<p>ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে চোটের কারণে ছিটকে যান শ্রীলঙ্কার দুই ক্রিকেটার। সঙ্গে বিনুরা ফার্নান্দো জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় খেলা হয়নি কোনো ম্যাচেই। পরে তো তাকে ওয়ানডে সিরিজের জন্য দলে রাখা হয়নি।</p> <p>যার প্রভাব পরে পড়েছে সংক্ষিপ্ত সংস্করণে। ঘরের মাঠে ৩-০ ব্যবধানে ভারতের কাছে ধবলধোলাই হতে হয়েছে তাদের। এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে যখন ঘুঁরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে তারা ঠিক তখনই আবার বড় দুঃসংবাদ শুনেছে শ্রীলঙ্কা। এবার চোটের কারণে ওয়ানডে থেকে ছিটকে গেছেন মাতিশা পাথিরানা ও দিলশান মাদুশঙ্ক। দেড় সপ্তাহের মধ্যে ৫ ক্রিকেটারের চোট শ্রীলঙ্কা দলকে যেন হাসপাতালে পরিণত করেছে। </p> <p>‘বেবি মালিঙ্গা’ খ্যাত পাতিরানা তৃতীয় টি-টোয়েন্টিতে কাঁধে ব্যথা পান। যার ফলে শেষ ম্যাচে কোনা বলই করেননি তিনি। সবশেষ ওয়ানডে বিশ্বকাপেও একই জায়গায় ব্যথা পেয়েছিলেন তিনি। অন্যদিকে মাদুশঙ্ক হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে গেছেন। অনুশীলনের সময় ব্যথা পেয়েছেন তিনি। ‍দুজনের বদলে নতুন দুই মুখকে দলে নিয়েছে শ্রীলঙ্কা। বিষয়টি নিশ্চিত করেছেন দলের ম্যানেজার মহিন্দ হালাঙ্গোদা।</p> <p>অভিষেকের অপেক্ষায় ডাক পাওয়া দুই ক্রিকেটার হচ্ছেন-মোহাম্মেদ শিরাজ ও ইশান মালিঙ্গা। দলে চোটের প্রবণতা বেশি থাকায় সিরিজে তিনজন ক্রিকেটারকে স্ট্যান্ডবাইও রেখেছে লঙ্কানরা। তারা হচ্ছেন- বাঁহাতি ব্যাটার কুশল পেরেরা, পেসার প্রমোদ মাদুশান ও স্পিনার জেফরি ভ্যান্ডারসি। আগামীকাল কলম্বোয় শুরু হতে যাওয়া প্রথম ওয়ানডেতে পাথিরানা এবং মাদুশঙ্ক দুজনেরই একাদশে থাকার কথা ছিল। কিন্তু এখন বেঞ্চেও নয়, মাঠের বাইরে ঠাঁই হয়েছে তাদের। তাদের না থাকাটা নিশ্চিতভাবেই লঙ্কানদের জন্য বড় ক্ষতির।<br />  </p>