<p style="text-align:justify">লা লিগার তিন ম্যাচে দুইটি ড্র। প্রথম ম্যাচে মায়োর্কার সঙ্গে ড্রয়ের পর তৃতীয় ম্যাচে এসেও লাস পালমাসের সাথে ১-১ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। </p> <p style="text-align:justify">তিন ম্যাচ খেলে এখনও গোলের মুখ দেখেনি কিলিয়ান এমবাপ্পে। গত রাতেও লাস পালমাসের বিপক্ষে আলো ছড়াতে পারেননি তিনি। এতে হয়তো দুশ্চিন্তা বাড়ছে হয়তো রিয়ালের। </p> <p style="text-align:justify">লাস পালমাসের মাঠে গ্রান ক্যানারিয়ায় ম্যাচের পঞ্চম মিনিটে প্রতি আক্রমণ থেকে গোল করে এগিয়ে যায় পালমাস। আলবার্টো মোলেইরোর বাঁ পায়ের দুর্দান্ত শটে ১-০ ব্যবধানে এগিয়ে যায় লাস পালমাস। এরপর রিয়ালকে ম্যাচে ফিরতে অপেক্ষা করতে হয়েছে ৬৯ মিনিট পর্যন্ত। পালমাসের ডিফেন্ডার অ্যালেক্স সুয়ারেজ বক্সে হ্যান্ডবল করায় পেনাল্টি পায় রিয়াল। ৬৯ মিনিটে স্পটকিক থেকে লিগে মৌসুমের প্রথম গোল করেন তিনি।</p> <p style="text-align:justify">খেলাটি হয়েছে দুই গোলকিপারের মধ্যে। এদিন তিনটি অবিশ্বাস্য সেভ করেন রিয়াল গোলকিপার থিবো কোর্তোয়া। পালমাস গোলকিপার জ্যাসপার কিলিসেনও পাঁচটি দুর্দান্ত সেভ করেন। রুডিগার, ভালভের্দে,  চুয়ামেনি ও ভিনিসিয়ুসের শট ফিরিয়ে দেন দারুন দক্ষতায়।</p> <p style="text-align:justify">লা লিগায় ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে রিয়াল। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে প্রতিদ্বন্ধী বার্সেলোনা। লিগে আগামী রবিবার  রিয়াল বেতিসের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।</p>