<p>স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মো. মশিউর রহমান এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. খায়রুল আলম সেখকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।</p> <p>সোমবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।</p> <p>জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব তার দায়িত্বের অতিরিক্ত হিসেবে সুরক্ষা সেবা বিভাগের সচিবের দায়িত্ব পালন করবেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ৩৫ প্রত্যাশীদের বিক্ষোভ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/30/1727689328-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ৩৫ প্রত্যাশীদের বিক্ষোভ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/09/30/1430472" target="_blank"> </a></div> </div> <p>খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেনকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।</p> <p>এ ছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান ড. এ কে এম মতিউর রহমানকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। এর আগে তাকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়।</p>