ঢাকা, বুধবার ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২, ১৬ শাওয়াল ১৪৪৬

ঢাকা, বুধবার ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২, ১৬ শাওয়াল ১৪৪৬

বিশ্বসেরা স্থাপত্য পুরস্কার পেল সাতক্ষীরার হাসপাতাল

মোশাররফ হোসেন, সাতক্ষীরা
মোশাররফ হোসেন, সাতক্ষীরা
শেয়ার
বিশ্বসেরা স্থাপত্য পুরস্কার পেল সাতক্ষীরার হাসপাতাল
সাতক্ষীরার শ্যামনগরের ফ্রেন্ডশিপ হাসপাতাল। বাঁয়ের ছবি ওপর থেকে তোলা, ডানেরটি হাসপাতাল প্রাঙ্গণের। ছবি : কালের কণ্ঠ

যুক্তরাজ্যের রয়াল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টস—রিবা অ্যাওয়ার্ড স্থাপত্যকলায় বিশ্বের  শ্রেষ্ঠ পুরস্কারগুলোর অন্যতম। আর ব্যবহার উপযোগিতা ও নান্দনিকতার জন্য সেই সম্মানজনক পুরস্কার জিতে নিল বিশিষ্ট স্থপতি কাশেফ চৌধুরীর নকশা করা বাংলাদেশের সাতক্ষীরার উপকূলীয় এলাকা শ্যামনগরের ফ্রেন্ডশিপ হাসপাতাল। উপজেলা সদরের কাছে সোয়ালিয়া এলাকায় হাসপাতালটির অবস্থান।

২৫ জানুয়ারি শ্যামনগর ফ্রেন্ডশিপ হাসপাতালের ভবনটিকে ২০২১ সালের রিবা অ্যাওয়ার্ড বিজয়ী ঘোষণা করে আন্তর্জাতিক এ স্থাপত্য সংস্থাটির জুরি বোর্ড।

১৬ নভেম্বর ঘোষিত ২০২১ সালের রিবা অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছিল ভবনটি। স্থপতি কাশেফ চৌধুরীর প্রতিষ্ঠান আরবানার তত্ত্বাবধানে তৈরি নকশা অনুসারে নির্মিত হয়েছে এটি। স্থপতি কাশেফ চৌধুরী এর আগে আগা খান স্থাপত্য পুরস্কারে ভূষিত হয়েছিলেন।

kalerkanthoজার্মানির বার্লিনে ডেভিড চিপারফিল্ডের নকশা করা একটি গ্যালারি আর উইলকিনসন আইরের করা ডেনমার্কের একটি সাইকেল ও ফুটব্রিজকে হারিয়ে শিরোপা জিতেছে বাংলার নিভৃত কোণের এই প্রকৃতিসংলগ্ন স্থাপনা।

পুরস্কারের প্রতিক্রিয়ায় কাশেফ চৌধুরী যুক্তরাজ্যের গার্ডিয়ান পত্রিকাকে বলেন, ‘আমি উত্ফুল্ল এটা ভেবে যে এ পুরস্কার আমাদের আরো অনেককে এ ধরনের স্থাপত্য গড়ে তুলতে উৎসাহিত করবে, যা মানুষ ও প্রকৃতি উভয়ের কথা মাথায় রাখে। ’

জুরি বোর্ডের চেয়ারম্যান ওডিল ডেক বলেন, ‘স্থাপনাটি মানবতা ও সুরক্ষার প্রতিচ্ছবি। এটি স্বাস্থ্যসেবার অসম সুযোগ ও অসহায় জনগোষ্ঠীর ওপর জলবায়ু পরিবর্তনের চরম প্রভাবের মতো বৈশ্বিক চ্যালেঞ্জের সঙ্গেও যুক্ত। ’

দক্ষিণ বাংলাদেশের জলাবদ্ধ ভূমিতে লালচে ইটের তৈরি ছিমছাম হাসপাতাল ভবনটি চারপাশের প্রকৃতির সঙ্গে মিল রেখে গড়া।

এর মধ্য দিয়ে বয়ে গেছে আঁকাবাঁকা খাল। ভবনটিকে বলা হয়েছে জলবায়ুসচেতন নকশার আদর্শ। ন্যূনতম উপকরণে নির্মিত হয়েছে এটি। পানি এ স্থাপনার একটি কেন্দ্রীয় বিষয়। ভবনের মধ্যকার খালটিতে সঞ্চিত বৃষ্টির পানি প্রচণ্ড গরমের সময় চারপাশ শীতল রাখতে সহায়তা করে।

