<p style="text-align:justify">আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দেশের বিভিন্ন পূজা মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে বাংলাদেশে নৌবাহিনী। মঙ্গলবার (৮ অক্টোবর) খুলনা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক বরগুনার ও কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল চট্টগ্রামের পূজা মণ্ডপসমূহে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। পর্যবেক্ষণকালে তারা পূজা কমিটির সভাপতি, পুরোহিত ও সংশ্লিষ্ট সকলের সঙ্গে মতবিনিময় করেন।</p> <p style="text-align:justify">সরকারের নির্দেশনা অনুযায়ী নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাসমূহে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গোৎসব উদযাপনে নিরাপত্তা নিশ্চিতিকল্পে যথাযথ ব্যবস্থাগ্রহণ করা হয়েছে। পূজা উপলক্ষ্যে ইতোমধ্যে বাংলাদেশে নৌবাহিনী বিভিন্ন স্থানে টহল ব্যবস্থা জোরদাররে পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে কোস্টগার্ড, র‌্যাব, পুলিশি, আনসার ও স্থানীয় প্রশাসনরে প্রতিনিধিরা সমন্বয়ে কন্ট্রোল রুম স্থাপন করছে। </p> <p style="text-align:justify">সেইসঙ্গে যেকোনো ধরনের নাশকতা কিংবা অপতৎপরতা প্রতহিত করতে দায়িত্বরত নৌ কন্টিনজন্টেসমূহকে প্রস্তুত রাখা হয়েছে। শারদীয় দুর্গাপূজা উদযাপনে আঞ্চলিক কমান্ডাররা সকলকে সহযোগিতা ও সম্প্রীতি প্রদর্শনের আহ্বান জানান। </p> <p style="text-align:justify">এসময় নৌবাহিনীর প্রতিনিধিদের সঙ্গে কোস্ট গার্ড পুলিশ, র‌্যাব, আনসার ও স্থানীয় প্রশাসনসহ পূজা উদযাপন পরিষদরে নেতারা উপস্থিত ছিলেন।</p>