<p>সাফ অভিযান শেষ করে এসেই এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতিতে নেমে পড়তে হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলকে। পুরো দল এখনো যোগ না দিলেও স্কোয়াডের আংশিক নিয়েই অনুশীলন চলছে। কিশোরদের এই দলে যোগ দিতে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত এক অস্ট্রেলিয়ান প্রবাসী। তার নাম আরহাম ইসলাম। লেফই উইংয়ে খেলা এই কিশোর অস্ট্রেলিয়ার 'এ' লিগের দল ওয়েস্টার্ন ইউনাইটেডের অনূর্ধ্ব-১৮ দলে খেলে থাকেন। গতির সঙ্গে বল নিয়ন্ত্রণের দারুণ দক্ষতা আছে আরহামের। </p> <p>আরহামের বাবা ও মা দুজনই বাংলাদেশি। চাকুরির সুবাদে তাঁরা অস্ট্রেলিয়ায় বসবাস করেন। আগামী ৯ অক্টোবর অস্ট্রেলিয়া থেকে ঢাকায় এসে ক্যাম্পে উঠবেন এই কিশোর। এরপরই বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ অপেক্ষা করছে আরহামের সামনে। পাশাপাশি দলের সঙ্গেও মানিয়ে নিতে হবে তাঁকে। বাফুফের সূত্রে জানা গেছে, চূড়ান্ত স্কোয়াডেও রাখা হবে আরহামকে। দলের সঙ্গে যাবেন কম্বোডিয়া। </p> <p>বাছাইয়ে 'বি' গ্রুপে খেলবে বাংলাদেশের কিশোররা। স্বাগতিক কম্বোডিয়া ছাড়াও সাইফুল বারী টিটুর দলের অন্য প্রতিপক্ষ আফগানিস্তান, ফিলিপাইন এবং ম্যাকাউ। ১৯ অক্টোবর কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাই শুরু করবে বাংলাদেশ।</p>