<p> </p> <p>চলমান কোটাবিরোধী আন্দোলন নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বসতে রাজি আছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।</p> <p>বৃহস্পতিবার (১৮ জুলাই) সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদের ট্যানেলে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী আনিসুল হক এ কথা জানান।</p> <p>তিনি বলেন, শিক্ষার্থীদের প্রস্তাব গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার কোটা সংস্কারের পক্ষে আছে।</p> <p>তিনি  বলেন, কোটা নিয়ে আদালতে যখন শুনানি হবে। তখন সরকারের পক্ষ থেকে একটা প্রস্তাব দেওয়া হবে। </p> <p>কোটা সংস্কার আন্দোলনে গত মঙ্গলবার দেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীসহ ছয়জন নিহত হন। এ ঘটনার ব্যাপারে হাইকোর্টের বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানকে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী।</p> <p>অন্যদিকে কোটা নিয়ে আপিল বিভাগে ৭ আগস্টের শুনানির দিন নির্ধারিত ছিল। শুনানির সময় এগিয়ে আনার জন্য আগামী রবিবার আদালতে সরকারপক্ষ বসবে বলে জানান আইনমন্ত্রী।</p>