চারপাশের লবণাক্ত পানির দিকে ইঙ্গিত করে গার্ডিয়ানকে কাশেফ চৌধুরী আরো বলেন, ‘এখানে চারদিকে পানি। কিন্তু সব সময় তা ভালো পানি নয়। ’ এ কারণেই তিনি ভবনটির নকশা এমনভাবে করেছেন, যাতে তা বৃষ্টির পানি ধরে রাখারও এক ভাণ্ডারে পরিণত হয়। প্রতিটি অংশের ছাদ ও প্রাঙ্গণে পড়া সব বৃষ্টির ধারা গিয়ে পড়ে কেন্দ্রীয় খালে। সেই পানি আবার জমা হয় স্থাপনাটির দুই পাশের দুটি জলাধারে। ভবনটির মধ্যে রাখা হয়েছে গ্রামীণ আবহ। প্রাঙ্গণজুড়ে কৌণিকভাবে স্থাপিত হয়েছে স্থাপনাগুলো। কাঠামোটি বৃষ্টির প্রবল ঝাপটা থেকে রক্ষার মতো করেই তৈরি। রয়েছে বায়ু চলাচলের সুব্যবস্থা। এর কাঠামোর বিশেষ বৈশিষ্ট্যের কারণে দিনের বেলায় কোনো কৃত্রিম আলোর প্রয়োজন হয় না।

শ্যামনগর ফ্রেন্ডশিপ হাসপাতালের কার্যক্রম শুরু হয় ২০১৮ সালের ২২ জুলাই। নির্মাণকাজ শুরু হয়েছিল ২০১৩ সালে।

প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে থাকা উপকূলীয় মানুষকে চিকিৎসাসেবা পৌঁছে দিয়েছে ৮০ শয্যার এই  আরোগ্যালয়। শ্যামনগর উপজেলার জলবায়ু পরিবর্তন প্রভাবিত লবণাক্ত এলাকায় এই হাসপাতালটি নির্মাণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ। ছয়জন চিকিৎসক, ১২ জন নার্স ও কয়েকজন সহকারী  আছেন এতে। তিনটি অপারেশন থিয়েটারের মাধ্যমে অস্ত্রোপচার হয় এখানে। প্রত্যন্ত এলাকা হলেও সার্বক্ষণিক বিদ্যুৎ এবং অ্যাম্বুল্যান্স সুবিধা থাকায় হাসপাতালের জরুরি বিভাগ খোলা থাকে ২৪ ঘণ্টা।

হাসপাতালটির প্রতিষ্ঠাতা, নির্বাহী পরিচালক প্যারিসে অবস্থানরত রুনা খান কালের কণ্ঠকে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘আমরা চেয়েছিলাম সীমিত সামর্থ্যের মধ্যে স্থানীয় বিপন্ন মানুষের জন্য সাধ্যমতো সেরা সেবা দেওয়ার জন্য। চেয়েছিলাম এমন একজন স্থপতির সঙ্গে কাজ করতে, যিনি এটা উপলব্ধি করবেন। কাশেফ চৌধুরী আমাদের সেই প্রত্যাশা পূরণ করেছেন। ’

স্থানীয়ভাবে হাসপাতালটির কার্যক্রম পরিচালনা ও দেখভাল করা মো. শাহীন আলম ও অসীম রোজারিও বলেন, ‘কাশেফ চৌধুরীর সঙ্গে কাজ করা ছিল আমাদের জন্য অত্যন্ত আনন্দের। তিনি স্থানীয় উপকরণ ব্যবহার করে দক্ষতার প্রমাণ দিয়েছেন। পর্যাপ্ত আলো, বাতাস, মাটি, পানির সমন্বিত পরিবেশে শ্যামনগরের ফ্রেন্ডশিপ হাসপাতালের সৌন্দর্য হয়ে উঠেছে আরো প্রাণবন্ত। ’

মন্তব্য

সম্পর্কিত খবর

প্রথম আলো ইসলাম বিদ্বেষী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
প্রথম আলো ইসলাম বিদ্বেষী
ছবি: কালের কণ্ঠ

পবিত্র ঈদুল ফিতরের আগের দিন, গত ৩০ মার্চ প্রথম আলোর প্রথম পাতায় প্রকাশিত ঈদ শুভেচ্ছা কার্টুনে ‘ঈদ মোবারক’ লেখার পাশে কুকুরের ছবি ব্যবহার করা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও সমালোচনা।

কুকুরের ছবি দেওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের আলেমসমাজসহ সাধারণ মানুষের অনেকেই বিষয়টি ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসেবে দেখছেন এবং তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের দাবি, প্রথম আলোর সম্পাদককে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে ও প্রথম আলো নিষিদ্ধ করতে হবে।

বিস্তারিত ভিডিও প্রতিবেদনে... 

