতা অন্বেষণে বাংলাদেশের আগ্রহের কথা জানান তৌহিদ হোসেন।

উভয়পক্ষই আগামী দিনে বিদ্যমান সম্পৃক্ততার মাত্রা আরো বাড়ানোর ব্যাপারে সম্মত হয়েছে।

তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং উভয়পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

‘বিভক্ত বিশ্বে কূটনীতি পুনরুদ্ধার’ প্রতিপাদ্য নিয়ে আজ শুক্রবার তুরস্কের আনাতোলিয়ায় তিন দিনব্যাপী ‘আনাতোলিয়া কূটনীতি ফোরাম (এডিএফ)-২০২৫’ শুরু হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের পৃষ্ঠপোষকতায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই ফোরামের আয়োজন করেছে।

বিশ্বনেতা, নীতিনির্ধারক, শিক্ষাবিদ, ব্যবসায়িক বিশেষজ্ঞদের পাশাপাশি গণমাধ্যম ও সুশীল সমাজের প্রতিনিধিদের একত্রিত করেছে এডিএফ। এই ফোরামের মাধ্যমে কীভাবে কূটনীতির পরিস্থিতির মোড় ঘুরিয়ে দেওয়া যায় এবং একটি বিভক্ত বিশ্বে সম্মিলিত পদক্ষেপের একটি সাধারণ ভিত্তি খুঁজে পাওয়া যায়, তা অনুসন্ধান করা হবে।

২০ জনেরও বেশি রাষ্ট্র ও সরকারপ্রধান, ৫০ জনেরও বেশি পররাষ্ট্রমন্ত্রী, ৭০ জনেরও বেশি মন্ত্রী এবং আন্তর্জাতিক সংস্থার প্রায় ৬০ জন সিনিয়র প্রতিনিধির পাশাপাশি শিক্ষার্থীসহ ৪ হাজার জনেরও বেশি অতিথি ফোরামে অংশ নিয়েছেন।

মন্তব্য
সাবেক সিআইডিপ্রধান

সহকর্মীদের যৌন হয়রানির প্রমাণের পরও ছিলেন বহাল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
সহকর্মীদের যৌন হয়রানির প্রমাণের পরও ছিলেন বহাল
মোহাম্মাদ আলী মিয়া। ফাইল ছবি

স্বৈরাচার শেখ হাসিনার ঘনিষ্ঠ দোসর ও গোপালগঞ্জের পুলিশ লীগের ক্ষমতাধর সদস্য পুলিশের অপরাধ বিভাগকে (সিআইডি) ব্যবহার করেন বাধ্যতামূলক অবসরে যাওয়া সিআইডির সাবেক প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মাদ আলী মিয়া। 

চাকরি জীবনে ওয়ানম্যান আর্মি হিসেবে পরিচিত ছিলেন। নানা অপকর্মে জড়িত দুর্নীতিবাজ এই কর্মকর্তার নারী পুলিশ সদস্যদের যৌন হয়রানির অভিযোগও রয়েছে। যৌন হয়রানির প্রমাণ হলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি তৎকালীন পুলিশের শীর্ষ কর্তারা।

বারবার অপরাধ করেও পার পেয়ে গেছেন তিনি।

ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে নাজেহাল করতে, শেখ হাসিনাকে খুশি করতে সিআইডির প্রভাব খাটিয়ে ২০২৩ সালের শুরুর দিকে মানিলন্ডারিংয়ের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন তিনি। 

মামলা বাণিজ্য করে হাজার কোটি টাকার অবৈধ সম্পদের মালিক বনে যাওয়া মোহাম্মাদ আলী ঘুষ আদায়ে বিশেষ সিন্ডিকেট গড়ে তোলেন। সেই সিন্ডিকেটের তিনি প্রধান ছিলেন।

আলোচিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় কারসাজিতে যুক্ত থাকার প্রমাণ পেয়েছে তদন্ত সংশ্লিষ্টরা।

