পোশাক শ্রমিক আন্দোলনে ৩৭ মামলায় আসামি ১৪ হাজারের বেশি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও গাজীপুর
নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও গাজীপুর
শেয়ার
পোশাক শ্রমিক আন্দোলনে ৩৭ মামলায় আসামি ১৪ হাজারের বেশি
ফাইল ছবি

পোশাকশিল্পে ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে সড়ক অবরোধ, ভাঙচুর, হামলা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ৩৭টি মামলা হয়েছে। ঢাকা, গাজীপুর ও সাভারের আশুলিয়ায় পোশাকশিল্প এলাকার থানাগুলোতে এসব মামলা করা হয়।

এর মধ্যে গাজীপুরে সবচেয়ে বেশি ২২টি মামলা হয়েছে। আশুলিয়া থানায় হয়েছে ৯টি মামলা।

রাজধানীর মিরপুরের পল্লবী, মিরপুর ও কাফরুল থানায় ছয়টি মামলা হয়েছে। এসব মামলায় ১৪ হাজারের বেশি পোশাককর্মীকে আসামি করা হয়েছে। গাজীপুরে ২২টি মামলায় ১২ হাজার শ্রমিক আসামি।
সংশ্লিষ্ট থানার পুলিশ সূত্র বলেছে, পোশাক কারখানায় ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর এবং পুলিশের ওপর হামলার অভিযোগে এসব মামলা হয়।
ক্ষতিগ্রস্ত কারখানার মালিকপক্ষ, পুলিশ ও ভাঙচুরের শিকার গাড়ির কর্তৃপক্ষ এসব মামলার বাদী।

গাজীপুরে ২২ মামলায় ১২ হাজার আসামি

পোশাক শ্রমিক আন্দোলনে এ পর্যন্ত ১২৩টি কারখানা কম-বেশি ভাঙচুর করা হয়েছে। গত ২৩ অক্টোবর থেকে গত ৯ নভেম্বর পর্যন্ত ১৮ দিনে এসব কারখানায় হামলা চলে। এসব ঘটনায় করা ২২টি মামলায় ১২ হাজারের বেশি শ্রমিককে আসামি করা হয়েছে।

গতকাল সকাল পর্যন্ত গ্রেপ্তার হয়েছে ৮৮ জন। বন্ধ রয়েছে ১৭টি পোশাক কারখানা। দুপুর ১২টার দিকে গাজীপুরের কোনাবাড়ীতে শ্রমিক বিক্ষোভের সময় ভাঙচুর করা পোশাক কারখানা তুসুকা গার্মেন্টস পরিদর্শনে এসে শিল্প পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. জাকির হোসেন খান সাংবাদিকদের এসব কথা বলেন।

ডিআইজি বলেন, গাজীপুরে সবচেয়ে বেশি নাশকতা হয়েছে কোনাবাড়ীতে। ওই গ্রুপ এখানে ভুল বুঝিয়ে নিরীহ শ্রমিকদের আন্দোলনে যেতে বাধ্য করছে।

মদদদাতাদের বেশির ভাগ বহিরাগত। সাধারণ শ্রমিকদের আতঙ্কিত হওয়ার কারণ নেই। যারা  ধ্বংসাত্মক কাণ্ডের সঙ্গে জড়িত, শুধু তাদেরই গ্রেপ্তার করা হবে।

পরিদর্শনকালে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২-এর পুলিশ সুপার সারোয়ার আলমসহ শিল্প পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আশুলিয়ায় ৯ মামলা

সাভার প্রতিনিধি জানান, শিল্পাঞ্চল সাভার ও এর পার্শ্ববর্তী ধামরাই উপজেলার প্রায় ১৩০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কারখানা ভাঙচুর ও হামলার ঘটনায় আশুলিয়া থানায় ৯টি মামলা হয়েছে।

