<p>ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার দায় ভারত সরকার এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। নিজের ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন। </p> <p>নাহিদ ইসলাম বলেন, ‘আগরতলায় হামলা হয়েছে। বাংলাদেশের পতাকা নামিয়ে দেওয়া হয়েছে জোর করে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এর জন্য আবার দুঃখ প্রকাশ করেছে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাইকমিশনারকে তলব করেছে। আমরা বলব যে এখানে ভারতের সরকার কোনোভাবেই দায় এড়াতে পারে না। আমরা সম্পূর্ণ দায় ভারত সরকারকেই দিই।’ </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চা শ্রমিকের সাজে ট্রফি উন্মোচন দুই অধিনায়কের" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/04/1733319657-48f6e61bda2c44a27d08de740e0f8fb6.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চা শ্রমিকের সাজে ট্রফি উন্মোচন দুই অধিনায়কের</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/12/04/1453842" target="_blank"> </a></div> </div> <p>নিজের যুক্তি তুলে ধরে নাহিদ বলেন, ‘সেখানে (ভারত) যে মিডিয়া প্রপাগান্ডা ছড়াচ্ছে এত দিন ধরে, এটা কিন্তু রাষ্ট্রের সমর্থন ছাড়া হয় না। আমরা মনে করি এখানে ভারত সরকারের দায় আছে। তারা দায়িত্বশীল আচরণ প্রথম থেকেই করেনি। তারা একটি বিভাজন সেখানে তৈরি করার চেষ্টা করছে। ত্রিপুরা, আসাম, পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক আছে। এই অভ্যুত্থানেও কলকাতার যাদবপুরে, ছাত্ররা পক্ষে দাঁড়িয়েছে। শেখ হাসিনার হত্যাকাণ্ডগুলোর প্রতিবাদ জানিয়েছে। আমাদের এই যে একটা সম্পর্ক, সেটা অনেকেই হয়তো চায় না।’ </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বাংলাদেশ সীমান্তে বিএসএফের অতিরিক্ত সদস্য মোতায়েন" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/04/1733319218-22166c445cedd060e68c4c0dcdb545af.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বাংলাদেশ সীমান্তে বিএসএফের অতিরিক্ত সদস্য মোতায়েন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/12/04/1453838" target="_blank"> </a></div> </div> <p>উপদেষ্টা নাহিদ বলেন, ‘বিভাজনটা করতে চায়, বাংলাদেশের জনগণের সাথে ভারতের জনগণের। আমরা বলব যে বিভাজনের রাজনীতি না করে আমরা যেন সৌহার্দ্যের রাজনীতি করি। বাংলাদেশের (সহকারী) হাইকমিশনে যে আক্রমণ এটা কোনোভাবেই কোনো সভ্য রাষ্ট্রের আচরণ না।’</p>