<p>জুলাই গণ-অভ্যুত্থানের দুই সহস্রাধিক শহীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় প্রবৃদ্ধির জন্য ব্যবস্থা গ্রহণে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।</p> <p>শেখ বশির উদ্দিন বলেন, ‘অতীতে দেশের টাকা বিদেশে পাচার হয়েছে। দেশের সম্পদ গুটিকয়েক লোকের হাতে কেন্দ্রীভূত হয়েছে। ব্যাপক দুর্নীতির মাধ্যমে সমস্ত অর্থনৈতিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, যা দেশের অর্থনীতিতে চাপ সৃষ্টি করেছে।’</p> <p>বুধবার (২৫ ডিসেম্বর) চট্টগ্রামের এক হোটেলে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস (আইসিএমএবি) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপদেষ্টা। </p> <p>বাণিজ্য উপদেষ্টা বলেন, বৈষম্যের বিরুদ্ধে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। এই সরকার রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা পুনর্গঠনের প্রতিশ্রুতি নিয়ে কাজ করছে। এসময় তিনি বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের (এফডিআই) প্রতিবন্ধকতাসমূহ তুলে ধরেন।</p> <p>অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বাণিজ্য সচিব মো. সেলিম উদ্দিন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান এবং বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আলি হোসেন আকবর আলী।</p>