শ্রমিকরা কারখানায় ঢুকে কাজ না করায় কারখানা কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গতকাল সকাল ১০টার দিকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম। তিনি বলেন, গত বুধ ও বৃহস্পতিবারের তুলনায় আজকের (গতকাল) পরিস্থিতি অনেকটাই ভালো। শান্তিপূর্ণভাবে কাজ চলছে বেশির ভাগ কারখানায়। তবে ১৩০টি পোশাক কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে আগামীকাল রবিবার থেকে তাপমাত্রা কিছুটা পরিবর্তন হতে পারে। এর মধ্যে আগামীকাল তাপমাত্রা কিছুটা বাড়বে। পরদিন থেকে টানা তিন দিন দেশজুড়ে তাপমাত্রা কমবে।

 

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

আরো পড়ুন
আইপিএল শেষ গ্লেন ফিলিপসের

আইপিএল শেষ গ্লেন ফিলিপসের

 

এতে বলা হয়েছে, আজ শনিবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামীকাল সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এ ছাড়া পরদিন সোমবার থেকে বুধবার পর্যন্ত সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

 

বৃষ্টি নিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে— এ অবস্থায় আজ রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। 

এ ছাড়া আগামীকাল রবিবার (১৩ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আর দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

 

আরো পড়ুন
বসুন্ধরা শুভসংঘ কেশবপুর শাখার বন্ধুদের পরিচিতি ও পুনর্মিলন অনুষ্ঠান

বসুন্ধরা শুভসংঘ কেশবপুর শাখার বন্ধুদের পরিচিতি ও পুনর্মিলন অনুষ্ঠান

 

আবহাওয়া অফিস জানায়, আগামী সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আর দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। 

পরদিন মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, এ দিন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

এ ছাড়া আগামী বুধবার (১৬ এপ্রিল) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

আরো পড়ুন
যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

 

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে এবং তাপমাত্রা কমতে পারে।

 

এদিকে গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, চট্টগ্রামের সন্দ্বীপ ও চুয়াডাঙ্গায় ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটে ৫১ মিলিমিটার। 

মন্তব্য

মার্চে সড়কে ঝরেছে ৬০৪ প্রাণ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
মার্চে সড়কে ঝরেছে ৬০৪ প্রাণ

বিদায়ি মাস মার্চে ৫৮৭টি সড়ক দুর্ঘটনায় ৬০৪ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন এক হাজার ২৩১ জন। শনিবার রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

৯টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ও নিজস্ব তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি করেছে সংগঠনটি।

এতে বলা হয়েছে, নিহতদের মধ্যে ৮৯ জন নারী ও শিশু রয়েছে ৯৭ জন। এ সময় ২৪২টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় ২৩৪৩ জন নিহত হয়েছেন, যা মোট নিহতের ৩৮ দশমিক ৫৭ শতাংশ। 

আরো পড়ুন
পুরস্কার প্রত্যাখ্যান করায় উমামাকে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের বিশেষ সম্মাননা

পুরস্কার প্রত্যাখ্যান করায় উমামাকে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের বিশেষ সম্মাননা

 

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৮২টি দুর্ঘটনায় ১৮৪ জন নিহত হয়েছেন।

সিলেট বিভাগে সবচেয়ে কম ২৪টি দুর্ঘটনায় ৩০ জন নিহত হয়েছেন। একক জেলা হিসেবে বগুড়া জেলায় ২৭টি দুর্ঘটনায় ৩২ জন নিহত হয়েছে। সবচেয়ে কম নেত্রকোনা জেলায়। এই জেলায় কয়েকটি দুর্ঘটনা ঘটলেও প্রাণহানি ঘটেনি।
আর রাজধানী ঢাকায় ২১টি সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত এবং ৫৩ জন আহত হয়েছে।

সড়ক দুর্ঘটনার প্রধান কারণ সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি, চালকদের অদক্ষতা ও শারীরিক-মানসিক অসুস্থতা, চালকদের বেতন ও কর্মঘণ্টা নির্দিষ্ট না থাকা, মহাসড়কে স্বল্পগতির যানবাহন চলাচল ও তরুণ ও যুবদের বেপরোয়া মোটরসাইকেল চালানোয় ঘটছে এসব দুর্ঘটনা। এ ছাড়া দুর্ঘটনা সংঘটিত হয়েছে জনসাধারণের মধ্যে ট্রাফিক আইন না জানা ও না মানার প্রবণতা, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, বিআরটিএর সক্ষমতার ঘাটতি ও গণপরিবহন খাতে চাঁদাবাজির কারণেও।

