<p>দেশের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো নিলামে তোলা হলো ফুটবলারদের। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এলিট অ্যাকাডেমির ১০ ফুটবলারকে কিনে নিল দেশের ক্লাবগুলো। এবারের নিলামে সর্বোচ্চ ১৩ লাখ ২৫ হাজার টাকায় গোলরক্ষক মো. আসিফকে দলে ভিড়িয়েছে লিগের টানা চারবারের শিরোপাধারী ক্লাব বসুন্ধরা কিংস।</p> <p>আসিফকে দলে ভেড়াতে কিংস কর্তৃপক্ষকে লড়াই করতে হয়েছে বাংলাদেশ পুলিশ এফসি এবং আবাহনী  লিমিটেডের সঙ্গে। শেষ পর্যন্ত আসিফ এসেছেন কিংসের ঘরেই। নিলামে ডাকা প্রথম নামটি ছিল চন্দন রায়ের। ৫ লাখ ভিত্তিমূল্যের চন্দনকে ৯ লাখে দলে নিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। এছাড়া ফরোয়ার্ড আসাদুল মোল্লাকে ৭ লাখ ৭৫ হাজার টাকায় দলে নিয়েছে আবাহনী লিমিটেড। ৭ লাখ ২৫ হাজার টাকায় সাজেদ হাসান জুম্মনকে দলে নেয় ফর্টিস এফসি। ৪ লাখ করে শ্রী সুমন সোরেন, সিরাজুল ইসলাম রানাকে দলে নেয় ব্রাদার্স।</p> <p>নিলামের অন্যতম সেরা আকর্ষণ ছিলেন মিরাজুল ইসলাম। ৬ লাখ ৫০ হাজার টাকায় তাকে দলে নিয়েছে ব্রাদার্স  ইউনিয়ন। প্রথম ডাকে অবিক্রিত মো. রুবেল শেখকে দ্বিতীয় ডাকে ভিত্তিমূল্য ৪ লাখ টাকায় দলে নেয় ব্রাদার্স। একই ক্লাবে ভিত্তিমূল্য ৪ লাখ টাকায় যোগ দিয়েছেন সেন্টারব্যাক ইমরান খান। সর্বোচ্চ ৫ ফুটবলারকে দলে ভিড়িয়েছে ব্রাদার্স। একজন করে ফুটবলার নিয়েছে বসুন্ধরা, শেখ রাসেল এবং ফর্টিস এফসি।</p>