গত ১৩ মার্চ দুর্নীতি দমন কমিশন (দুদক) মোহাম্মাদ আলী মিয়ার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। এর আগে, দুদকের একাধিকবার অভিযোগ জমা পড়লেও কোনো এক অদৃশ্য কারণে তার বিরুদ্ধে তদন্ত হয়নি।

সিআইডির ক্ষমতাধর সাবেক এই কর্মকর্তা দেশে লুকিয়ে আছেন না বিদেশে পালিয়ে গেছেন তার কোনো হদিস নেই সরকারের কোনো সংস্থার কাছে।

পুলিশ বাহিনীর একাধিক কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, ৫ আগস্টের পর দুর্নীতিবাজ কর্মকর্তারা গ্রেপ্তার হলেও সাবেক সিআইডি প্রধান এখনো গ্রেপ্তার হননি। 

পাসপোর্ট বাতিল, বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা, গ্রেপ্তারি পরোয়ানা ও অবৈধ সম্পদ জব্দের আদেশ দেওয়া হয়নি। একটি বিশেষ মহল তাকে রক্ষার চেষ্টা করছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে সিন্ডিকেট গড়ে ঘুষ বাণিজ্য, চাঁদাবাজি, অনিয়ম-দুর্নীতি, সিআইডি সদর দপ্তরে নিজ বলয় তৈরি, আইনবহির্ভূত কার্যক্রম, স্বেচ্ছাচারিতার মাধ্যমে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নিজের পৈতৃক সম্পদে পরিণত করেছিলেন সংস্থাটির সাবেক প্রধান মোহাম্মদ আলী মিয়া। 

পুলিশের এই অতিরিক্ত আইজিপি সম্প্রতি বাধ্যতামূলক অবসরে যাওয়ার পর তার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন সিআইডির সাবেক ও বর্তমান কর্মকর্তারা।

 

এতদিন প্রভাব খাটিয়ে যাদের ক্ষমতা খর্ব করে রেখেছিলেন তিনি। ড. মোহাম্মাদ ইউনূসকে মামলার জালে জড়িয়ে নাজেহাল করার কারিগর তিনি। বাড়ি গোপালগঞ্জ হওয়ায় পুলিশের শীর্ষস্থানগুলোতে দায়িত্ব পালন করেছেন প্রভাব খাটিয়ে। 

সিআইডিতে প্রচলিত রয়েছে, স্বৈরাচার শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে জানিয়ে, সরকারি গুরুত্বপূর্ণ সংস্থাটিকে ‘মগের মুল্লুক’ বানিয়ে রাখতেন। ধরাকে সরাজ্ঞান করা মোহাম্মদ আলী মিয়া দুর্নীতির মাধ্যমে অর্জিত বিপুল অর্থ বিদেশে পাচার করেছেন।

দুর্নীতি, নিয়োগ বাণিজ্য, অনিয়ম, স্বেচ্ছাচারিতা, বিরোধী মতের লোকজনকে জিম্মি করে ক্ষমতার চরম অপব্যবহার ছিল তার অবৈধ অর্থের উৎস।

অভিযোগ রয়েছে, মামলা রুজু, অভিযান, তদন্তের সিদ্ধান্ত থেকে নিষ্পত্তি পর্যন্ত আইনবহির্ভূতভাবে নিজস্ব সিন্ডিকেটের মাধ্যমে নিয়ন্ত্রণ করতেন সাবেক সিআইডি প্রধান। তার অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ‘টুঁ’ শব্দ করারও সুযোগ ছিল না। 

তার এই সিন্ডিকেটের ‘মিডল ম্যান’ ছিলেন সিআইডি সদর দপ্তরে বিশেষ পুলিশ সুপার (ঢাকা মেট্রো-পূর্ব) এ, কে, এম এমরান ভুঞা। দুই বছর সিআইডিপ্রধান থাকাকালে তিনি কোনো নিয়মনীতিকেই পরোয়া করেননি। পিছপা হননি বিগত সরকারের ‘প্রেসক্রিপ্টেড’ আজ্ঞা পালনে। 

