<p>সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূর্ব শক্রতার জের ধরে মা ও ছেলেকে কুপিয়ে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড ও ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়াও সব আসামিকে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।  </p> <p>আজ মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত (১) এর বিচারক মোহাম্মদ এরফান উল্লাহ আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন। ওই আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. আবুবক্কার সিদ্দিক এ তথ্য জানান।  </p> <p>মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাফিজুল ইসলাম (৪০) উল্লাপাড়া উপজেলার পূর্বমহেশপুর গ্রামের শাহজাহান প্রামানিকের ছেলে। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন মহেশপুর গ্রামের দেলোয়ার হোসেন ওরফে দুলাল প্রামানিক (৫৫), একই গ্রামের মো. বাচ্চু মিয়া (৪৩), দুলাল সরকার (৬০), মাসুদ উল্লাহ ওরফে রতন (৪০) রহমত উল্লাহ ওরফে পান্না (৪৩), রফিকুল ইসলাম (৬২) ও মো. বদিউজ্জামান (৬০)। </p> <p>মামলার বরাত দিয়ে অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. আবুবক্কার সিদ্দিক জানান, আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধের জের ধরে ২০১৯ সালের ২৬ জুন রাতে সাবেক সেনা সদস্য আলতাব হোসেন মুকুল ও তার বৃদ্ধা মা রিজিয়া খাতুনকে কুপিয়ে ও পায়ের রগ কেটে নিজ বাড়িতে হত্যা করা হয়। পরেরদিন সকালে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ২৭ জুন নিহত মুকুলের স্ত্রী শামীম আরা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।</p> <p>তিনি আরো জানান, মামলার তদন্ত শেষে ২০২০ সালের ১৩ অক্টোবর আদালতে ৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। বিচারকার্য চলাকালে আবুল কালাম আজাদ নামে এক আসামি মৃত্যুবরণ করায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। দীর্ঘ শুনানি শেষে বিচারক উল্লেখিত রায় প্রদান করেন।</p>