ফুটবল ম্যাচে উৎসবের রং, ঈদ-পরবর্তী মিলনমেলা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ফুটবল ম্যাচে উৎসবের রং, ঈদ-পরবর্তী মিলনমেলা
ছবি : কালের কণ্ঠ

ঈদের আনন্দকে আরো রঙিন করতে রবিবার (৬ এপ্রিল) বিকেলে ঈদ-পরবর্তী মিলনমেলা ও জমজমাট ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। বসুন্ধরা শুভসংঘ পল্লবী থানা শাখা ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উদ্যোগে মিরপুর-১২, সাগুফতা (ডি-বক্স টার্ফ) মাঠে আয়োজিত এই প্রীতি ম্যাচে অংশ নেয় দুই প্রতিদ্বন্দ্বী দল, যা এলাকার মানুষকে একত্র করে আনন্দঘন এক মিলনমেলায় পরিণত করে।

মাঠের উচ্ছ্বাস, ক্রীড়ামোদী দর্শকদের করতালি আর খেলোয়াড়দের মনোমুগ্ধকর পারফরম্যান্সে ঈদের আমেজ যেন আরো প্রাণবন্ত হয়ে ওঠে।

বসুন্ধরা শুভসংঘের কার্যনির্বাহী সদস্য ও পল্লবী থানা শাখার সভাপতি তাহমিদ আরেফিন সাজিদ বলেন, ‘ঈদ মানেই আনন্দ, আর খেলাধুলা সেই আনন্দকে বহুগুণ বাড়িয়ে দেয়।

বিশেষ এ আয়োজনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ মিরপুর থানা শাখার দপ্তর সম্পাদক মো. মোহতামিম মর্শেদ দিহান, কর্ম ও পরিকল্পনা সম্পাদক মো. ইরাম হোসেন, সমাজকল্যাণ সম্পাদক খন্দকার রাশেদুল ইসলাম, সদস্য জিসান আহমেদ, তৌসিফ খান, ইরফান মিজি প্রমুখ।

বসুন্ধরা শুভসংঘের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্থানীয়রা বলেন, এ ধরনের আয়োজন সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরো দৃঢ় করে। উৎসবমুখর এই ম্যাচে খেলোয়াড়দের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে, ফলে ম্যাচের উত্তেজনা ছিল তুঙ্গে।

গোলের পর গোল পাল্টা গোলের উত্তেজনায় দর্শকদের উল্লাসে জমজমাট হয়ে ওঠে মাঠ। নির্ধারিত সময় শেষে খেলার ফলাফল ড্র হলে টাইব্রেকারের মাধ্যমে বিজয়ী দল নির্ধারণ করা হয়।

ক্রীড়াপ্রেমীরা বলছেন, এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া উচিত। এটি তরুণদের মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখবে এবং শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে আরো বড় পরিসরে এবং নিয়মিতভাবে এ ধরনের খেলাধুলার আয়োজন করা হবে। ঈদের আনন্দের সাথে মিলেমিশে ফুটবলের এই প্রাণবন্ত আয়োজন এলাকাবাসীর মধ্যে এক অন্য রকম উচ্ছ্বাস ছড়িয়ে দেয়। শুভসংঘের বন্ধুরা জানান, এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

স্বনির্ভরতার স্বপ্ন বুনছেন অসচ্ছল নারীরা

শেয়ার

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে লালপুরে নিরাপদ সড়ক ও জলবায়ু পরিবর্তনে করণীয় শীর্ষক অভিভাবক সমাবেশ

লালপুর (নাটোর) প্রতিনিধি
লালপুর (নাটোর) প্রতিনিধি
শেয়ার
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে লালপুরে নিরাপদ সড়ক ও জলবায়ু পরিবর্তনে করণীয় শীর্ষক অভিভাবক সমাবেশ
ছবি: কালের কণ্ঠ

নাটোরের লালপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে নিরাপদ সড়ক ও জলবায়ু পরিবর্তনে করণীয় শীর্ষক সচেতনতামূলক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল ) সকালে বসুন্ধরা শুভসংঘ স্কুলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বসুন্ধরা শুভসংঘ  লালপুর উপজেলা শাখার  উপদেষ্টা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শুভসংঘের পরিচালনা কমিটির সদস্য ও লালপুর ডিগ্রী কলেজের সাবেক প্রদর্শক আব্দুল ওয়াদুদ, নিরাপদ সড়ক চাই লালপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল মোত্তালেব রায়হান, লালপুর থানা কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ কে আজাদ সেন্টু, সদস্য রফিকুল ইসলাম, ইউপি সদস্য ইমদাদুল হক প্রমুখ।

