<p>ডেঙ্গু প্রতিরোধে কলেজের শিক্ষার্থীদের সচেতন করতে আনন্দ মোহন কলেজে সচেতনতামূলক গণসংযোগ করেছে বসুন্ধরা শুভসংঘ। বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টায় আনন্দ মোহন কলেজের মৌলভী হামিদ উদ্দিন ভবনে এই আয়োজন করা হয়।</p> <p>বসুন্ধরা শুভসংঘের আনন্দ মোহন কলেজ শাখার সাধারণ সম্পাদক পূজা চক্রবর্তী লাবণ্যের পরিচালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ নাফিউল হাসান মুবিন। </p> <p>অনুষ্ঠানে জনসচেতনতামূলক কার্যক্রমটিতে বক্তব্য দেন শুভসংঘ আনন্দ মোহন কলেজ শাখার শিক্ষার্থী উপদেষ্টা, আব্দুল্লাহ আল মামুন এবং তানজিল আহমেদ।</p> <p>আব্দুল্লাহ আল মামুন তার বক্তব্যে বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধ করার জন্য আমাদের যা করণীয় সেসব ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। দিন এবং রাত সব সময় মশারি টাঙিয়ে ঘুমাতে হবে। বাসায় কোনো জমা পানি রাখা যাবে না এবং ফুলের টব, পুরনো টায়ার, ভাঙা পাত্র, এয়ার কন্ডিশনার ইত্যাদিতে যেখানে পানি জমে থাকে সর্বোচ্চ দুই-তিন দিনের মধ্যে সেগুলো পরিবর্তন করতে হবে। নিজের পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং চারপাশে সচেতনতা সৃষ্টি করতে হবে।’</p> <p>ছাত্র উপদেষ্টা তানজিল আহমেদ তার বক্তব্যে ডেঙ্গু প্রতিরোধের জন্য তরুণ প্রজন্মকে সচেতন থাকার আহ্বান জানান। সেই সঙ্গে যেসব কর্মকাণ্ডের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ করা যায়, এডিস মশার জন্মস্থল ধ্বংস করা যায় সেই ব্যাপারে গুরুত্ব আরোপ করেন। </p> <p>এ সময় আনন্দ মোহন কলেজের বিভিন্ন বিভাগ ও ইন্টারমিডিয়েটের বিভিন্ন ক্লাসরুমে সচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা করা হয় ।</p> <p>বসুন্ধরা শুভসংঘ আনন্দ মোহন কলেজ শাখার সভাপতি সৈয়দ নাফিউল হাসান মুবিন বলেন, ‘ডেঙ্গু থেকে বাঁচতে সচেতনতাই যথেষ্ট। সবাইকে নিজ নিজ বাসা-বাড়ির আঙিনা পরিষ্কার রাখতে হবে। আতঙ্কিত না হয়ে ডাক্তারের কাছে যেতে হবে এবং নিয়মিত ওষুধ সেবনে এ রোগ থেকে মুক্তি পাওয়া যায়।’</p> <p>বক্তারা তাদের বক্তব্যে বসুন্ধরা শুভসংঘ আনন্দ মোহন কলেজ শাখাকে এমন চমৎকার সময়োপযোগী কর্মসূচি  বাস্তবায়নের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও বসুন্ধরা শুভসংঘ এমন সময়োপযোগী কর্মসূচি গ্রহণ করার মাধ্যমে সেবা মূলক কর্মকাণ্ড পরিচালনা করে যাবে সেই প্রত্যাশা ব্যক্ত করেন।</p> <p>ডেঙ্গু প্রতিরোধে সবাইকে স্কুল কলেজ ও বাড়ির আঙিনা পরিষ্কার রাখা, ডেঙ্গু আক্রান্ত রোগীর সেবা, ডেঙ্গু থেকে বাঁচার উপায়, চিকিৎসাসহ নানা বিষয়ে আলোচনা করেন। </p> <p>বক্তারা আরো বলেন, ‘আমরা ডেঙ্গু নিয়ে সাধারণ মানুষকে সচেতনতার কাজটি শুরু করেছি। ধীরে ধীরে আমরা পুরো উপজেলায় আমাদের কাজের পরিধি বিস্তার করব।’</p> <p>অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরে শিক্ষার্থীরাও তাদের মতামত প্রকাশ করে। কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থী এবং জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।</p> <p>এ সময় আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ আনন্দ মোহন কলেজ শাখার সহসভাপতি জিহাদ হাসান, নাহিদ ফেরদৌস খান, মাহমুদুল হাসান আকাশ, সাধারণ সম্পাদক পূজা চক্রবর্তী লাবণ্য, যুগ্ন সাধারণ সম্পাদক নাজমুল হক টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক জয় সাহা রয়, সহসাংগঠনিক সম্পাদক, রাফিউল হাসান তানভীর, সহসাংগঠনিক সম্পাদক, সানজিদা হক জিশা, আইনবিষয়ক সম্পাদক মোছা, তায়্যিবা আক্তার, সহ-ইভেন্ট বিষয়ক সম্পাদক তাউছিয়া তাজবীদ ইফতি, প্রচার সম্পাদক, মেহেদী হাসান, কার্যকারী সদস্য, জিহাদ আমির, লামিয়া আলম অনন্যা, অলি আহাদ , মাইসারা সুলতানা মৈত্রী, নীরজনা বীনতে হেনা, আনিকা নাওয়াসহ সংগঠনের সদস্যরা।</p>