<p>পেট্রলের গন্ধ অনেকের কাছে আকর্ষণীয় লাগতে পারে, কিন্তু এর পেছনে বেশ কিছু বিজ্ঞানভিত্তিক কারণ রয়েছে। <br /> পেট্রল মূলত বিভিন্ন রাসায়নিক যৌগের মিশ্রণ। এর মধ্যে প্রধান হলো বেনজিন। এটা পেট্রলের গন্ধের জন্য প্রধানত দায়ী। বেনজিন একটি আরোম্যাটিক হাইড্রোকার্বন। এর গন্ধ বেশ তীব্র এবং মনোমুগ্ধকর হতে পারে।</p> <p>মানব মস্তিষ্কের গন্ধ শনাক্তকারী অংশটি সরাসরি স্মৃতির সঙ্গে সংযুক্ত। অনেক সময় কোনো নির্দিষ্ট গন্ধ আমাদের সুখকর স্মৃতি মনে করিয়ে দিতে পারে। যদি কেউ ছোটবেলায় বা জীবনের কোনো বিশেষ মুহূর্তে পেট্রলের গন্ধ পছন্দ করে থাকে, তবে সেই গন্ধ তাকে আবারও সেই স্মৃতির সঙ্গে সংযোগ ঘটায়। তাই পেট্রলের গন্ধ ভালো লাগে।</p> <p>বেনজিনের মতো কিছু রাসায়নিক মস্তিষ্কে ডোপামিন নামক একটি রাসায়নিক নির্গত করতে পারে। ডোপামিন আমাদের মস্তিষ্কে সুখের অনুভূতি তৈরি করে। ফলে পেট্রলের গন্ধও আমাদের কাছে সুখকর মনে হতে পারে।</p> <p>আমাদের মস্তিষ্কের গন্ধ শনাক্তকারী অংশ কখনো কখনো কিছু বিশেষ গন্ধের প্রতি সংবেদনশীল হয়ে ওঠে। এর ফলে সেই গন্ধগুলো আমাদের কাছে অন্যদের চেয়ে বেশি ভালো লাগতে পারে।</p> <p>যদিও পেট্রলের গন্ধ অনেকের কাছে ভালো লাগতে পারে, তবে দীর্ঘ সময় ধরে এর সংস্পর্শে থাকা মোটেও ভালো নয়। বেনজিন এবং অন্যান্য রাসায়নিক শ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করলে তা স্বাস্থ্যহানির কারণ হতে পারে। এ কারণে পেট্রলের গন্ধ থেকে দূরে থাকা বা এটি থেকে যথাসম্ভব সতর্ক থাকা উচিত।</p> <p>পেট্রলের গন্ধ অনেকের কাছে আকর্ষণীয় হলেও, এর পেছনে বিজ্ঞানের গভীরতা রয়েছে। আমাদের মস্তিষ্কের গন্ধ শনাক্তকারী ক্ষমতা এবং স্মৃতির সঙ্গে এর সংযোগের কারণে আমরা পেট্রলের গন্ধকে ভালো বলে মনে করতে পারি। তবে স্বাস্থ্যঝুঁকির কথা মাথায় রেখে এ থেকে দূরে থাকা ভালো।</p> <p>সূত্র : হাউ ইট ওয়ার্কস</p>