নিরাপদ সড়ক চাই লালপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল মোত্তালেব রায়হান বলেন, সড়কে চলতে না জানলে তা সবসময়ই বিপজ্জনক।

অনিরাপদ সড়ক পরিবার, সমাজ, রাষ্ট্রের জন্য আতঙ্ক। মূলত সচেতনতায় পারে এ আতঙ্ক থেকে আমাদের রক্ষা করতে। 

লালপুর ডিগ্রী কলেজের সাবেক প্রদর্শক আব্দুল ওয়াদুদ বলেন, বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম স্থান লালপুর। হঠাৎ এই উষ্ণতা আরো বেড়েছে।

অতিরিক্ত এ দাবদাহ থেকে বাঁচতে এই অঞ্চলে প্রচুর পরিমাণে বৃক্ষরোপণের বিকল্প নেই। এ বিষয়ে  শুভসংঘ দৃষ্টি দেবে বলে লালপুরবাসি আশা রাখে।

সভাপতির বক্তব্যে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনার এড়াতে হলে রাস্তার দুই ধারে হেলে পড়া বা ঝুঁকে পড়া গাছগুলোকে অপসারণ করতে হবে। গাড়ির চালকদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

রাস্তায় চলাচলকারী সকল প্রকার চালক ও যাত্রীদের আরো সচেতন হতে হবে। তবেই সড়ক দুর্ঘটনার প্রবণতা অনেকাংশে কমবে। 

এমন সচেতনতামূলক অভিভাবক সমাবেশের আয়োজন করায় বক্তারা বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানান।

প্রাসঙ্গিক
মন্তব্য

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হৃদয়ের পরিবারের পাশে বসুন্ধরা শুভসংঘ

পটুয়াখালী ও গলাচিপা প্রতিনিধি
পটুয়াখালী ও গলাচিপা প্রতিনিধি
শেয়ার
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হৃদয়ের পরিবারের পাশে বসুন্ধরা শুভসংঘ
ছবি: কালের কণ্ঠ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আশিকুর রহমান হৃদয়ের পরিবারে পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ। আজ শুক্রবার (১১ এপ্রিল) পটুয়াখালীর বাউফল উপজেলার সদর ইউনিয়নের যৌতা গ্রামে শহীদ হৃদয়ের পরিবারে খাদ্য সহায়তা নিয়ে ছুটে গেছেন ওই উপজেলার বসুন্ধরা শুভসংঘের সদস্যরা। 

এ সময় তারা হৃদয়ের কবর জিয়ারত করেন। কবর জিয়ারতে দোয়া মোনাজাত পরিচালনা করেন শুভসংঘের সদস্য হাফেজ মো. মুদাচ্ছির।

এরপর শুভসংঘের সদস্যরা হৃদয়ের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং হৃদয়ের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

এ সময় বক্তব্য রাখেন শুভসংঘের উপদেষ্টা ও বাউফল ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওহিদুজ্জামান সুপন, উপদেষ্টা ও বাউফল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কামরুজ্জামান ফিরোজ, উপদেষ্টা ও বাউফল সরকারি কলেজের প্রভাষক এনামুল হক সায়েম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শুভসংঘের সভাপতি মো. মারনুচ তালুকদার, সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ আরিফ। 

এ সময় আরো  উপস্থিত ছিলেন শুভসংঘের আবু জাফর, হুমায়ুন কবির রুবেল, ইফাত হোসেন জিসান, মো. জাহিদুল ইসলাম, মো. রিফাত গাজী, জারিন তাসমিন জিনিয়া, মো. জাকির হোসেন, লাবনী আক্তার রেখা, রাকিবুল হাসান, রমেন চন্দ্র দাস, মো. জামাল হোসেন, মো. মামুন, মো. অপু খান ও মাসকসুদুর রহমান বাচ্চু।


স্বাক্ষাৎ শেষে হৃদয়ের বাবা মো. আনসার হাওলাদারের হাতে চাল, ডাল, পেঁয়াজ, আলু, তেল, লবণসহ প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন। 