বিশেষ করে ওই সরকারের ‘অপছন্দ’ ব্যক্তিদের শায়েস্তা করতে নানা কূটকৌশলে সিআইডিকে ব্যবহার করতেন তিনি। তিনি ফ্যাসিস্ট শেখ হাসিনার তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ের কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তাকে নিয়মিত মাসোয়ারা দিতেন। 

আর অবৈধ উপার্জনের অর্থ দিয়ে নিজের ক্ষমতা বলয় সবসময় টিকিয়ে রাখতেন। অভিযোগ রয়েছে, মোহাম্মদ আলী মিয়া নিজের সেই সিন্ডিকেটে কতিপয় অধস্তন দুর্নীতিবাজ কর্মকর্তাদেরও যুক্ত করেন। তাদের দিয়ে কয়েকশ ভুয়া অভিযোগ এনে তদন্ত করার নামে অন্তত কয়েক হাজার কোটি টাকা কামিয়েছেন।

দুদকের প্রাথমিক অনুসন্ধানে মোহাম্মদ আলী মিয়ার অবৈধ সম্পদের পাহাড়ের তথ্য পাওয়া গেছে। রাজধানীর আফতাবনগর, বাড্ডা, মিরপুর, পূর্বাচলসহ বিভিন্ন এলাকায় নামে-বেনামে সম্পদের পাহাড় গড়েছেন। এসব জায়গায় প্লট, ফ্ল্যাটসহ নানা সম্পদ রয়েছে তার।

লন্ডনে রিয়েল এস্টেট ব্যবসা, মালয়েশিয়া ও দুবাইতেও ব্যবসা রয়েছে। লন্ডনে এক বাংলাদেশির রিয়েল এস্টেট ব্যবসা প্রতিষ্ঠানের অংশীদার তিনি। মোহাম্মদ আলীর একমাত্র ছেলে আফনান লাবিব লন্ডন, মালয়েশিয়া ও দুবাইয়ের ব্যবসা দেখভাল করেন।

তিনি মালয়েশিয়া, দুবাই ও লন্ডনে বিপুল পরিমাণ টাকা পাচার করেছেন। অনুসন্ধানে ঢাকায় মোহাম্মদ আলীর বেশকিছু দামি জমির তথ্য পাওয়া গেছে। এর মধ্যে রাজধানীর আফতাবনগর-সংলগ্ন আনন্দনগরে ১২.৩৭ শতক জমির একটি প্লট।

এটি বাড্ডা মৌজার ৪৪৩২৫ খতিয়ানের জমি। দাগ নম্বর ১৮১৩০। মিরপুর বাউনিয়া মৌজায় ৪০৭২৩ নম্বর খতিয়ানের ৩০ নম্বর দাগে ৮.২২ শতক জমি রয়েছে তার। পূর্বাচলে ৫ কাঠা ও কেরানীগঞ্জে ৫ কাঠার প্লট রয়েছে। এ ছাড়া বেনামে একাধিক ফ্ল্যাটও রয়েছে।

এদিকে, সাবেক সিআইডিপ্রধান মোহাম্মদ আলী মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুদক। গত ১৩ মার্চ মোহাম্মদ আলী মিয়া ও তার দুর্নীতিতে সহায়তাকারী পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়। 

এই তালিকায় সিআইডির প্রশাসন শাখার বিশেষ পুলিশ সুপার মিনহাজুল ইসলাম, বিশেষ পুলিশ সুপার (ঢাকা মহানগর পশ্চিম) এ কে এম ইমরান ভূঁইয়া, সাইবার ক্রাইমের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা, পরিদর্শক মানব শাহাজাদা ও পরিদর্শক মনিরুজ্জামান রয়েছেন। 

