<p>অস্ট্রেলিয়া সিরিজের পর খুব বেশি বিশ্রামের ফুসরত মেলেনি বাংলাদেশ নারী দলের। আরেকটি সিরিজ যে আসন্ন। সিলেটে ভারতের মেয়েদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। দুই দলের এই সিরিজটি আইসিসির ভবিষ্যত সূচির অংশ নয়।</p> <p>আগামী সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখেই দুই বোর্ডের সম্মতিতে সিরিজটি আয়োজন করা হচ্ছে। সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে এখন সিলেটে আছে বাংলাদেশ। সেখানে নিগার সুলতানারা পাঁচ দিনের অনুশীলন ক্যাম্প করছেন। মূলত ফিটনেস ও স্কিলের ওপর জোর দেওয়া হচ্ছে। অস্ট্রেলিয়ার মেয়েদের বিপক্ষে ভরাডুবির পর কিছুটা নড়েচড়ে বসেছে বাংলাদেশ দল।</p> <p>বিশেষ করে চিন্তাটা বেশি ব্যাটিং নিয়ে। অজি বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি বাংলাদেশের ব্যাটাররা। সেই হতাশা থেকে বেরিয়ে আসার চেষ্টার কমতি রাখছেন না নিগাররা। এদিকে বিশ্বকাপ প্রস্তুতির সিরিজটি খেলতে আগামী পরশু বাংলাদেশে আসবেন ভারতের মেয়েরা। সরাসরি সিলেট যাবে সফরকারীরা। দু-এক দিনের মধ্যে সিলেট যাওয়ার কথা আইসিসির প্রতিনিধিদলেরও। বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে আইসিসির একটি প্রতিনিধিদল বাংলাদেশে এসেছে। গতকাল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম ঘুরে দেখেছেন তাঁরা। বিশ্বকাপের বেশির ভাগ ম্যাচ হওয়ার কথা সিলেটের দুই ভেন্যুতে। দুই ভেন্যুই ঘুরে দেখবে প্রতিনিধিদল।</p> <p>ভারতের বিপক্ষে সিরিজ শুরু হবে আগামী ২৮ এপ্রিল। এক দিন বিরতি দিয়ে পরের ম্যাচ ৩০ এপ্রিল। শেষ তিন টি-টোয়েন্টি যথাক্রমে ২, ৬ ও ৯ মে।</p>