জানা গেছে, অভাবের সংসারে প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পার হাওয়ার পর হৃদয়ের আর পড়ালেখা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। তাই সংসারের অভাব মেটাতে হৃদয় কিশোর বয়সেই ঢাকায় যায়। ঢাকাতে নির্মাণ শ্রমিকের কাজ করে বাড়িতে টাকা পাঠাত।

কিন্তু জুলাই বিপ্লবে হৃদয় আন্দোলনে শুরু থেকেই অংশ নেয়। গত ১৮ জুলাই যাত্রাবাড়ী এলাকায় ফ্যাসিস্ট হাসিনা হটাও বিপ্লবে যোগ দিতে গিয়ে গুলিবিদ্ধ হয়। তার মাথায় তিনটি গুলি লাগে। প্রথমে ফ্যাসিস্ট হাসিনার দোসরদের ভয়ে হৃদয় আত্মগোপনে থেকে চিকিৎসা নেয়। পরে ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর হৃদয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন।

চিকিৎসকরা তার মাথা থেকে দুইটি গুলি বের করলেও একটি গুলি বের করতে পারেনি। এরপর থেকে প্রায় জ্বর ও মাথা ব্যথা হত। তাই তেমন একটা কাজও করতে পারত না। আহত হৃদয় জুলাই ফাউন্ডেশনের তালিকাভুক্তও ছিল না।

বিল্পব পরর্বতী এভাবেই চলছিল হৃদয়ের দিনকাল। কয়েকদিন আগে হৃদয় বাড়িতে যান। অভাবের সংসারে পরিবারের চাহিদা মেটাতে এলাকায় মাটি কাটার কাজ করতে গিয়ে হৃদয় অসুস্থ হয়ে পড়েন। গত বুধবার অসুস্থ অবস্থায় হৃদয়কে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা অবস্থা আশঙ্কাজনক দেখে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। তবে আর্থিক অভাবের কারণে তা সম্ভব হয়নি। পরে হৃদয়ের মৃত্যু হয়।

মন্তব্য

বসুন্ধরা শুভসংঘের আয়োজনে পলিথিন-প্লাস্টিক বর্জন ও পরিবেশ বিষয়ে সচেতনতা

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বেতাগী (বরগুনা) প্রতিনিধি
শেয়ার
বসুন্ধরা শুভসংঘের আয়োজনে পলিথিন-প্লাস্টিক বর্জন ও পরিবেশ বিষয়ে সচেতনতা
ছবি: কালের কণ্ঠ

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বেতাগী উপজেলার পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে পলিথিন-প্লাস্টিক বর্জন ও পরিবেশ সুরক্ষা বিষয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায়  পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এছাড়া পলিথিনের ক্ষতিকর দিক সম্পর্কে প্রচারপত্র বিতরণ করেন বসুন্ধরা শুভসংঘ বেতাগী উপজেলা শাখার বন্ধুরা। 

এ কার্যক্রমের উদ্বোধন করেন বসুন্ধরা শুভসংঘ পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় শাখার উপদেষ্টা মো. বজলুর রহমান।

তিনি বলেন, শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ। পলিথিন ও প্লাস্টিক বর্জন এবং পরিবেশ সুরক্ষা বিষয়ে  শিক্ষার্থীরা সচেতন হলে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে আসবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। পরিবেশ দূষণ রোধে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।  বসুন্ধরা শুভসংঘ  এই কার্যক্রম অব্যাহত রাখবে বলে  প্রত্যাশা করছি।

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ বেতাগী উপজেলা শাখার উপদেষ্টা ও কালের কণ্ঠের প্রতিনিধি স্বপন কুমার ঢালী, সভাপতি মো. কামাল হোসেন খান, বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রদীপ কুমার বিশ্বাস, সহকারী শিক্ষক মনোয়ারা বেগম, সহকারী শিক্ষক  মো. আল আমিন, মো. ওমর ফারুক, ফাইজুর রহমান, মো. আল মামুন, সাবিনা ইয়াসমিন, কমলেশ চন্দ্র শীল, আয়শা সিদ্দিকা, আব্দুর রহমান ও বশির আহমেদ,বসুন্ধরা শুভসংঘ পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়   শাখার  বর্ন হাওলাদার, , জায়েজিদ, দিগন্ত হাওলাদার , শামিয়া, পুর্নশা গোমস্তা প্রমুখ।

বসুন্ধরা শুভসংঘের আয়োজনে পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী পলিথিন ও প্লাস্টিক বর্জন এবং পরিবেশ সুরক্ষা বিষয়ে সচেতনতা সভায় অংশগ্রহণ করে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