দায়িত্ব থাকার সময় গত দু’বছরে তার নির্দেশে অনেক গুরুত্বপূর্ণ মামলায় মূল আসামিদের নাম বাদ দিয়ে চার্জশিট দেওয়ার অভিযোগ রয়েছে। যার মধ্যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলাটি অন্যতম। 

তা ছাড়া অনেক মামলায় তদন্তে নাম আসা আসামিদের বাদ দিয়ে চার্জশিট দেওয়া, সংশ্লিষ্টতা না থাকলেও মামলায় আসামি করা, এমন অনেক অভিযোগ আছে মোহাম্মদ আলী মিয়ার বিরুদ্ধে। তার অনৈতিক নির্দেশনা মেনে যেসব কর্মকর্তা কাজ করতে রাজি হননি তাদের হয় বদলি অথবা ডেকে নিয়ে হেনস্তা করতেন। 

অনুসন্ধান, তদন্ত, আসামি গ্রেপ্তার সবই মোহাম্মদ আলীর পছন্দ অনুযায়ী করতে হতো। ডিআইজি থেকে পরিদর্শক পর্যন্ত কারও কথা বলার ক্ষমতা ছিল না। 

ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগে ২০২৩ সালের শুরুর দিকে তদন্তের নির্দেশ দিয়েছিলেন মোহাম্মদ আলী।

ড. ইউনূসকে হয়রানি না করার জন্য কিছু কর্মকর্তা বাধা দিলে মোহাম্মদ আলী তাদের তৎকালীন প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানান এবং সিআইডির মানিলন্ডারিং শাখায় ড. ইউনূসের বিরুদ্ধে অনুসন্ধান চালানোর চিঠি ইস্যু করেন।

গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৭ আগস্ট মোহাম্মদ আলী সিআইডি কার্যালয়ে এসে ড. ইউনূসের বিষয়ে অনুসন্ধানসংক্রান্ত সব কাগজপত্র নিয়ে যান। 

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় প্রথম দিকে তদন্তকারী কর্মকর্তা ছিলেন বিসিএস ২৪ ব্যাচের পদোন্নতিবঞ্চিত পুলিশ কর্মকর্তা রায়হানুল ইসলাম। তিনি ওই মামলায় মোহাম্মদ আলীর কথামতো বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের নাম বাদ দিয়ে চার্জশিট দিতে রাজি না হওয়ায় তাকে সরিয়ে দেওয়া হয়। 

অথচ গুরুত্বপূর্ণ ওই মামলায় সাবেক অতিরিক্ত পুলিশ সুপার রায়হানুল ইসলাম অনেক দূর তদন্ত এগিয়ে নিয়ে যান। রিজার্ভ চুরির ঘটনায় কার কী ভূমিকা ছিল সবকিছু তিনি বের করেন দীর্ঘ তদন্তে। 

২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় জড়িত হিসেবে মামলার তদন্তে বাংলাদেশ ব্যাংকের প্রভাবশালী ১৪ কর্মকর্তার নাম উঠে আসে সিআইডির তদন্তে। 

মোহাম্মদ আলী মিয়ার অন্যতম সহযোগী ও ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন বিসিএস ২৭ ব্যাচের পুলিশ কর্মকর্তা ইমরান ভূইয়া। 

এই কর্মকর্তা চট্টগ্রামের লোহাগড়ায় এএসপি হিসেবে কর্মরত থাকাকালে তার বিরুদ্ধে একটি বিদেশি রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার অভিযোগ ওঠে। ওই অভিযোগে ইমরানের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়।

নিজেকে ছাত্রলীগের নেতা পরিচয় দিয়ে এবং বিএনপিসহ সরকারবিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের দমনে পারদর্শিতার খতিয়ান তুলে ধরে বিভাগীয় মামলা থেকে রেহাই পান তিনি। এরপর পুলিশ সুপার হিসেবে পদোন্নতিও বাগিয়ে নেন ইমরান। 