আরো পড়ুন
পুরস্কার প্রত্যাখ্যান করায় উমামাকে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের বিশেষ সম্মাননা

পুরস্কার প্রত্যাখ্যান করায় উমামাকে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের বিশেষ সম্মাননা

 

সড়ক দুর্ঘটনা রোধে ১০ দফা সুপারিশও করেছে রোড সেফটি ফাউন্ডেশন। এগুলো হলো- দক্ষ চালক তৈরির উদ্যোগ বৃদ্ধি করতে হবে, চালকদের বেতন ও কর্মঘণ্টা নির্দিষ্ট করতে হবে, বিআরটিএর সক্ষমতা বৃদ্ধি করতে হবে, পরিবহন মালিক ও শ্রমিক এবং যাত্রী ও পথচারীদের প্রতি ট্রাফিক আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে, মহাসড়কে স্বল্পগতির যানবাহন বন্ধ করে এগুলোর জন্য আলাদা রাস্তা (সার্ভিস লেন) তৈরি করতে হবে, পর্যায়ক্রমে সব মহাসড়কে রোড ডিভাইডার নির্মাণ করতে হবে, গণপরিবহনে চাঁদাবাজি বন্ধ করতে হবে, রেল ও নৌপথ সংস্কার করে সড়কপথের ওপর চাপ কমাতে হবে, টেকসই পরিবহন কৌশল প্রণয়ন করতে হবে, ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ বাধাহীনভাবে বাস্তবায়ন করতে হবে।

মন্তব্য

ফ্যাসিস্টের মোটিফে আগুন, তদন্ত কমিটি গঠন করল ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
শেয়ার
ফ্যাসিস্টের মোটিফে আগুন, তদন্ত কমিটি গঠন করল ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এবারের বাংলা নববর্ষের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি ফ্যাসিস্ট শেখ হাসিনার মোটিফ পোড়ানোর ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। তদন্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায়’ প্রদর্শনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ কর্তৃক নির্মিত দানবীয় ফ্যাসিস্টের প্রতীকী মোটিফ পোড়ানোর ঘটনা তদন্তের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কমিটির অন্য সদস্যরা হলেন- আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোসাদ্দেক হোসেন কামাল এবং সহকারী প্রক্টর ড. এ কে এম নূর আলম সিদ্দিকী। সহকারী প্রক্টর মো. ইসরাফিল প্রাং কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে আজ শনিবার ভোর সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা ইনস্টিটিউটে এবারের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা ফ্যাসিস্ট শেখ হাসিনার মোটিফ পুড়ে যায়। শুধু দুটি মোটিফে আগুন লাগার ঘটনাকে ‘রহস্যজনক’ বলে দাবি করছে ফায়ার সার্ভিস।


 

মন্তব্য

নববর্ষের মূল মোটিফে আগুন, যা দেখা গেল সিসিটিভি ফুটেজে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
নববর্ষের মূল মোটিফে আগুন, যা দেখা গেল সিসিটিভি ফুটেজে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে পহেলা বৈশাখ উপলক্ষে আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা মূল মোটিফে আগুন দেওয়ার ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। 

নববর্ষের শোভাযাত্রা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বানানো মোটিফে এক ব্যক্তিকে আগুন দিতে দেখা গেছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ।

আজ শনিবার দুপুরে এ ঘটনার সিসিটিভি ফুটেজ দেখার পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

প্রক্টর বলেন, 'সিসিটিভি ফুটেজে একজন ব্যক্তিকে মোটিফে আগুন দিতে দেখা গেছে।

তিনি প্রথমে পর্দার আড়ালে প্রবেশ করেছেন। তারপর মোটিফে লিকুইড দিয়েছেন। তারপর আড়ালে এসে লাইটার জ্বালিয়ে ফায়ার টেস্ট করেছেন। পরে মোটিফে আগুন দিয়ে বেরিয়ে গেছেন।
যে গেট দিয়ে ঢুকেছিলেন, সে গেট দিয়েই বেরিয়ে গেছেন।'

মন্তব্য

সর্বশেষ সংবাদ