<p>ক্লোরোফর্ম একটি রাসায়নিক যৌগ। একসময় অস্ত্রোপচারের সময় অজ্ঞান করার জন্য ব্যবহৃত হত। এর গন্ধ মানুষের স্নায়ুতন্ত্রে গভীর প্রভাব ফেলে এবং শরীরকে অচেতন করে তুলতে পারে। </p> <p>ক্লোরোফর্ম (CHCl₃) হল একটি বর্ণহীন তরল। এর মিষ্টি একটা গন্ধ আছে। এটা শ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করে এবং সরাসরি মস্তিষ্কে প্রভাব ফেলে। ক্লোরোফর্মের গন্ধের মাধ্যমে এই রাসায়নিক দ্রুত ফুসফুস থেকে রক্তে মিশে যায় এবং মস্তিষ্কের কার্যকলাপ ধীর করে দেয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ক্যান্সারের ঝুঁকি বাড়ায় যেসব খাবার" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/12/1734017576-baaf94542a40d7deb9a8a917acb1b150.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ক্যান্সারের ঝুঁকি বাড়ায় যেসব খাবার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/12/12/1456791" target="_blank"> </a></div> </div> <p>ক্লোরোফর্ম স্নায়ুতন্ত্রের কার্যক্ষমতার ওপর প্রভাব ফেলে। মূলত স্নায়ু কোষের মধ্যে সংকেত আদান-প্রদানকে কমিয়ে দেয়। ফলস্বরূপ, শরীরের বিভিন্ন অংশ এবং মস্তিষ্কের মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে যায়। এর ফলে প্রথম ধাপে ক্লোরোফর্ম শ্বাস নেওয়ার পর মানুষ হালকা মাথা ঘোরার অনুভূতি তৈরি হয়।</p> <p>শ্বাসের সঙ্গে ক্লোরোফর্ম বেশি পরিমাণে প্রবেশ করলে মস্তিষ্কের ক্রিয়াকলাপ এতটাই ধীর হয়ে যায় যে ব্যক্তি অজ্ঞান হয়ে পড়ে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ই-সিগারেট কতটা ক্ষতিকর?" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/12/1734013354-3571adc2900d18ca7bbb29ffef49e706.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ই-সিগারেট কতটা ক্ষতিকর?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/12/12/1456775" target="_blank"> </a></div> </div> <p>ক্লোরোফর্ম সাময়িকভাবে অজ্ঞান করার জন্য কার্যকর। চিকিৎসায় বিশেষ করে অস্ত্রপোচারে এটা ব্যবহার করা হয়। তবে এটা শরীরের জন্য কখনো কখনো বড় ক্ষতির কারণ হতে পারে। দীর্ঘ সময় ধরে বা বেশি পরিমাণে ক্লোরোফর্ম গ্রহণ করলে শ্বাসযন্ত্র, যকৃত এবং হৃদযন্ত্রের ক্ষতি হয়। এমনকি এটা মৃত্যুর কারণও হতে পারে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পেঁয়াজ কেন খাবেন?" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/12/1734004785-217479a24f5b98bcd9028a1675b0f69e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পেঁয়াজ কেন খাবেন?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/12/12/1456737" target="_blank"> </a></div> </div> <p>আজকাল ক্লোরোফর্ম আর সরাসরি অজ্ঞান করার জন্য ব্যবহৃত হয় না। কারণ এটি ঝুঁকিপূর্ণ এবং আধুনিক অজ্ঞান করার ওষুধ আরও নিরাপদ। তবে শিল্পক্ষেত্রে এবং গবেষণাগারে ক্লোরোফর্ম এখনো ব্যবহৃত হয়।</p> <p>সূত্র: হাউ ইট ওয়ার্কস</p>