বিমানবন্দর স্টেশনে থামবে না যে ৮ ট্রেন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
বিমানবন্দর স্টেশনে থামবে না যে ৮ ট্রেন
ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহায় ট্রেনের সময় ঠিক রাখা এবং শিডিউল বিপর্যয় নিরসনে ঢাকাগামী ৮ এক্সপ্রেস ট্রেন বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে না। আজ শনিবার (২৪ জুন) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।

সময় ট্রেনগুলো শুরুর স্টেশন থেকে ছেড়ে এসে কমলাপুর স্টেশনে প্রবেশের আগে বিমানবন্দর স্টেশনে থামবে না। ট্রেনগুলো জয়দেবপুর বা টঙ্গী স্টেশন থেকে সরাসরি কমলাপুর স্টেশনে চলে যাবে।

যে ট্রেন থামছে না-

ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি, রংপুর এবং চিলাহাটি এক্সপ্রেস ট্রেন ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে না।

বাংলাদেশ রেলওয়ের তথ্য মতে— ঈদ যাত্রা শুরুর দিন আজ শনিবার (২৪ জুন) থেকে ঈদের আগের দিন পর্যন্ত  ঈদের ১০ দিন আগে ও ঈদের পরে ১০ দিন পর্যন্ত ট্রেনে সেলুন কার সংযোজন করা হবে না।

আরো জানানো হয়, টিকিটধারী যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে ঈদের আগে পাঁচ দিন জয়দেবপুর স্টেশন থেকে ঢাকামুখী এবং ঢাকা স্টেশন থেকে জয়দেবপুরমুখী আন্ত জোনাল আন্ত নগর ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হবে না। 

মন্তব্য

সম্পর্কিত খবর

বিমসটেক ইয়াং জেন ফোরামে প্রধান বক্তা ড. মুহাম্মদ ইউনূস

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
বিমসটেক ইয়াং জেন ফোরামে প্রধান বক্তা ড. মুহাম্মদ ইউনূস

তরুণ উদ্যোক্তাদের অনুপ্রাণিত করবে এমন ফোরাম বিমসটেক ইয়াং জেন ফোরামে প্রধান বক্তা হিসেবে যোগ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আগামী ৩ এপ্রিল আইকনসিয়ামে অনুষ্ঠিতব্য বিমসটেক ইয়াং জেন ফোরামে (তরুণ প্রজন্ম সম্মেলনে) তরুণ ব্যবসায়ী নেতাদের ধারণা বিনিময় এবং ব্যবসায়িক ক্ষেত্রে তাদের দক্ষতা অন্বেষণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। ২ থেকে ৪ এপ্রিলের মধ্যে থাইল্যান্ডের ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন এবং এ সম্পর্কিত বৈঠকের অংশ এই সম্মেলন।

অনুষ্ঠানের আয়োজকরা জানান, ড. ইউনূস বিমসটেক সদস্য দেশগুলোতে তরুণদের জন্য তাদের সহযোগিতা ও মেধা বিকাশের জন্য কার্যক্রম এগিয়ে নেওয়ার ক্ষেত্রে মূল ব্যক্তি।

ড. ইউনূস তার অসামান্য অর্জনের জন্য অর্থনীতিবিদ হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। দরিদ্রদের ক্ষমতায়নে তিনি ক্ষুদ্রঋণ ধারণার প্রবর্তন করেন, যাতে তারা উদ্যোক্তা হতে পারে। ড. ইউনূস ১৯৮৩ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। তার উদ্দেশ্য ছিল বাংলাদেশের দরিদ্র মানুষকে দারিদ্র্যমুক্ত করা।
২০০৬ সালে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার জন্য নোবেল শান্তি পুরস্কার পান।

আগামী ৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠেয় বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে ড. ইউনূসের।
 

মন্তব্য

এনআইডি সংশোধন নিয়ে ইসি সচিবের নতুন সময় নির্ধারণ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
এনআইডি সংশোধন নিয়ে ইসি সচিবের নতুন সময় নির্ধারণ