সাবেক সিআইডিপ্রধান মোহাম্মদ আলীর সিন্ডিকেটের অন্যতম সদস্য ছিলেন এই ইমরান। তাকে সিআইডিতে নিয়ে আসেন মোহাম্মদ আলী নিজে। 

সিআইডির ফরেনসিক ইউনিটে পদায়ন করা হলেও তিনি আরও দুটি ইউনিটের দায়িত্ব পান মোহাম্মদ আলীর কৃপায়। মূলত ইমরান ভূইয়া ছিলেন মোহাম্মদ আলীর ঘুষের টাকার ক্যাশিয়ার।

মন্তব্য

আলোচিত-১০ (১১ এপ্রিল)

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
আলোচিত-১০ (১১ এপ্রিল)
ছবি: কালের কণ্ঠ
বদলে গেল নববর্ষের ‘মঙ্গল শোভাযাত্রার’ নাম

বদলে গেল নববর্ষের ‘মঙ্গল শোভাযাত্রার’ নাম

দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে যে নববর্ষের শোভাযাত্রা বের হয় তার নাম আর মঙ্গল...

 
নতুন লোগো প্রকাশ করল বাংলাদেশ পুলিশ

নতুন লোগো প্রকাশ করল বাংলাদেশ পুলিশ

দীর্ঘদিনের প্রচলিত বাংলাদেশ পুলিশের লোগোতে কিছুটা সংস্কার করা হয়েছে। এতে জাতীয় পরিচয়ের প্রতীক হিসেবে যুক্ত...

 
শুল্কযুদ্ধ : নাকালে নারাজ চীন

শুল্কযুদ্ধ : নাকালে নারাজ চীন

চীনসহ বিশ্বের শতাধিক দেশের ওপর নানা হারে রিসিপ্রক্যাল ট্যারিফ আরোপ করেছিল মার্কিন প্রশাসন। যদিও চীন বাদে অন্য...

 
বাংলাদেশের হয়ে খেলতে রাজি কানাডার মিডফিল্ডার সামিতও

বাংলাদেশের হয়ে খেলতে রাজি কানাডার মিডফিল্ডার সামিতও

হামজা চৌধুরী অভিষেকের পর থেকেই জাতীয় দলের হয়ে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন একাধিক বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার।...

 
এই সরকারের ৫ বছর ক্ষমতায় থাকার অধিকার নেই : সেলিমা রহমান

এই সরকারের ৫ বছর ক্ষমতায় থাকার অধিকার নেই : সেলিমা রহমান

অন্তর্বর্তী সরকারের পাঁচ বছর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

 
মডেল মেঘনাকে হেফাজতে নেওয়ার কারণ জানাল ডিএমপি

মডেল মেঘনাকে হেফাজতে নেওয়ার কারণ জানাল ডিএমপি

গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যাচার ছড়ানোর মাধ্যমে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কে অবনতি ঘটনোর অপচেষ্টার...

 
বয়স ৪০ হলেও সরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ

বয়স ৪০ হলেও সরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে চার পদে ১৩ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে কিছু ক্ষেত্রে আগ্রহী...

 
আশিক চৌধুরী ইস্যুতে ক্ষমা চাইলেন ছাত্রদলের সেই নেত্রী

আশিক চৌধুরী ইস্যুতে ক্ষমা চাইলেন ছাত্রদলের সেই নেত্রী

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়্যারম্যান আশিক চৌধুরীকে নিয়ে সমালোচনা করে স্ট্যাটাস দেওয়ার পর...

 
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।...

 
লোডশেডিং হলেও গ্রামে নয়, প্রথমে ঢাকায় : ফাওজুল কবির

লোডশেডিং হলেও গ্রামে নয়, প্রথমে ঢাকায় : ফাওজুল কবির

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, রমজানে লোডশেডিং ছিল না। তবে কোথাও কোথাও বিভিন্ন...

 
প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