 

মন্তব্য

দেশে ফিরলেন মিয়ানমারে আটকে পড়া ২০ বাংলাদেশি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
দেশে ফিরলেন মিয়ানমারে আটকে পড়া ২০ বাংলাদেশি
সংগৃহীত ছবি

মালয়েশিয়া যাওয়ার সময় মিয়ানমারে আটকে পড়া ২০ বাংলাদেশি দেশে ফিরেছেন। গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা সমুদ্র অভিযান’ যোগে চট্টগ্রামে পৌঁছান তারা। এরপর তাদের প্রত্যেককে জেলা সার্কিট হাউসে এক অনুষ্ঠানের মাধ্যমে নিজ নিজ স্বজনদের কাছে হস্তান্তর করে চট্টগ্রাম জেলা প্রশাসন। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান বলেন, আপনারা বিদেশ যাওয়ার ক্ষেত্রে বৈধ প্রক্রিয়া অনুসরণ করবেন ও এজেন্সি যাচাইবাছাই করে নেবেন।

যারা প্রতারণার শিকার হয়েছেন তারা মামলা করেন। জেলা প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে। প্রতারণার সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনা হবে।

তিনি আরো বলেন, এই ২০ জন নাগরিক ছাড়াও মিয়ানমারে যারা আটক আছেন, তাদেরও ফেরানোর প্রক্রিয়ার কাজ শুরু করব।

এটি জটিল প্রক্রিয়া হলেও চেষ্টা চালিয়ে যাব আমরা।

মন্তব্য

দেশজুড়ে বৃষ্টি, কোথাও শিলাবৃষ্টির আভাস

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
দেশজুড়ে বৃষ্টি, কোথাও শিলাবৃষ্টির আভাস

সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় বজ্রবৃষ্টি ঝরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, আগামী কয়েকদিন এ অবস্থা থাকবে। বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, আজ ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। পাশাপাশি সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এ ছাড়া আগামীকাল বৃহস্পতিবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এ দিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতে প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরো পড়ুন
পহেলা বৈশাখের মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন

পহেলা বৈশাখের মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন

 

পরদিন শুক্রবার খুলনা, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপামাত্রা সামান্য কমতে পারে এবং রাতে প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অফিস আরো জানায়, আগামী শনিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। পাশাপাশি সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 

এ ছাড়া আগামী রবিবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এ সময় সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 

আরো পড়ুন
পরিবারের কাছে ব্যাংকক ভ্রমণের তথ্য লুকাতে পাসপোর্টের পৃষ্ঠা ছিঁড়ে গ্রেপ্তার

পরিবারের কাছে ব্যাংকক ভ্রমণের তথ্য লুকাতে পাসপোর্টের পৃষ্ঠা ছিঁড়ে গ্রেপ্তার

 

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে এবং তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। 

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এদিকে গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ফেনীতে ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। 

মন্তব্য

ঈদ কার্টুনে কুকুরের ছবি, প্রথম আলোকে ঘিরে তীব্র সমালোচনা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ঈদ কার্টুনে কুকুরের ছবি, প্রথম আলোকে ঘিরে তীব্র সমালোচনা
সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল ফিতরের আগের দিন, গত ৩০ মার্চ প্রথম আলোর প্রথম পাতায় প্রকাশিত ঈদ শুভেচ্ছা কার্টুনে ‘ঈদ মোবারক’ লেখার পাশে কুকুরের ছবি ব্যবহার করা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও সমালোচনা।

এই ঘটনাকে ঘিরে সোমবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি পোস্টে লিখেছেন, ‘প্রথম আলোর ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি—এ কেমন অদ্ভুত আচরণ? এমন পবিত্র একটি ধর্মীয় উপলক্ষ্যে এমন ছবি ব্যবহার করা অত্যন্ত দুঃখজনক ও অশোভন।’

তিনি আরও বলেন, এর আগেও প্রথম আলো মহানবী (সা.)-কে অবমাননার অভিযোগে বিতর্কে জড়িয়েছিল, তখন পত্রিকার সম্পাদক প্রকাশ্যে ক্ষমা চান।

ঈদের মতো একটি পবিত্র উপলক্ষ্যেও তারা কটাক্ষ করতে পিছপা হয়নি। এটি অনতিবিলম্বে প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

কুকুরের ছবি দেওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের আলেমসমাজসহ সাধারণ মানুষের অনেকেই বিষয়টি ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসেবে দেখছেন এবং তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের দাবি, প্রথম আলোর সম্পাদককে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে ও প্রথম আলো নিষিদ্ধ করতে হবে।

(বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে)

মন্তব্য

সর্বশেষ সংবাদ