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনে সময় বেঁধে দিলেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। এনআইডি সংশোধন আবেদন আগামী জুনের মধ্যে নিষ্পত্তির জন্য নির্দেশনা দিয়েছেন সচিব।

এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীরকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

ইসি সচিবের নির্দেশনায় বলা হয়েছে, ২০১১ সালের ১ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ৩ লাখ ৭৮ হাজার এনআইডি সংশোধন আবেদন অনিষ্পন্ন ছিল, তারমধ্যে ক্রাশ প্রোগ্রাম করে ৯৮ হাজার ৪৪টি আবেদন নিষ্পন্ন হয়েছে।

এছাড়া, গত ১ জানুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত আবেদন জমা পড়েছে ৩ লাখ ২ হাজার ২৬৬টি, তারমধ্যে নিষ্পন্ন হয়েছে এক লাখ ৭৯ হাজার ৯২৬টি আবেদন। অবশিষ্ট আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এই হিসাবে ২০১১ থেকে অদ্যাবধি ৪ লাখ ২ হাজার ৩০৮টি আবেদন অনিষ্পন্ন রয়েছে। আগামী জুনের মধ্যে সব অনিষ্পন্ন আবেদন নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করতে নির্দেশনায় বলা হয়েছে।

মন্তব্য

স্বল্প সময়ে জাতীয় ঐকমত্য তৈরি সম্ভব : আলী রীয়াজ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
স্বল্প সময়ে জাতীয় ঐকমত্য তৈরি সম্ভব : আলী রীয়াজ
সংগৃহীত ছবি

স্বল্প সময়ের মধ্যে সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে জাতীয় ঐকমত্য তৈরি করা সম্ভব হবে বলে মনে করছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। শনিবার (২২ মার্চ) সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে খেলাফত মজলিসের বৈঠকের শুরুতে এ কথা বলেন তিনি।

আরো পড়ুন

হাতিরঝিলে ৫ কোটি টাকার ইয়াবা জব্দ, নারীসহ গ্রেপ্তার ৪

হাতিরঝিলে ৫ কোটি টাকার ইয়াবা জব্দ, নারীসহ গ্রেপ্তার ৪

 


 
এ সময় খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, ‘সংস্কার নিয়ে দ্বিমত থাকা বিষয়গুলোতে এই বৈঠকের মাধ্যমে ঐকমত্য আসবে।’

আরো পড়ুন

কোনো নায়িকার সঙ্গে প্রেম করতে চাইলে আমাকে সাইনিং করাবেন : মিষ্টি জান্নাত

কোনো নায়িকার সঙ্গে প্রেম করতে চাইলে আমাকে সাইনিং করাবেন : মিষ্টি জান্নাত

 


 
 সকাল সাড়ে ৯টায় খেলাফত মজলিসের প্রতিনিধিদলের সঙ্গে শুরু হয় সংলাপ।

সংলাপে নেতৃত্ব দেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ এবং খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের।

আরো পড়ুন

গাজার আরো এলাকা নিয়ন্ত্রণে নিতে সেনাবাহিনীকে নির্দেশ ইসরায়েলের

গাজার আরো এলাকা নিয়ন্ত্রণে নিতে সেনাবাহিনীকে নির্দেশ ইসরায়েলের

 


 
উল্লেখ্য, সংস্কার কার্যক্রমে ঐকমত্য তৈরি করতে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ শুরু হয়েছে গত বৃহস্পতিবার (২০ মার্চ) থেকে।

মন্তব্য

ঈদযাত্রা : রেল স্টেশন ও ট্রেনে পুলিশের বিশেষ নিরাপত্তা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ঈদযাত্রা : রেল স্টেশন ও ট্রেনে পুলিশের বিশেষ নিরাপত্তা
সংগৃহীত ছবি

ঈদযাত্রায় পশ্চিম রেলে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘরমুখো ট্রেন যাত্রীদের যাতায়াত নিরাপদ করতে এ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করেছে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ। রংপুর বিভাগের ৮ জেলার মধ্যে চলাচলরত সব ট্রেন ও রেলওয়ে স্টেশনে অপরাধ রোধে কাজ করবে এটি।

সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশের ৫টি থানা ও ৫টি পুলিশ ফাঁড়ির অধীনে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন ৪০০ পুলিশ সদস্য।

এসব পুলিশ সদস্যরা প্লাটফরম ও ট্রেনে অজ্ঞান পার্টি, পকেটমার, চুরি-ছিনতাই ও নাশকতাসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে কাজ করবেন। এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ঈদের পরও ৪ এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে।

আরো পড়ুন
গভীর রাতে ভয়াবহ আগুন, ১৪টি দোকান পুড়ে ছাই

গভীর রাতে ভয়াবহ আগুন, ১৪টি দোকান পুড়ে ছাই

 

সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপার দপ্তর সূত্রে জানা যায়, সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশের আওতায় উত্তরের ৮টি জেলার সঙ্গে রেলপথ যুক্ত রয়েছে। জেলার মধ্যে রয়েছে রংপুর, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, ঠাকুরগাঁও ও পঞ্চগড়।

এসব জেলার মধ্যে অবস্থিত প্রতিটি রেলওয়ে জংশন ও স্টেশনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সূত্রমতে, ঈদযাত্রায় অধিক যাত্রী পরিবহন করতে আন্তঃনগর, মেইল, লোকাল ও কমিউটার মিলিয়ে ২৪ ট্রেন চলাচল করবে। এর মধ্যে ঈদের তিনদিন আগে ও পরে পার্বতীপুর-জয়দেবপুর রুটে চলবে দুই জোড়া ঈদ স্পেশাল ট্রেন। এ সময় ট্রেনে যাত্রীদের ভিড়ের কারণে বিভিন্ন অপরাধী চক্রের দৌরাত্ম্য বেড়ে যায়।

ফলে অপরাধ নিয়ন্ত্রণে প্লাটফরম ও ট্রেনে বিশেষ নিরাপত্তায় কাজ করবে পুলিশ।  

আরো পড়ুন
মাথা ব্যথা কমাতে যা খেতে পারেন

মাথা ব্যথা কমাতে যা খেতে পারেন

 

এছাড়াও যাত্রীদের পুলিশি সহায়তা দিতে প্রতিটি রেলওয়ে থানায় তথ্য কেন্দ্র চালু করা হয়েছে। ট্রেন ভ্রমণকারীদের সচেতন করতে যাত্রীদের মাঝে পরামর্শমূলক প্রচারপত্র বিতরণ করা হচ্ছে। নিরাপত্তায় নিয়োজিত থানা ও পুলিশ ফাঁড়িগুলো হল সৈয়দপুর, দিনাজপুর, পার্বতীপুর, লালমনিরহাট, বোনারপাড়া, কাউনিয়া, হিলি, রংপুর, পার্বতীপুর ও বালাসিঘাট। এসব থানা ও পুলিশ ফাঁড়ি নিরাপত্তার কাজে সার্বক্ষণিক নজরদারি করবে।

আরো পড়ুন
প্রতিদিন আচার খেলে কী হয়?

প্রতিদিন আচার খেলে কী হয়?

 

সৈয়দপুর রেলওয়ে জেলার পুলিশ সুপার ফরহাত আহমেদ জানান, রেলওয়ে জেলা পুলিশের আওতাভুক্ত ট্রেন যাত্রীদের নিরাপত্তায় মাঠপর্যায়ে পুলিশের জনবল ৯৪ ভাগ বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও রেলপথের সঙ্গে যুক্ত রংপুর বিভাগের ৮টি জেলার পুলিশ সুপারকে বার্তা দিয়ে যাত্রীদের নিরাপত্তা দেওয়ার বিষয়টি অবহিত করা হয়েছে। একই সঙ্গে যেকোনো অপতৎপরতা রোধে পুলিশ কন্ট্রোল রুম চালু করা হয়েছে। সে সঙ্গে সব রেল স্টেশনে যাত্রীদের সতর্ক করা হচ্ছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