<p>মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ নসদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলের অধিনায়ক হিসেবে রাখা হয়েছে ফাস্ট বোলার ফাতিমা সানাকে। </p> <p>পাকিস্তানের অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি এবং আইসিসির কোনো ইভেন্টে ২২ বছর বয়সী ফাতিমার এটাই প্রথম। এর আগে ওডিআইতে দুইবার জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি।</p> <p>অধিনায়কত্বের পরিবর্তন ছাড়া খুব একটা পরিবর্তন আসেনি পাকিস্তান দলে। গত মাসে টি-টোয়েন্টি এশিয়া কাপের দল থেকে শুধুমাত্র একটি পরিবর্তন করা হয়েছে। উইকেটরক্ষক-ব্যাটার নাজিহা আলভির স্থলাভিষিক্ত হয়েছেন ব্যাটার সাদাফ শামাস।</p> <p>৩ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে।  গ্রুপ এ-তে পাকিস্তানের সাথে রয়েছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা। গত সপ্তাহে বাংলাদেশ থেকে বিশ্বকাপ সরে যাওয়ার পর টুর্নামেন্টের সংশোধিত সূচি এখনো ঘোষণা করা হয়নি।</p> <p><strong>নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তানের দল:</strong></p> <p>ফাতিমা সানা (অধিনায়ক), আলিয়া রিয়াজ, ডায়না বেগ, গুল ফিরোজা, ইরাম জাভেদ, মুনিবা আলী (উইকেটরক্ষক), নাশরা সান্ধু, নিদা দার, ওমাইমা সোহেল, সাদাফ শামাস, সাদিয়া ইকবাল (ফিটনেস সাপেক্ষে), সিদরা আমিন, সৈয়দা আরুব শাহ , তাসমিয়া রুবাব, তুবা হাসান।</p> <p>রিজার্ভ: নাজিহা আলভি (উইকেটরক্ষক) এছড়া নন-ট্রাভেলিং রিজার্ভ: রামিন শামীম এবং উম্মে-ই-হানি।</p>